
গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ৬০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল গত ২৪ ঘণ্টায় যেসব স্থানে হত্যাকাণ্ড চালিয়েছে, তার মধ্যে দেশটি ঘোষিত একটি ‘মানবিক এলাকা’ও আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার একটি পেট্টোল স্টেশনের কাছে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ছাড়া গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো ইসরায়েলি হামলায় জাতিসংঘ পরিচালিত আল-আওদা স্কুল বিধ্বস্ত হয়েছে এবং সেখানে অন্তত ২৫ জন নিহত হয়েছে।
এ ছাড়া, গাজার বাইত আল-লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানা গেছে। বাকিরা গাজার কেন্দ্রীয় ও মধ্যাঞ্চলে নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। এ ছাড়া, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের ৪৮ জনই স্রেফ এক ঘণ্টার মধ্যে পরিচালিত ইসরায়েলি হামলায় মারা গেছেন।
এদিকে, হামাসের সশস্ত্র শাখা ও হামাসের সহযোগী গোষ্ঠী ফিলিস্তিন ইসলামিক জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং মর্টার বোমা দিয়ে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা দক্ষিণ ইসরায়েলের সেদরোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গত দুই সপ্তাহ ধরে ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েক মাসের মধ্যে ভয়াবহ বোমা হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দাইফকে লক্ষ্য করে গত শনিবার আল-মাওয়াসিতে চালানো বোমা হামলা। এতে ৯০ জনেরও বেশি নিহত হয়। কয়েক দশক ধরে ইসরায়েলের কাছে বহুল কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব মোহাম্মদ দাইফ এই হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ দাবি করেছে, তারা গাজায় হামাসের নেতৃত্বের প্রায় অর্ধেক এবং ১৪ হাজার সেনাকে হত্যা করেছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই হামাস সেনারা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
অন্যদিকে গত বছরের ৭ অক্টোবর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাজায় চালানো ইসরায়েলি নির্বিচার হামলায় ৩৮ হাজার ৭১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৮৯ হাজার ১৬৬ জন ফিলিস্তিনি। এর বাইরে ইসরায়েলি আগ্রাসনের কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ প্রায় ১০ হাজার।

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ৬০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল গত ২৪ ঘণ্টায় যেসব স্থানে হত্যাকাণ্ড চালিয়েছে, তার মধ্যে দেশটি ঘোষিত একটি ‘মানবিক এলাকা’ও আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার একটি পেট্টোল স্টেশনের কাছে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ছাড়া গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো ইসরায়েলি হামলায় জাতিসংঘ পরিচালিত আল-আওদা স্কুল বিধ্বস্ত হয়েছে এবং সেখানে অন্তত ২৫ জন নিহত হয়েছে।
এ ছাড়া, গাজার বাইত আল-লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানা গেছে। বাকিরা গাজার কেন্দ্রীয় ও মধ্যাঞ্চলে নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। এ ছাড়া, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের ৪৮ জনই স্রেফ এক ঘণ্টার মধ্যে পরিচালিত ইসরায়েলি হামলায় মারা গেছেন।
এদিকে, হামাসের সশস্ত্র শাখা ও হামাসের সহযোগী গোষ্ঠী ফিলিস্তিন ইসলামিক জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং মর্টার বোমা দিয়ে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা দক্ষিণ ইসরায়েলের সেদরোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গত দুই সপ্তাহ ধরে ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েক মাসের মধ্যে ভয়াবহ বোমা হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দাইফকে লক্ষ্য করে গত শনিবার আল-মাওয়াসিতে চালানো বোমা হামলা। এতে ৯০ জনেরও বেশি নিহত হয়। কয়েক দশক ধরে ইসরায়েলের কাছে বহুল কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব মোহাম্মদ দাইফ এই হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ দাবি করেছে, তারা গাজায় হামাসের নেতৃত্বের প্রায় অর্ধেক এবং ১৪ হাজার সেনাকে হত্যা করেছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই হামাস সেনারা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
অন্যদিকে গত বছরের ৭ অক্টোবর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাজায় চালানো ইসরায়েলি নির্বিচার হামলায় ৩৮ হাজার ৭১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৮৯ হাজার ১৬৬ জন ফিলিস্তিনি। এর বাইরে ইসরায়েলি আগ্রাসনের কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ প্রায় ১০ হাজার।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৪ ঘণ্টা আগে