
গাজায় ২০২৪ সালজুড়ে অভিযান চালিয়ে যেতে চায় ইসরায়েল। নতুন বছরের বার্তায় এমনটাই বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। খবর বিবিসির।
তিনি বলেছেন, ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ প্রস্তুতি হিসেবে সেনা মোতায়েনে সামঞ্জস্য করা হচ্ছে।
ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘বেশ কিছু সৈন্য বিশেষ করে পুনরায় সংগঠিত হওয়ার জন্য রিজার্ভ সৈন্যদের প্রত্যাহার করা হবে। ২০২৪ সালে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা এবং প্রস্তুতি নিশ্চিত করার উদ্দেশ্যে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এটি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে যে, বছরজুড়ে অভিযান ও লড়াই চলবে। অনেক রিজার্ভ সৈন্যকেই এ সপ্তাহের মধ্যেই প্রত্যাহার করা হবে যেন তারা আগামী অভিযানের জন্য শক্তি সঞ্চয় করতে পারে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় ১১ সপ্তাহের ইসরায়েলি হামলায় ২১ হাজার ৮০০–এরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলা থেকে এ লড়াইয়ের সূত্রপাত। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৪০ জনকে জিম্মি করা হয়। তখন থেকেই গাজায় বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
গতকাল রোববার গাজায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৪৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। পশ্চিম গাজায় আল–আকসা বিশ্ববিদ্যালয়ে আরেক হামলায় ২০ জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে গতকাল গাজা থেকে পাঁচ ব্রিগেড সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল বাহিনী।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ৪৬০ সাঁজোয়া ব্রিগেড, ২৬১ তম ব্রিগেড, ৮২৮ তম ব্রিগেড, ১৪ তম রিজার্ভ সাঁজোয়া ব্রিগেড এবং ৫৫ তম রিজার্ভ প্যারাট্রুপারস ব্রিগেডকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে, গত ২১ ডিসেম্বর সরিয়ে নেওয়া হয় গোলানি ব্রিগেডকে।
নিয়মিত বাহিনীর সেনাদের আরও প্রশিক্ষণের জন্য ডেকে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, নিয়মিত ব্রিগেডের সদস্যরা আবারও গাজায় ফিরবে। তবে রিজার্ভ সেনাদের আর সক্রিয় অভিযানে নামানো হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে যাতে তারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

গাজায় ২০২৪ সালজুড়ে অভিযান চালিয়ে যেতে চায় ইসরায়েল। নতুন বছরের বার্তায় এমনটাই বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। খবর বিবিসির।
তিনি বলেছেন, ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ প্রস্তুতি হিসেবে সেনা মোতায়েনে সামঞ্জস্য করা হচ্ছে।
ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘বেশ কিছু সৈন্য বিশেষ করে পুনরায় সংগঠিত হওয়ার জন্য রিজার্ভ সৈন্যদের প্রত্যাহার করা হবে। ২০২৪ সালে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা এবং প্রস্তুতি নিশ্চিত করার উদ্দেশ্যে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এটি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে যে, বছরজুড়ে অভিযান ও লড়াই চলবে। অনেক রিজার্ভ সৈন্যকেই এ সপ্তাহের মধ্যেই প্রত্যাহার করা হবে যেন তারা আগামী অভিযানের জন্য শক্তি সঞ্চয় করতে পারে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় ১১ সপ্তাহের ইসরায়েলি হামলায় ২১ হাজার ৮০০–এরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলা থেকে এ লড়াইয়ের সূত্রপাত। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৪০ জনকে জিম্মি করা হয়। তখন থেকেই গাজায় বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
গতকাল রোববার গাজায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৪৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। পশ্চিম গাজায় আল–আকসা বিশ্ববিদ্যালয়ে আরেক হামলায় ২০ জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে গতকাল গাজা থেকে পাঁচ ব্রিগেড সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল বাহিনী।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ৪৬০ সাঁজোয়া ব্রিগেড, ২৬১ তম ব্রিগেড, ৮২৮ তম ব্রিগেড, ১৪ তম রিজার্ভ সাঁজোয়া ব্রিগেড এবং ৫৫ তম রিজার্ভ প্যারাট্রুপারস ব্রিগেডকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে, গত ২১ ডিসেম্বর সরিয়ে নেওয়া হয় গোলানি ব্রিগেডকে।
নিয়মিত বাহিনীর সেনাদের আরও প্রশিক্ষণের জন্য ডেকে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, নিয়মিত ব্রিগেডের সদস্যরা আবারও গাজায় ফিরবে। তবে রিজার্ভ সেনাদের আর সক্রিয় অভিযানে নামানো হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে যাতে তারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
১০ মিনিট আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১২ ঘণ্টা আগে