Ajker Patrika

সৌদি আরবে হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণ

সৌদি আরবে হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণ

সৌদিতে প্রতিদিন হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশবাসীকে কোভিড টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। এক টুইটবার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইটে তিনি লিখেছেন, আমার আন্তরিক পরামর্শ, করোনা সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করুন। আপনার স্বাস্থ্য ও সুরক্ষার জন্য ভ্যাকসিন নিন। এ পর্যন্ত বিশ্বে ৯৫০ মিলিয়ন ডোজের বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। এসব ভ্যাকসিন উচ্চস্তরের সুরক্ষা ও কার্যকারিতা দেখিয়েছে।

করোনায় বিশ্বে ৩০ লাখের বেশি লোক মারা গেছে ও ১০০ কোটিরও বেশি মানুষ এর প্রভাবে ভুগছে বলেও উল্লেখ করেন আল-রাবিয়াহ।

আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিওলজি ও নিবিড় পরিচর্যা বিভাগের অধ্যাপক নাসের তৌফিক বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য রমজানের আগের সপ্তাহগুলোতে করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায় রয়েছে।

আল-আখবার চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনের করোনা সংক্রমণে পার্থক্য সৃষ্টির সর্বোত্তম উপায় ভ্যাকসিন। সবাইকে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। প্রতিদিনের করোনা সংক্রমণ সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেলে সরকার গুরুতর সমালোচনায় পড়বে বলেও তিনি মনে করেন।

এ পর্যন্ত সৌদিতে ৪ লাখ ৯ হাজার ৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৬ হাজার ৮৬৯ জন, সুস্থ হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৪৪৮ জন। গতকাল বৃহস্পতিবার নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত