
লোহিতসাগরে আবারও মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। আজ সোমবার হুতি বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে। তবে প্রাথমিকভাবে এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হুতি গোষ্ঠীর মুখপাত্র ও একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যে বাল্ক ক্যারিয়ারে হামলা চালানো হয়েছে, তার নাম স্টার আইরিস। হুতি বিদ্রোহীরা বেশ কয়েকটি নৌ-ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী।
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী লোহিতসাগরে মার্কিন জাহাজ স্টার আইরিসে বেশ কয়েকটি উপযুক্ত নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং হামলাগুলো নির্ভুল ও সরাসরি ছিল।’ তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানায়নি কোনো পক্ষই।
এর আগে, ৬ ফেব্রুয়ারি ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ-মার্কিন হামলার পর ফের লোহিতসাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। সেদিন একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করে হুতিরা।
সে সময় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিতসাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিসাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।

লোহিতসাগরে আবারও মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। আজ সোমবার হুতি বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে। তবে প্রাথমিকভাবে এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হুতি গোষ্ঠীর মুখপাত্র ও একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যে বাল্ক ক্যারিয়ারে হামলা চালানো হয়েছে, তার নাম স্টার আইরিস। হুতি বিদ্রোহীরা বেশ কয়েকটি নৌ-ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী।
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী লোহিতসাগরে মার্কিন জাহাজ স্টার আইরিসে বেশ কয়েকটি উপযুক্ত নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং হামলাগুলো নির্ভুল ও সরাসরি ছিল।’ তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানায়নি কোনো পক্ষই।
এর আগে, ৬ ফেব্রুয়ারি ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ-মার্কিন হামলার পর ফের লোহিতসাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। সেদিন একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করে হুতিরা।
সে সময় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিতসাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিসাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৪ ঘণ্টা আগে