
সাময়িকভাবে মিসর-গাজা (রাফাহ ক্রসিং) সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তের পর গাজার হাজার হাজার মানুষ রাফাহ সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছে। তবে সেখানেও বিমান হামলা করেছে ইসরায়েল। বিবিসির প্রতিবেদনে এমটাই জানানো হয়েছে।
প্রতিবেদনে বলে হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে হাজার হাজার বেসামরিক মানুষ রাফাহ ক্রসিংয়ে ছুটে আসে। কারণ সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় এটি সাময়িকভাবে পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।
ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করবে, তাই গাজাবাসীকে সরে যাওয়ার কথা জানিয়েছে। নিরাপত্তার জন্য তারা রাফাহ সীমান্তে জড়ো হচ্ছে। এদিকে তারা পৌঁছালেও এখনো খোলা হয়নি সীমান্ত। জাতিসংঘ বলছে, ক্রসিং পুনরায় চালু করার বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এর জন্য কায়রো ইসরায়েলকে দায়ী করেছে। তারা বলেছে, ইসরায়েল এ বিষয়ে সহায়তা করছে না।
গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রাখে, যাতে গাজা থেকে বেরিয়ে আসার সমস্ত রুট বন্ধ হয়েছে।
এদিকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সোমবার ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্লিঙ্কেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব জেমস ক্লিভারলি উভয়েই ক্রসিংটি পুনরায় চালু করতে ইসরায়েল, মিসরসহ এর সঙ্গে জড়িতদের আহ্বান জানিয়েছেন।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সম্প্রতি বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ‘রাফাহ (সীমান্ত) আবারও খুলে দেওয়া হবে। আমরা জাতিসংঘ, মিসর, ইসরায়েল ও অন্যদের সঙ্গে আলোচনা করে একটি প্রক্রিয়া তৈরি করছি, যার মাধ্যমে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায়।’
ব্লিঙ্কেন জানান, অভিজ্ঞ মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ডকে রোববার মধ্যপ্রাচ্যের মানবিক সহায়তার বিষয়গুলো দেখভালের জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আজ সোমবার মিসরে পৌঁছে এই উদ্যোগের বাস্তবায়ন করবেন।
এদিকে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি অস্বীকার করেছে ইসরায়েল ও হামাস উভয়েই। দক্ষিণ গাজায় বিবিসির একজন সংবাদদাতা নিশ্চিত করেছেন, ইসরায়েলের একটি বিমান হামলা ক্রসিংয়ের আশপাশের এলাকায় আঘাত করেছে। ক্রসিংয়ের পাশের একটি ভবনের পাশাপাশি রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজায় বিমান অভিযান শুরুর পর থেকে ইসরায়েল রাফাহ ক্রসিং পয়েন্টের আশপাশের এলাকায় অন্তত তিনবার আঘাত হেনেছে। এই ক্রসিং গাজা থেকে একমাত্র সম্ভাব্য বহির্গমন পথ, যেটা হামাস নিয়ন্ত্রণ করে। কিন্তু ইসরায়েল প্রবেশপথ অবরোধ করে রেখেছে।
গাজায় মানবিক পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েক ডজন জ্বালানি ও ত্রাণসামগ্রী বহনকারী লরি রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিকে রয়েছে। সেগুলো গাজায় প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করছে।
ইসরায়েল বলছে, হামাস ৭ অক্টোবর ইসরায়েল থেকে আটক জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
প্রসঙ্গত, হামাস-ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে ১১তম দিনে। এর আগে বিগত ১০ দিনে, অর্থাৎ গতকাল সোমবার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮। এই সময়ে ইসরায়েলি হামলার কারণে আহত হয়েছে আরও প্রায় ১১ হাজার। এক মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সাময়িকভাবে মিসর-গাজা (রাফাহ ক্রসিং) সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তের পর গাজার হাজার হাজার মানুষ রাফাহ সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছে। তবে সেখানেও বিমান হামলা করেছে ইসরায়েল। বিবিসির প্রতিবেদনে এমটাই জানানো হয়েছে।
প্রতিবেদনে বলে হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে হাজার হাজার বেসামরিক মানুষ রাফাহ ক্রসিংয়ে ছুটে আসে। কারণ সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় এটি সাময়িকভাবে পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।
ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করবে, তাই গাজাবাসীকে সরে যাওয়ার কথা জানিয়েছে। নিরাপত্তার জন্য তারা রাফাহ সীমান্তে জড়ো হচ্ছে। এদিকে তারা পৌঁছালেও এখনো খোলা হয়নি সীমান্ত। জাতিসংঘ বলছে, ক্রসিং পুনরায় চালু করার বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এর জন্য কায়রো ইসরায়েলকে দায়ী করেছে। তারা বলেছে, ইসরায়েল এ বিষয়ে সহায়তা করছে না।
গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রাখে, যাতে গাজা থেকে বেরিয়ে আসার সমস্ত রুট বন্ধ হয়েছে।
এদিকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সোমবার ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্লিঙ্কেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব জেমস ক্লিভারলি উভয়েই ক্রসিংটি পুনরায় চালু করতে ইসরায়েল, মিসরসহ এর সঙ্গে জড়িতদের আহ্বান জানিয়েছেন।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সম্প্রতি বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ‘রাফাহ (সীমান্ত) আবারও খুলে দেওয়া হবে। আমরা জাতিসংঘ, মিসর, ইসরায়েল ও অন্যদের সঙ্গে আলোচনা করে একটি প্রক্রিয়া তৈরি করছি, যার মাধ্যমে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায়।’
ব্লিঙ্কেন জানান, অভিজ্ঞ মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ডকে রোববার মধ্যপ্রাচ্যের মানবিক সহায়তার বিষয়গুলো দেখভালের জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আজ সোমবার মিসরে পৌঁছে এই উদ্যোগের বাস্তবায়ন করবেন।
এদিকে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি অস্বীকার করেছে ইসরায়েল ও হামাস উভয়েই। দক্ষিণ গাজায় বিবিসির একজন সংবাদদাতা নিশ্চিত করেছেন, ইসরায়েলের একটি বিমান হামলা ক্রসিংয়ের আশপাশের এলাকায় আঘাত করেছে। ক্রসিংয়ের পাশের একটি ভবনের পাশাপাশি রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজায় বিমান অভিযান শুরুর পর থেকে ইসরায়েল রাফাহ ক্রসিং পয়েন্টের আশপাশের এলাকায় অন্তত তিনবার আঘাত হেনেছে। এই ক্রসিং গাজা থেকে একমাত্র সম্ভাব্য বহির্গমন পথ, যেটা হামাস নিয়ন্ত্রণ করে। কিন্তু ইসরায়েল প্রবেশপথ অবরোধ করে রেখেছে।
গাজায় মানবিক পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েক ডজন জ্বালানি ও ত্রাণসামগ্রী বহনকারী লরি রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিকে রয়েছে। সেগুলো গাজায় প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করছে।
ইসরায়েল বলছে, হামাস ৭ অক্টোবর ইসরায়েল থেকে আটক জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
প্রসঙ্গত, হামাস-ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে ১১তম দিনে। এর আগে বিগত ১০ দিনে, অর্থাৎ গতকাল সোমবার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮। এই সময়ে ইসরায়েলি হামলার কারণে আহত হয়েছে আরও প্রায় ১১ হাজার। এক মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হিসেবে শপথ নেওয়ার পর জোহরান মামদানির হাতে লেখা একটি চিঠি নতুন করে আলোচনায় এনেছে ভারতের কারাবন্দী ছাত্রনেতা ও অধিকারকর্মী উমর খালিদের দীর্ঘ বন্দিত্বের বিষয়টি।
২৫ মিনিট আগে
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তোলা হচ্ছে। তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতের নিকটবর্তী একটি হেলিপোর্টে কিছুক্ষণ আগে অবতরণ করেছে। আজ সোমবার তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।
৩৪ মিনিট আগে
সব অনিশ্চয়তা ও অমানবিক যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনালী খাতুন। গত বছর অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দিল্লি পুলিশ তাঁকে ‘বাংলাদেশি’ সন্দেহে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছিল।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দাবিমতো রাশিয়া থেকে তেল কেনা না কমালে ভারতের ওপর শুল্ক বাড়ানো হতে পারে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন তিনি।
৩ ঘণ্টা আগে