
লেবাননের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে সেখানে হিজবুল্লাহর বাধার মুখে পড়ে এখন পর্যন্ত ৮ জন সেনা হারিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর ৩টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী এই ৮ সেনা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে গতকাল বুধবার রাতে আইডিএফ জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন ক্যাপ্টেনও আছেন।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, এই ৮ জন সেনা পৃথক দুটি অবস্থানে নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী দুটি অবস্থানে ইসরায়েলি দখলদার বাহিনী ও হিজবুল্লাহর সদস্যরা খুব কাছাকাছি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই ৮ সেনা মারা যায়। এ ছাড়া, আইডিএফের ইগোজ কমান্ডো ইউনিটের ১ কর্মকর্তাসহ ৫ সেনা গুরুতর আহত হয়েছেন।
দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে হিজবুল্লাহও। ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ও রকেট নিক্ষেপ করছে তারা। দক্ষিণ লেবাননে অবস্থানরত আল-মায়েদিনের সংবাদদাতা জানিয়েছেন, আইতা আল-শাব জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানে ব্যাপক রকেট হামলা করেছে হিজবুল্লাহ।
এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে—তাদের যোদ্ধারা ইসরায়েলের ৩টি মেরকাভা ট্যাংক ধ্বংস করে দিয়েছে। গাইডেড মিসাইল বা নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ট্যাংকগুলো ধ্বংস করা হয়েছে। দক্ষিণ লেবাননের মারুন আল-রাস শহরের কাছে সেগুলোকে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার সকালের লড়াইয়ের বিষয়ে হিজবুল্লাহর একটি সূত্র আল মায়েদিনকে বলেছে, ‘আমাদের যোদ্ধারা যে মহাকাব্যিক বীরত্ব ইসরায়েলি এলিট বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে দেখিয়েছে তাতে দখলদার বাহিনীর বেশ কয়েকজন নিহত এবং ৮০ জনেরও বেশি সৈন্য ও কর্মকর্তা আহত হয়েছে। পাঁচটি ট্যাংক ধ্বংস হয়েছে।’

লেবাননের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে সেখানে হিজবুল্লাহর বাধার মুখে পড়ে এখন পর্যন্ত ৮ জন সেনা হারিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর ৩টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী এই ৮ সেনা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে গতকাল বুধবার রাতে আইডিএফ জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন ক্যাপ্টেনও আছেন।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, এই ৮ জন সেনা পৃথক দুটি অবস্থানে নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী দুটি অবস্থানে ইসরায়েলি দখলদার বাহিনী ও হিজবুল্লাহর সদস্যরা খুব কাছাকাছি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই ৮ সেনা মারা যায়। এ ছাড়া, আইডিএফের ইগোজ কমান্ডো ইউনিটের ১ কর্মকর্তাসহ ৫ সেনা গুরুতর আহত হয়েছেন।
দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে হিজবুল্লাহও। ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ও রকেট নিক্ষেপ করছে তারা। দক্ষিণ লেবাননে অবস্থানরত আল-মায়েদিনের সংবাদদাতা জানিয়েছেন, আইতা আল-শাব জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানে ব্যাপক রকেট হামলা করেছে হিজবুল্লাহ।
এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে—তাদের যোদ্ধারা ইসরায়েলের ৩টি মেরকাভা ট্যাংক ধ্বংস করে দিয়েছে। গাইডেড মিসাইল বা নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ট্যাংকগুলো ধ্বংস করা হয়েছে। দক্ষিণ লেবাননের মারুন আল-রাস শহরের কাছে সেগুলোকে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার সকালের লড়াইয়ের বিষয়ে হিজবুল্লাহর একটি সূত্র আল মায়েদিনকে বলেছে, ‘আমাদের যোদ্ধারা যে মহাকাব্যিক বীরত্ব ইসরায়েলি এলিট বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে দেখিয়েছে তাতে দখলদার বাহিনীর বেশ কয়েকজন নিহত এবং ৮০ জনেরও বেশি সৈন্য ও কর্মকর্তা আহত হয়েছে। পাঁচটি ট্যাংক ধ্বংস হয়েছে।’

ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের সময় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সর্বশেষ, গত শনিবার বিক্ষোভ দমনে অভিযানের সময় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
১০ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। কিন্তু তাঁর এ কথার পুরো উল্টো পথে হাঁটলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
৩০ মিনিট আগে
ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২ ঘণ্টা আগে