
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় (রক্ত ক্যানসার) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ। চিকিৎসকে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ বলে জানিয়েছেন।
ব্রিটেনে জন্ম নেওয়া আসমা আল-আসাদ বর্তমানে মস্কোতে বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণ এড়াতে তাঁকে অন্যদের থেকে আলাদা রাখা হয়েছে। তাঁর বাবা লন্ডনপ্রবাসী কার্ডিওলজিস্ট ফাওয়াজ আকরাস মস্কোতে তাঁর সঙ্গে রয়েছেন। তবে তিনি মেয়ের অবস্থায় ভীষণভাবে মর্মাহত বলে জানিয়েছে পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র।
গত মে মাসে সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, আসমা আল-আসাদ একিউট মাইলোইড লিউকেমিয়াতে আক্রান্ত। এর আগে, ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন আসমা আল-আসাদ।
৪৯ বছর বয়সী আসমা চিকিৎসার জন্য সম্প্রতি মস্কোতে যান। তবে সেখানে তিনি কোন দিক থেকেই শান্তিতে নেই। তিনি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আসাদ পরিবার কিংবা ক্রেমলিন এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেনি।
পারিবারিক সূত্র মতে, আসমার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একজন পারিবারিক প্রতিনিধির বরাতে বলা হয়েছে, ‘আসমা মৃত্যুর মুখোমুখি। সংক্রমণ ঠেকাতে তিনি কারও সঙ্গেই থাকতে পারছেন না।’
আসমা আল-আসাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা নেন। এরপর বর্তমানে মস্কোতে এসেছেন। তাঁর বাবাও দীর্ঘ প্রায় ছয় মাস ধরে তাঁর সেবা করে যাচ্ছেন।
আন্তর্জাতিক অঙ্গনে আসমার শারীরিক অবস্থা এবং আসাদ পরিবারের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল ও উদ্বেগ ক্রমশ বাড়ছে।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় (রক্ত ক্যানসার) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ। চিকিৎসকে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ বলে জানিয়েছেন।
ব্রিটেনে জন্ম নেওয়া আসমা আল-আসাদ বর্তমানে মস্কোতে বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণ এড়াতে তাঁকে অন্যদের থেকে আলাদা রাখা হয়েছে। তাঁর বাবা লন্ডনপ্রবাসী কার্ডিওলজিস্ট ফাওয়াজ আকরাস মস্কোতে তাঁর সঙ্গে রয়েছেন। তবে তিনি মেয়ের অবস্থায় ভীষণভাবে মর্মাহত বলে জানিয়েছে পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র।
গত মে মাসে সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, আসমা আল-আসাদ একিউট মাইলোইড লিউকেমিয়াতে আক্রান্ত। এর আগে, ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন আসমা আল-আসাদ।
৪৯ বছর বয়সী আসমা চিকিৎসার জন্য সম্প্রতি মস্কোতে যান। তবে সেখানে তিনি কোন দিক থেকেই শান্তিতে নেই। তিনি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আসাদ পরিবার কিংবা ক্রেমলিন এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেনি।
পারিবারিক সূত্র মতে, আসমার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একজন পারিবারিক প্রতিনিধির বরাতে বলা হয়েছে, ‘আসমা মৃত্যুর মুখোমুখি। সংক্রমণ ঠেকাতে তিনি কারও সঙ্গেই থাকতে পারছেন না।’
আসমা আল-আসাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা নেন। এরপর বর্তমানে মস্কোতে এসেছেন। তাঁর বাবাও দীর্ঘ প্রায় ছয় মাস ধরে তাঁর সেবা করে যাচ্ছেন।
আন্তর্জাতিক অঙ্গনে আসমার শারীরিক অবস্থা এবং আসাদ পরিবারের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল ও উদ্বেগ ক্রমশ বাড়ছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৪ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৬ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৬ ঘণ্টা আগে