আমিরাতে সোয়া ৩ কোটি টাকার লটারি জিতলেন সৌদিপ্রবাসী রুবেল

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০: ২৭
Thumbnail image
বাংলাদেশি প্রবাসী রুবেল বিগ টিকিটের লটারিতে ১ মিলিয়ন দিরহাম বা টাকায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন।

স্বপ্নপূরণের আশায় নিজ দেশ ও আপনজন ছেড়ে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশি যুবক রুবেল (৩৬)। এবার সত্যি সত্যি রুবেলের স্বপ্ন পূরণ করে দিয়েছে বিগ টিকিট। ১১ ডিসেম্বর আবুধাবিতে বিগ টিকিটের র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম বিজয়ী হিসেবে রুবেল এক মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন।

দুবাইয়ের সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

১৭ বছর ধরে সৌদি আরবে বসবাসরত রুবেল বিগ টিকিট কেনা শুরু করেন ২০২০ সালে। আবুধাবিতে একটি ভ্রমণে গিয়ে তিনি বিগ টিকিটের স্টল থেকে প্রথম টিকিট কেনেন। এর পর থেকে নিয়মিত টিকিট কিনতেন, কখনো এককভাবে আবার কখনো বন্ধুদের সঙ্গে।

কিন্তু এবারই প্রথম তিনি এই বিগ টিকিটের লটারি জিতলেন। রুবেল অভিভূত হয়ে বলেন, ‘এটি আমার জীবনের প্রথম বড় পুরস্কার এবং এমন বিশাল অঙ্কের টাকা জেতা সত্যিই অবিশ্বাস্য। আমি এখনো ঠিক করিনি এই অর্থ কীভাবে ব্যবহার করব, তবে আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ইতিমধ্যে আমার পরবর্তী টিকিট কিনেছি। আমি অন্য অংশগ্রহণকারীদের বলব, অন্তত একবার চেষ্টা করুন।’

রুবেলের বিগ টিকিট জয়ের এই গল্প একটাই বার্তা দেয়—স্বপ্ন দেখা বন্ধ করবেন না। হয়তো আপনার পরবর্তী টিকিটেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ!

রুবেল হোসেন জানান, ২৯ নভেম্বর তিনি শ্রীলঙ্কা ভ্রমণের উদ্দেশে যান। ফেরার পথে বিমানের ট্রানজিট ছিল আবুধাবির বিমানবন্দরে। সেখান থেকে তিনি এক হাজার দিরহাম দিয়ে দুটি বিগ টিকিট কেনেন। রুবেল বাবা, মা, তিন ভাই, তিন বোন, স্ত্রী ও তিন সন্তান নিয়ে একসঙ্গে বসবাস করছেন।

অনলাইনে ওয়েবসাইটে কিংবা আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টারে গিয়ে এই বিগ টিকিট কিনতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত