
জর্ডান-সিরিয়া সীমান্তে জর্ডান সেনাবাহিনীর গুলিতে ২৭ মাদক পাচারকারী নিহত হয়েছেন। পাশাপাশি ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অ্যাম্ফিটামিন জাতীয় মাদক ক্যাপ্টাগন। জর্ডানিয়ান সেনবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জর্ডানের সেনবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আজ বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকায় তুষারঝড় চলছিল। ওই সময় একদল ব্যক্তি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় প্রথমে তাদের থামার সংকেত দেওয়া হয়, কিন্তু তাতে কাজ না হওয়ায় গুলি চালানো হয়।
সেনা সদস্যদের গুলিতেই নিহত হয় এই ২৭ জন। বাকিরা পিছু হটে সিরিয়ায় ফের ঢুকে পড়তে সক্ষম হয়। পিছু হটার সময় বিপুল পরিমাণ ক্যাপ্টাগন মাদক পাচারকারী ফেলে যায়। তবে সীমান্তের ঠিক কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, তা উল্লেখ করা হয়নি জর্ডান সেনাবাহিনীর বিবৃতিতে।
গত কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধ ও জাতিগত সংঘাতে বিধ্বস্ত সিরিয়া বর্তমানে মধ্যপ্রাচ্য এলাকার মাদক ব্যবসায়ী ও চোরাচালান কারীদের একপ্রকার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের অ্যাম্ফিটামিন জাতীয় মাদকের জোগান প্রায় পুরোটাই আসে সিরিয়া থেকে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ধনী দেশগুলোতে ক্যাপ্টাগনের চালান পাঠাতে জর্ডানকে করিডর হিসেবে ব্যবহার মাদক পাচারকারীরা। জর্ডানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের অভিযোগ, এই মাদকপাচারকারীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা হলো ইরানের মদদপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। সিরিয়ার দক্ষিণাঞ্চল মূলত এই গোষ্ঠীটিই নিয়ন্ত্রণ করে। তবে হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে জর্ডানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার ক্ষমতাসীন সরকার ও রাশিয়াকে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে অভিযোগ জানানো হয়েছে।
জাতিসংঘের মাদক বিশেষজ্ঞরা বলছেন, জর্ডান, ইরাক ও ইউরোপের মাদকের প্রধান উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে এক দশকের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া।

জর্ডান-সিরিয়া সীমান্তে জর্ডান সেনাবাহিনীর গুলিতে ২৭ মাদক পাচারকারী নিহত হয়েছেন। পাশাপাশি ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অ্যাম্ফিটামিন জাতীয় মাদক ক্যাপ্টাগন। জর্ডানিয়ান সেনবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জর্ডানের সেনবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আজ বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকায় তুষারঝড় চলছিল। ওই সময় একদল ব্যক্তি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় প্রথমে তাদের থামার সংকেত দেওয়া হয়, কিন্তু তাতে কাজ না হওয়ায় গুলি চালানো হয়।
সেনা সদস্যদের গুলিতেই নিহত হয় এই ২৭ জন। বাকিরা পিছু হটে সিরিয়ায় ফের ঢুকে পড়তে সক্ষম হয়। পিছু হটার সময় বিপুল পরিমাণ ক্যাপ্টাগন মাদক পাচারকারী ফেলে যায়। তবে সীমান্তের ঠিক কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, তা উল্লেখ করা হয়নি জর্ডান সেনাবাহিনীর বিবৃতিতে।
গত কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধ ও জাতিগত সংঘাতে বিধ্বস্ত সিরিয়া বর্তমানে মধ্যপ্রাচ্য এলাকার মাদক ব্যবসায়ী ও চোরাচালান কারীদের একপ্রকার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের অ্যাম্ফিটামিন জাতীয় মাদকের জোগান প্রায় পুরোটাই আসে সিরিয়া থেকে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ধনী দেশগুলোতে ক্যাপ্টাগনের চালান পাঠাতে জর্ডানকে করিডর হিসেবে ব্যবহার মাদক পাচারকারীরা। জর্ডানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের অভিযোগ, এই মাদকপাচারকারীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা হলো ইরানের মদদপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। সিরিয়ার দক্ষিণাঞ্চল মূলত এই গোষ্ঠীটিই নিয়ন্ত্রণ করে। তবে হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে জর্ডানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার ক্ষমতাসীন সরকার ও রাশিয়াকে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে অভিযোগ জানানো হয়েছে।
জাতিসংঘের মাদক বিশেষজ্ঞরা বলছেন, জর্ডান, ইরাক ও ইউরোপের মাদকের প্রধান উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে এক দশকের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১২ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১৪ ঘণ্টা আগে