
গাজায় জিম্মি থাইল্যান্ডের ৫ নাগরিক এবং ইসরায়েলের ৩ নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আজ বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় আটক আটজন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে তিনজন ইসরায়েলি ও পাঁচজন বিদেশি নাগরিক। এটি ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘটিত যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির প্রথম ধাপের তৃতীয় পর্যায়ের অংশ।
আজ বৃহস্পতিবার এই ৮ জনের মধ্যে প্রথম মুক্তি পান ২০ বছর বয়সী ইসরায়েলি সেনা আগাম বার্গার। তিনি গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ধ্বংসস্তূপের নিচে কোথাও আটক ছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী বারবার এই শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে।
পরে হামাস আরেক ইসরায়েলি নারী আরবেল ইয়াহুদকে গাজার খান ইউনিস শহর থেকে মুক্তি দেয়। এই এলাকাতেই হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইয়াহইয়া সিনওয়ারের বাড়ি ছিল। এই বিষয়ে আইডিএফ এক টুইটে জানায়, আরও এক ইসরায়েলি বেসামরিক নাগরিক ও পাঁচজন থাই নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তাদের রেড ক্রসে কাছে হস্তান্তর করা হয়েছে।
এর বিনিময়ে, ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এরা সবাই ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযাম খান ইউনিস থেকে জানিয়েছেন, বন্দী মুক্তির এই ঘটনাটি প্রত্যক্ষ করতে বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।
তারেক বলেন, ‘হাজারো বেসামরিক মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন এই দৃশ্য দেখার জন্য। একইসঙ্গে হামাস ও ফিলিস্তিনি ইসলামি জিহাদের অসংখ্য যোদ্ধা এলাকায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। তারা ইসরায়েলি বন্দীদের রেড ক্রসের মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং বিনিময় প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনা করছে।’
পরে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, খান ইউনিসে বন্দী হস্তান্তরের চিত্র প্রমাণ করে যে ইসরায়েল গাজায় ‘সম্পূর্ণ বিজয়’ অর্জন করতে পারেনি। বার্তা আদান-প্রদান প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক বিবৃতিতে বেন-গভির বলেন, ‘আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। আমাদের প্রিয় আগাম, আরবেল ও গাদি ফিরে এসেছে। কিন্তু গাজার ভয়াবহ চিত্রগুলো পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে, এটি কোনো সম্পূর্ণ বিজয় নয়, এটি সম্পূর্ণ ব্যর্থতা, এক অভূতপূর্ব অবিবেচনাপ্রসূত চুক্তি।’
এর আগে, গত শনিবার হামাস গাজায় আটক চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দেয় এবং এর বিনিময়ে ইসরায়েল ২০০ জন ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দেয়। এই বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ হয়।

গাজায় জিম্মি থাইল্যান্ডের ৫ নাগরিক এবং ইসরায়েলের ৩ নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আজ বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় আটক আটজন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে তিনজন ইসরায়েলি ও পাঁচজন বিদেশি নাগরিক। এটি ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘটিত যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির প্রথম ধাপের তৃতীয় পর্যায়ের অংশ।
আজ বৃহস্পতিবার এই ৮ জনের মধ্যে প্রথম মুক্তি পান ২০ বছর বয়সী ইসরায়েলি সেনা আগাম বার্গার। তিনি গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ধ্বংসস্তূপের নিচে কোথাও আটক ছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী বারবার এই শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে।
পরে হামাস আরেক ইসরায়েলি নারী আরবেল ইয়াহুদকে গাজার খান ইউনিস শহর থেকে মুক্তি দেয়। এই এলাকাতেই হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইয়াহইয়া সিনওয়ারের বাড়ি ছিল। এই বিষয়ে আইডিএফ এক টুইটে জানায়, আরও এক ইসরায়েলি বেসামরিক নাগরিক ও পাঁচজন থাই নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তাদের রেড ক্রসে কাছে হস্তান্তর করা হয়েছে।
এর বিনিময়ে, ইসরায়েল ১১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এরা সবাই ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযাম খান ইউনিস থেকে জানিয়েছেন, বন্দী মুক্তির এই ঘটনাটি প্রত্যক্ষ করতে বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।
তারেক বলেন, ‘হাজারো বেসামরিক মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন এই দৃশ্য দেখার জন্য। একইসঙ্গে হামাস ও ফিলিস্তিনি ইসলামি জিহাদের অসংখ্য যোদ্ধা এলাকায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। তারা ইসরায়েলি বন্দীদের রেড ক্রসের মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং বিনিময় প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনা করছে।’
পরে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, খান ইউনিসে বন্দী হস্তান্তরের চিত্র প্রমাণ করে যে ইসরায়েল গাজায় ‘সম্পূর্ণ বিজয়’ অর্জন করতে পারেনি। বার্তা আদান-প্রদান প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক বিবৃতিতে বেন-গভির বলেন, ‘আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। আমাদের প্রিয় আগাম, আরবেল ও গাদি ফিরে এসেছে। কিন্তু গাজার ভয়াবহ চিত্রগুলো পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে, এটি কোনো সম্পূর্ণ বিজয় নয়, এটি সম্পূর্ণ ব্যর্থতা, এক অভূতপূর্ব অবিবেচনাপ্রসূত চুক্তি।’
এর আগে, গত শনিবার হামাস গাজায় আটক চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দেয় এবং এর বিনিময়ে ইসরায়েল ২০০ জন ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দেয়। এই বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ হয়।

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
২ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে