
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আজ বৃহস্পতিবার সকালের দিকে অন্তত ৪১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে, ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার তেল আবিব সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই শিশু। এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলে বিমান হামলায় ৩০ জনেরও বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।
প্রত্যক্ষদর্শীরা ওয়াফা নিউজকে জানিয়েছেন, নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় ১ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ডজনখানেক। এর বাইরে খান ইউনিসের পশ্চিমের একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক শিশু নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটলেও পশ্চিমা নেতারা সংহতি জানাতে ছুটে যাচ্ছেন তেল আবিবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক ঝটিকা সফরে গতকাল বুধবার তেল আবিব সফর করেন। তাঁর আগে সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেই ধারা অব্যাহত রাখতেই যেন আজ বৃহস্পতিবার তেল আবিব পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তেল আবিবে পৌঁছে ঋষি সুনাক গত ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের প্রতি সমবেদনা জানান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে আসা ঋষি সুনাক তেল আবিব সফর শেষে মিসর ও কাতার সফর করতে পারেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আজ বৃহস্পতিবার সকালের দিকে অন্তত ৪১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে, ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার তেল আবিব সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই শিশু। এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলে বিমান হামলায় ৩০ জনেরও বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।
প্রত্যক্ষদর্শীরা ওয়াফা নিউজকে জানিয়েছেন, নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় ১ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ডজনখানেক। এর বাইরে খান ইউনিসের পশ্চিমের একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক শিশু নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটলেও পশ্চিমা নেতারা সংহতি জানাতে ছুটে যাচ্ছেন তেল আবিবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক ঝটিকা সফরে গতকাল বুধবার তেল আবিব সফর করেন। তাঁর আগে সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেই ধারা অব্যাহত রাখতেই যেন আজ বৃহস্পতিবার তেল আবিব পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তেল আবিবে পৌঁছে ঋষি সুনাক গত ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের প্রতি সমবেদনা জানান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে আসা ঋষি সুনাক তেল আবিব সফর শেষে মিসর ও কাতার সফর করতে পারেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৫ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৬ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৮ ঘণ্টা আগে