
জাতীয়তা নির্বিশেষে ইসরায়েলগামী সব জাহাজকেই লক্ষ্যবস্তু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শনিবার আন্তর্জাতিক শিপিং কোম্পানিদের ইসরায়েলি বন্দরে বাণিজ্য করা থেকে সতর্ক থাকতে বলেছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ও ফিলিস্তিনে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইরানের মদদপুষ্ট এ গোষ্ঠীটি আঞ্চলিক বিরোধ বাড়ানোর ঝুঁকি তৈরি করছে।
এর আগে লোহিত সাগর ও বাব আল–মান্দাব প্রণালিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি জাহাজে আক্রমণ ও আটক করেছে হুতিরা। এ প্রণালি দিয়ে বিশ্বের বেশির ভাগ তেল সরবরাহ করা হয়। এ ছাড়াও হুতিরা ইসরায়েলকে কেন্দ্র করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ও সশস্ত্র ড্রোন হামলা করেছে।
হুতি কর্মকর্তারা বলছেন, তারা ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন দেখানোর জন্য এ সব পদক্ষেপ নিয়েছে।
ইসরায়েল বলছে, জাহাজে হামলা ‘ইরানি সন্ত্রাসবাদের কাজ’ ছিল। এর পরিণামে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার ঝুঁকির মুখে পড়বে।
এক হুতি সামরিক মুখপাত্র বলেছেন, ইসরায়েলের বন্দরগামী সব জাহাজেরই লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যাতায়াত নিষিদ্ধ।
এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ‘গাজা যদি প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহ না পায় তবে জাতীয়তা নির্বিশেষে লোহিত সাগরে ইসরায়েলের বন্দরগামী সব জাহাজকে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু করা হবে।’ এ হুমকি তাৎক্ষণিক কার্যকর করা হবে।
হুতি বিদ্রোহীরা ইরানের মদদপুষ্ট বেশ কয়েকটি প্রতিরোধ বাহিনীর মধ্যে একটি, যারা গত ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে। উল্লেখ্য গত ৭ অক্টোবর হামাস বাহিনী ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালানোর পর থেকেই গাজায় বর্বরোচিত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
সর্বশেষ ঘটনায়, গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো হয়। গত মাসে হুতিরা ইসরায়েল কোম্পানির সঙ্গে যুক্ত থাকা এক ব্রিটিশ কার্গো জাহাজ আটক করে।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাহাজের ওপর হামলার নিন্দা জানায় ও হুতিদের সমর্থনে ইরানের ভূমিকার জন্য দোষারোপ করে। তেহরান বলছে, তার মিত্ররা স্বাধীনভাবেই তাদের সিদ্ধান্ত নেয়।
এ হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর পরামর্শ দিয়েছে সৌদি আরব।

জাতীয়তা নির্বিশেষে ইসরায়েলগামী সব জাহাজকেই লক্ষ্যবস্তু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শনিবার আন্তর্জাতিক শিপিং কোম্পানিদের ইসরায়েলি বন্দরে বাণিজ্য করা থেকে সতর্ক থাকতে বলেছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ও ফিলিস্তিনে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইরানের মদদপুষ্ট এ গোষ্ঠীটি আঞ্চলিক বিরোধ বাড়ানোর ঝুঁকি তৈরি করছে।
এর আগে লোহিত সাগর ও বাব আল–মান্দাব প্রণালিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি জাহাজে আক্রমণ ও আটক করেছে হুতিরা। এ প্রণালি দিয়ে বিশ্বের বেশির ভাগ তেল সরবরাহ করা হয়। এ ছাড়াও হুতিরা ইসরায়েলকে কেন্দ্র করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ও সশস্ত্র ড্রোন হামলা করেছে।
হুতি কর্মকর্তারা বলছেন, তারা ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন দেখানোর জন্য এ সব পদক্ষেপ নিয়েছে।
ইসরায়েল বলছে, জাহাজে হামলা ‘ইরানি সন্ত্রাসবাদের কাজ’ ছিল। এর পরিণামে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার ঝুঁকির মুখে পড়বে।
এক হুতি সামরিক মুখপাত্র বলেছেন, ইসরায়েলের বন্দরগামী সব জাহাজেরই লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যাতায়াত নিষিদ্ধ।
এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ‘গাজা যদি প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহ না পায় তবে জাতীয়তা নির্বিশেষে লোহিত সাগরে ইসরায়েলের বন্দরগামী সব জাহাজকে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু করা হবে।’ এ হুমকি তাৎক্ষণিক কার্যকর করা হবে।
হুতি বিদ্রোহীরা ইরানের মদদপুষ্ট বেশ কয়েকটি প্রতিরোধ বাহিনীর মধ্যে একটি, যারা গত ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে। উল্লেখ্য গত ৭ অক্টোবর হামাস বাহিনী ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালানোর পর থেকেই গাজায় বর্বরোচিত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
সর্বশেষ ঘটনায়, গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো হয়। গত মাসে হুতিরা ইসরায়েল কোম্পানির সঙ্গে যুক্ত থাকা এক ব্রিটিশ কার্গো জাহাজ আটক করে।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাহাজের ওপর হামলার নিন্দা জানায় ও হুতিদের সমর্থনে ইরানের ভূমিকার জন্য দোষারোপ করে। তেহরান বলছে, তার মিত্ররা স্বাধীনভাবেই তাদের সিদ্ধান্ত নেয়।
এ হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর পরামর্শ দিয়েছে সৌদি আরব।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
২৭ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৬ ঘণ্টা আগে