আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় একটি বিমান হামলায় হামাসের সামরিক শাখার সহ-প্রতিষ্ঠাতা ও ২০২৩ সালের ৭ অক্টোবরে হামলার অন্যতম পরিকল্পনাকারী হাখাম মুহাম্মদ ইসা আল-ইসা নিহত হয়েছেন।
এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে—ইসা হামাসের সামরিক শক্তি গড়ে তোলা, প্রশিক্ষণ এবং ৭ অক্টোবরের গণহত্যা পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ইসা কমব্যাট সাপোর্ট হেডকোয়ার্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক ও গাজায় আইডিএফ সদস্যদের বিরুদ্ধে আকাশ ও নৌপথে সন্ত্রাসী হামলা পরিচালনায় যুক্ত ছিলেন।
ইসা হামাসের প্রশিক্ষণ দপ্তরের প্রধান এবং হামাসের জেনারেল সিকিউরিটি কাউন্সিলের সদস্যও ছিলেন বলেও দাবি করেছে আইডিএফ।
মিডিয়া সূত্রে জানা গেছে, ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইসা। এ সময় তাঁর স্ত্রী ও নাতিও প্রাণ হারান।
এর আগে, গত মে মাসে গাজা উপত্যকার খান ইউনিস শহরে এক বিমান হামলায় হামাস নেতা মুহাম্মদ সিনওয়ারকে হত্যার কথা নিশ্চিত করেছিল আইডিএফ। সেই হামলায় একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার ধ্বংস হয়। গাজার ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গের মধ্যে ছিল এর অবস্থান। হামলার সময় সিনওয়ারসহ উচ্চপর্যায়ের বেশ কয়েকজন হামাস নেতা সেখানে অবস্থান করছিলেন।
এর আগে, গত বছরের জুলাইয়ে ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকেও হত্যার দায় স্বীকার করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। হানিয়াহ তখন ইসরায়েল-হামাসের মধ্যে পরোক্ষ অস্ত্রবিরতির আলোচনায় প্রধান মুখপাত্র হিসেবে কাজ করছিলেন। একটি বিস্ফোরকের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপরই ইসরায়েল গাজার বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫৫ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় একটি বিমান হামলায় হামাসের সামরিক শাখার সহ-প্রতিষ্ঠাতা ও ২০২৩ সালের ৭ অক্টোবরে হামলার অন্যতম পরিকল্পনাকারী হাখাম মুহাম্মদ ইসা আল-ইসা নিহত হয়েছেন।
এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে—ইসা হামাসের সামরিক শক্তি গড়ে তোলা, প্রশিক্ষণ এবং ৭ অক্টোবরের গণহত্যা পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ইসা কমব্যাট সাপোর্ট হেডকোয়ার্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক ও গাজায় আইডিএফ সদস্যদের বিরুদ্ধে আকাশ ও নৌপথে সন্ত্রাসী হামলা পরিচালনায় যুক্ত ছিলেন।
ইসা হামাসের প্রশিক্ষণ দপ্তরের প্রধান এবং হামাসের জেনারেল সিকিউরিটি কাউন্সিলের সদস্যও ছিলেন বলেও দাবি করেছে আইডিএফ।
মিডিয়া সূত্রে জানা গেছে, ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইসা। এ সময় তাঁর স্ত্রী ও নাতিও প্রাণ হারান।
এর আগে, গত মে মাসে গাজা উপত্যকার খান ইউনিস শহরে এক বিমান হামলায় হামাস নেতা মুহাম্মদ সিনওয়ারকে হত্যার কথা নিশ্চিত করেছিল আইডিএফ। সেই হামলায় একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার ধ্বংস হয়। গাজার ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গের মধ্যে ছিল এর অবস্থান। হামলার সময় সিনওয়ারসহ উচ্চপর্যায়ের বেশ কয়েকজন হামাস নেতা সেখানে অবস্থান করছিলেন।
এর আগে, গত বছরের জুলাইয়ে ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকেও হত্যার দায় স্বীকার করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। হানিয়াহ তখন ইসরায়েল-হামাসের মধ্যে পরোক্ষ অস্ত্রবিরতির আলোচনায় প্রধান মুখপাত্র হিসেবে কাজ করছিলেন। একটি বিস্ফোরকের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপরই ইসরায়েল গাজার বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫৫ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে