
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আজ বৃহস্পতিবার সকালের দিকে অন্তত ৪১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে, ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার তেল আবিব সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই শিশু। এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলে বিমান হামলায় ৩০ জনেরও বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।
প্রত্যক্ষদর্শীরা ওয়াফা নিউজকে জানিয়েছেন, নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় ১ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ডজনখানেক। এর বাইরে খান ইউনিসের পশ্চিমের একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক শিশু নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটলেও পশ্চিমা নেতারা সংহতি জানাতে ছুটে যাচ্ছেন তেল আবিবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক ঝটিকা সফরে গতকাল বুধবার তেল আবিব সফর করেন। তাঁর আগে সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেই ধারা অব্যাহত রাখতেই যেন আজ বৃহস্পতিবার তেল আবিব পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তেল আবিবে পৌঁছে ঋষি সুনাক গত ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের প্রতি সমবেদনা জানান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে আসা ঋষি সুনাক তেল আবিব সফর শেষে মিসর ও কাতার সফর করতে পারেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আজ বৃহস্পতিবার সকালের দিকে অন্তত ৪১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে, ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার তেল আবিব সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই শিশু। এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলে বিমান হামলায় ৩০ জনেরও বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।
প্রত্যক্ষদর্শীরা ওয়াফা নিউজকে জানিয়েছেন, নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় ১ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ডজনখানেক। এর বাইরে খান ইউনিসের পশ্চিমের একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক শিশু নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটলেও পশ্চিমা নেতারা সংহতি জানাতে ছুটে যাচ্ছেন তেল আবিবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক ঝটিকা সফরে গতকাল বুধবার তেল আবিব সফর করেন। তাঁর আগে সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেই ধারা অব্যাহত রাখতেই যেন আজ বৃহস্পতিবার তেল আবিব পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তেল আবিবে পৌঁছে ঋষি সুনাক গত ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের প্রতি সমবেদনা জানান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে আসা ঋষি সুনাক তেল আবিব সফর শেষে মিসর ও কাতার সফর করতে পারেন।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৩ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৩ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৬ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৬ ঘণ্টা আগে