
ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোতে যুদ্ধাপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছে বাংলাদেশসহ পাঁচটি দেশ। গতকাল শুক্রবার এ আবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
করিম খানের দেওয়া তথ্য অনুযায়ী, আবেদনকারী পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরস ও জিবুতি।
দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, আইসিসি যেন ফিলিস্তিনের গুরুতর পরিস্থিতির দিকে জরুরি ভিত্তিতে নজর দেয়, তা নিশ্চিত করতেই এই আবেদন করা হয়েছে।
এক বিবৃতিতে আইসিসির কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, এরই মধ্যে ফিলিস্তিন ভূখণ্ডে সংঘটিত বিভিন্ন অপরাধের উল্লেখযোগ্য পরিমাণ তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে তারা। এ ছাড়া ফিলিস্তিনিদের নানা অপরাধের তথ্যও তাদের হাতে এসেছে।
এদিকে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, এই আদালতের বিচারিক ক্ষমতাকেও স্বীকৃতি দেয় না দেশটি। তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে সদস্য নয়—এমন দেশের নাগরিকদের ওপরও তদন্ত চালাতে পারে আইসিসি। যেমন সদস্যদেশের ভূখণ্ডে অসদস্যদেশের নাগরিক অপরাধ করলে তাঁর বিচার করতে পারবেন এই আদালত।
যেহেতু ফিলিস্তিন ২০১৫ সাল থেকে আইসিসির সদস্য। তাই গাজায় ইসরায়েলিদের অপরাধের বিচার করতে কোনো বাধা নেই।
এদিকে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আইসিসিতে একটি তদন্ত চলমান রয়েছে। ২০১৪ সালে ১৩ জুন থেকে ওঠা যুদ্ধাপরাধের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওই তদন্ত করা হচ্ছে। এ তদন্তের কারণে গতকাল শুক্রবার পাঁচ দেশের করা আবেদনের প্রভাব বাস্তবিক অর্থে সীমিত হবে বলে মনে করা হচ্ছে।
গত মাসে করিম খান জানান, ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা এবং সেদিন থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার অপরাধের বিচারের এখতিয়ার রয়েছে আইসিসির।
গত মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলার পরিপ্রেক্ষিতে তাঁরা যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজাকে ‘সম্পূর্ণ অবরোধ’ করার নির্দেশ দেয়, সামগ্রিকভাবে সব মানুষকে এভাবে শাস্তি দেওয়া যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। তখন বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী জাতিসংঘের মূল্যায়নের সঙ্গে একমত করে।
এই মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক গত ৭ অক্টোবরের হামলাকে ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন। বলেছেন, ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণ ও বেসামরিক নাগরিকদের জিম্মি করা যুদ্ধাপরাধ। তিনিও সামগ্রিকভাবে সব মানুষকে এভাবে শাস্তি দেওয়া যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন।
ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হামাসের হামলায় দেশটিতে ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া ২৪০ জনের বেশি মানুষকে ইসরায়েল থেকে জিম্মি করে নিয়ে যান হামাস যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোতে যুদ্ধাপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছে বাংলাদেশসহ পাঁচটি দেশ। গতকাল শুক্রবার এ আবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
করিম খানের দেওয়া তথ্য অনুযায়ী, আবেদনকারী পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরস ও জিবুতি।
দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, আইসিসি যেন ফিলিস্তিনের গুরুতর পরিস্থিতির দিকে জরুরি ভিত্তিতে নজর দেয়, তা নিশ্চিত করতেই এই আবেদন করা হয়েছে।
এক বিবৃতিতে আইসিসির কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, এরই মধ্যে ফিলিস্তিন ভূখণ্ডে সংঘটিত বিভিন্ন অপরাধের উল্লেখযোগ্য পরিমাণ তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে তারা। এ ছাড়া ফিলিস্তিনিদের নানা অপরাধের তথ্যও তাদের হাতে এসেছে।
এদিকে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, এই আদালতের বিচারিক ক্ষমতাকেও স্বীকৃতি দেয় না দেশটি। তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে সদস্য নয়—এমন দেশের নাগরিকদের ওপরও তদন্ত চালাতে পারে আইসিসি। যেমন সদস্যদেশের ভূখণ্ডে অসদস্যদেশের নাগরিক অপরাধ করলে তাঁর বিচার করতে পারবেন এই আদালত।
যেহেতু ফিলিস্তিন ২০১৫ সাল থেকে আইসিসির সদস্য। তাই গাজায় ইসরায়েলিদের অপরাধের বিচার করতে কোনো বাধা নেই।
এদিকে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আইসিসিতে একটি তদন্ত চলমান রয়েছে। ২০১৪ সালে ১৩ জুন থেকে ওঠা যুদ্ধাপরাধের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওই তদন্ত করা হচ্ছে। এ তদন্তের কারণে গতকাল শুক্রবার পাঁচ দেশের করা আবেদনের প্রভাব বাস্তবিক অর্থে সীমিত হবে বলে মনে করা হচ্ছে।
গত মাসে করিম খান জানান, ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা এবং সেদিন থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার অপরাধের বিচারের এখতিয়ার রয়েছে আইসিসির।
গত মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলার পরিপ্রেক্ষিতে তাঁরা যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজাকে ‘সম্পূর্ণ অবরোধ’ করার নির্দেশ দেয়, সামগ্রিকভাবে সব মানুষকে এভাবে শাস্তি দেওয়া যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। তখন বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী জাতিসংঘের মূল্যায়নের সঙ্গে একমত করে।
এই মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক গত ৭ অক্টোবরের হামলাকে ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন। বলেছেন, ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণ ও বেসামরিক নাগরিকদের জিম্মি করা যুদ্ধাপরাধ। তিনিও সামগ্রিকভাবে সব মানুষকে এভাবে শাস্তি দেওয়া যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন।
ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হামাসের হামলায় দেশটিতে ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া ২৪০ জনের বেশি মানুষকে ইসরায়েল থেকে জিম্মি করে নিয়ে যান হামাস যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করে আসছেন। তাঁর মতে, কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের তাড়া খাওয়া তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে জানা যায়, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত ওই ট্যাংকারটিকে এসকর্ট বা পাহারা দেবে রুশ যুদ্ধজাহাজ।
১ ঘণ্টা আগে
১৯ বছরের বিবাহিত জীবনে ১০ কন্যাসন্তানের পর এক পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতের হরিয়ানার ৩৭ বছর বয়সী এক নারী। এই ঘটনায় দেশটির কিছু অঞ্চলে এখনো ছেলেসন্তানের প্রতি ঝোঁক আছে বলে মনে করা হচ্ছে এবং মাতৃস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
নিকোলা মাদুরোর শাসনামলের শুরুর দিকে ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ সোনা পাচার করা হয়েছিল। সুইজারল্যান্ডের শুল্ক দপ্তরের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ওই সময়ে প্রায় ৫২০ কোটি ডলার মূল্যের সোনা সুইজারল্যান্ডে পাঠিয়েছিল দক্ষিণ আমেরিকার এই দেশটি।
৩ ঘণ্টা আগে