আজকের পত্রিকা ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে, যাদের মধ্যে চারজন মার্কিন নাগরিক। নিহতদের তিনজনই শিশু। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার এ হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি—তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর এক সদস্য। তাকে হত্যা করতে গিয়ে ভুলবশত কিছু বেসামরিক নাগরিককে হত্যা করে ফেলেছে তারা! বরাবরের মতোই দায়সারা এক বিবৃতি দিয়েছে তারা। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘যেকোনো বেসামরিকের মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক। বেসামরিক ক্ষয়ক্ষতি যত কমানো যায় তা নিশ্চিত করার চেষ্টা করি আমরা। লেবাননের ঘটনাটি খতিয়ে দেখছি আমরা।’
লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি জানান, নিহতদের মধ্যে যে চারজন মার্কিন নাগরিক তারা একই পরিবারের সদস্য। তিন শিশু ও তাদের বাবা নিহত হয়েছে।
এ ঘটনায় শিশুদের মা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি। এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে সিএনএন। তবে, কোনো মন্তব্য পাওয়া গেছে কিনা সে ব্যাপারে প্রতিবেদনটিতে কিছু উল্লেখ করা হয়নি।
লেবাননের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এনএনএ এর তথ্যমতে, একটি ড্রোন ও দুইটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত একটি মোটরসাইকেল। মোটরসাইকেলের আরোহীকেই হিজবুল্লাহর সদস্য বলে দাবি করছে ইসরায়েল। আর ওই মোটরসাইকেলটির কাছেই ছিল একটি মার্সিডিজ গাড়ি, যেটির ভেতর ছিল মার্কিন ওই পরিবার।
এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্মম হত্যাযজ্ঞ বলে অভিহিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে বাসিন্দারা নিজ ভিটায় ফিরতে শুরু করেছে বলে তাদের ভয় দেখাতে এমন হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আহ্বান জানান কড়া ভাষায় নিন্দা জানানোর।
হামলায় তিন শিশুর মৃত্যুতে বিশেষভাবে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের সমঝোতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রায়শই নানা অজুহাতে লেবাননে হামলা চালায় ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়েছেন লেবানিজ প্রেসিডেন্ট জোসেফ আউন। বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকের জন্য এখানে বিশ্বনেতারা অবস্থান করছেন। তাদের সবাইকে আহ্বান জানাব ইসরায়েল যে ক্রমাগত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে যাচ্ছে তা থামাতে এখনই আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে, যাদের মধ্যে চারজন মার্কিন নাগরিক। নিহতদের তিনজনই শিশু। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার এ হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি—তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর এক সদস্য। তাকে হত্যা করতে গিয়ে ভুলবশত কিছু বেসামরিক নাগরিককে হত্যা করে ফেলেছে তারা! বরাবরের মতোই দায়সারা এক বিবৃতি দিয়েছে তারা। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘যেকোনো বেসামরিকের মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক। বেসামরিক ক্ষয়ক্ষতি যত কমানো যায় তা নিশ্চিত করার চেষ্টা করি আমরা। লেবাননের ঘটনাটি খতিয়ে দেখছি আমরা।’
লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি জানান, নিহতদের মধ্যে যে চারজন মার্কিন নাগরিক তারা একই পরিবারের সদস্য। তিন শিশু ও তাদের বাবা নিহত হয়েছে।
এ ঘটনায় শিশুদের মা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি। এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে সিএনএন। তবে, কোনো মন্তব্য পাওয়া গেছে কিনা সে ব্যাপারে প্রতিবেদনটিতে কিছু উল্লেখ করা হয়নি।
লেবাননের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এনএনএ এর তথ্যমতে, একটি ড্রোন ও দুইটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত একটি মোটরসাইকেল। মোটরসাইকেলের আরোহীকেই হিজবুল্লাহর সদস্য বলে দাবি করছে ইসরায়েল। আর ওই মোটরসাইকেলটির কাছেই ছিল একটি মার্সিডিজ গাড়ি, যেটির ভেতর ছিল মার্কিন ওই পরিবার।
এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্মম হত্যাযজ্ঞ বলে অভিহিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে বাসিন্দারা নিজ ভিটায় ফিরতে শুরু করেছে বলে তাদের ভয় দেখাতে এমন হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আহ্বান জানান কড়া ভাষায় নিন্দা জানানোর।
হামলায় তিন শিশুর মৃত্যুতে বিশেষভাবে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের সমঝোতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রায়শই নানা অজুহাতে লেবাননে হামলা চালায় ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়েছেন লেবানিজ প্রেসিডেন্ট জোসেফ আউন। বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকের জন্য এখানে বিশ্বনেতারা অবস্থান করছেন। তাদের সবাইকে আহ্বান জানাব ইসরায়েল যে ক্রমাগত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে যাচ্ছে তা থামাতে এখনই আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগে