Ajker Patrika

রমজান উপলক্ষে ৮ শতাধিক পণ্যের দাম কমানোর ঘোষণা কাতারের

রমজান উপলক্ষে ৮ শতাধিক পণ্যের দাম কমানোর ঘোষণা কাতারের

রমজান মাস উপলক্ষে ৮০০ টিরও বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। আজ মঙ্গলবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

 এক বিবৃতিতে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, পবিত্র রমজান উপলক্ষে ৮ শতাধিক পণ্যের দাম কমানো হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এই সুবিধা ভোগ করবেন। কাতারের সব বাজার ও সুপারশপে সরকারের এই আদেশ কার্যকর থাকবে। 

রমজান উপলক্ষে মূল্য হ্রাস করা পণ্যসমূহের মধ্যে ময়দা, মধু, সিরিয়েল, কর্নফ্লেক্স, ইয়োগার্ট, দুধ ও ডেইরি সামগ্রী, গুঁড়া দুধ, কন্ডেন্সড মিল্ক, পনির, ফলের রস, চিনি, কফি ও কফিজাত দ্রব্য, খেজুর, মিনারেল ও বোতলজাত পানি, অ্যালুমিনিয়াম ফয়েল, ইস্ট, লবণ, ভোজ্য তেল, ব্যক্তিগত ও গৃহস্থালি পরিচ্ছন্নতা সামগ্রী প্রভৃতি উল্লেখযোগ্য। 

চলতি বছর মধ্যপ্রাচ্যে ২ এপ্রিল থেকে রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ