
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর এমন মৃত্যু বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ও সোনার দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ ক্ষেত্রে প্রথমেই আলোচনায় আসছে ইরানের নেতৃত্বের প্রসঙ্গটি। প্রাথমিকভাবে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখতার প্রেসিডেন্টের দায়িত্ব পেলেও এটি খুব বেশি দিনের জন্য নয়। সংবিধান অনুযায়ী, দেশটিতে আগামী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে ইরানিরা। এ অবস্থায় দেশটির নেতৃত্বে কে থাকবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার প্রভাব ইতিমধ্যে তেলের বাজারে দেখা যেতে শুরু করেছে।
ভারতীয় ‘এই সময়’ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে—রাইসি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারীরা ইরানের তেল উৎপাদন ও রপ্তানিতে সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছেন। সোমবার থেকেই এর প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। প্রাথমিকভাবে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি প্রকাশিত হলে এশিয়ার বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এবার রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তেলের দামে আরও বড় প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কারণ এই মৃত্যু তেল সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সোনাকে সব সময় বিশ্বজুড়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে ভাবা হয়ে থাকে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ফলে বিশ্বজুড়ে যে অস্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে তাতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকেই আকৃষ্ট হবে। রাইসির মৃত্যুর পর সোনার দাম এখন সর্বকালের সর্বোচ্চ অবস্থায় রয়েছে। ইরানে স্থিতিশীলতা না আসা পর্যন্ত সোনার দাম এভাবে বাড়তে থাকবে বলেও ধারণা করা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর প্রভাব শেয়ার বাজারেও দেখা যাবে বলে মত দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে।

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর এমন মৃত্যু বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ও সোনার দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ ক্ষেত্রে প্রথমেই আলোচনায় আসছে ইরানের নেতৃত্বের প্রসঙ্গটি। প্রাথমিকভাবে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখতার প্রেসিডেন্টের দায়িত্ব পেলেও এটি খুব বেশি দিনের জন্য নয়। সংবিধান অনুযায়ী, দেশটিতে আগামী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে ইরানিরা। এ অবস্থায় দেশটির নেতৃত্বে কে থাকবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার প্রভাব ইতিমধ্যে তেলের বাজারে দেখা যেতে শুরু করেছে।
ভারতীয় ‘এই সময়’ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে—রাইসি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারীরা ইরানের তেল উৎপাদন ও রপ্তানিতে সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছেন। সোমবার থেকেই এর প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। প্রাথমিকভাবে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি প্রকাশিত হলে এশিয়ার বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এবার রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তেলের দামে আরও বড় প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কারণ এই মৃত্যু তেল সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সোনাকে সব সময় বিশ্বজুড়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে ভাবা হয়ে থাকে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ফলে বিশ্বজুড়ে যে অস্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে তাতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকেই আকৃষ্ট হবে। রাইসির মৃত্যুর পর সোনার দাম এখন সর্বকালের সর্বোচ্চ অবস্থায় রয়েছে। ইরানে স্থিতিশীলতা না আসা পর্যন্ত সোনার দাম এভাবে বাড়তে থাকবে বলেও ধারণা করা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর প্রভাব শেয়ার বাজারেও দেখা যাবে বলে মত দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে