
ইরানে আবারও হিজাব কাণ্ড! মাহসা আমিনির (২২) মৃত্যুর ঠিক এক বছরের মাথায় দেশটিতে ফের নীতিপুলিশের ‘হামলার’ শিকার হলেন আরেক কিশোরী। মাত্র ১৬ বছর বয়সি মেয়েটির নাম আর্মিতা গারাওয়ান্দ। তেহরানের পাতাল রেলে এ হামলার শিকার হয় সে। গুরুতর জখম আর্মিতাকে হাসপাতালে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।
আজ মঙ্গলবার এ ঘটনায় দেশটির বিতর্কিত নীতিপুলিশকেই দায়ী করেছে কুর্দিভিত্তিক অধিকার গোষ্ঠী হেনগাও। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে তেহরান পুলিশ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাদের দাবি, মেয়েটি নিম্ন রক্তচাপের কারণে ‘অজ্ঞান’ হয়ে পড়ে এবং এতে নিরাপত্তা বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না। তবে অধিকার সংস্থাটির দাবি, রোববার তেহরানের শোহাদা মেট্রো স্টেশনে তথাকথিত নৈতিকতা পুলিশের এজেন্টদের দ্বারা গ্রেফতার এবং শারীরিকভাবে আক্রমণ করার পর আর্মিতাকে গুরুতরভাবে জখম করা হয়েছিল। এএফপি।
ইরানের বাইরে অবস্থিত ইরানওয়্যার নিউজ সাইট, একটি সূত্রের বরাত দিয়ে বলেছে যে, অফিসারদের ধাক্কার কারণেই তিনি ‘মাথায় আঘাত’ পেয়েছেন।
অন্যদিকে হেনগাও অধিকারগোষ্ঠী বলছে, ভুক্তভোগীকে তেহরানের ফজর হাসপাতালে রাখা হয়েছে। ‘বর্তমানে ভিকটিমকে দেখার অনুমতি নেই, এমনকি তার পরিবার থেকেও নয়।’
সংস্থাটি পরে একটি ছবি প্রকাশ করে বলে, আর্মিতা তার হাসপাতালের বিছানায়, তার মাথা এবং ঘাড়ে ভারী ব্যান্ডেজ করা এবং একটি ফিডিং টিউবের সঙ্গে সংযুক্ত দেখানো হয়েছে। সে এখনো অচেতন বলে জানিয়েছে সংস্থাটি।
গত বছরের ১৩ সেপ্টেম্বর হিজাব ইস্যুতে পৈশাচিক ঘটনার শিকার হন মাহসা আমিনি। নারীদের জন্য কঠোর পোশাকের নিয়ম লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। পরে মাথায় আঘাতজনিত কারণে ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতেই মৃত্যু হয় তার। তার মৃত্যুর বেশ কয়েক মাস পর বিক্ষোভ হয় দেশটিতে। এরই এক বছর পর আবার এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।
আমিনির মৃত্যুর পর ইরানি কর্তৃপক্ষ বাধ্যতামূলক হিজাবসহ পোশাকের নিয়ম অমান্যকারী নারীদের দমন করার জন্য নতুন করে চাপ শুরু করেছে। মামলাটি বর্তমানে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে।
নিউইয়র্কভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই) বলেছে, ইসলামিক জোরপূর্বক পর্দাপ্রবণ পুলিশ টহল পুনরায় সক্রিয় করায় নারী ও মেয়েরা ‘বর্ধিত সহিংসতা, নির্বিচারে গ্রেফতার এবং উচ্চ বৈষম্যের সম্মুখীন হয়েছে।’

ইরানে আবারও হিজাব কাণ্ড! মাহসা আমিনির (২২) মৃত্যুর ঠিক এক বছরের মাথায় দেশটিতে ফের নীতিপুলিশের ‘হামলার’ শিকার হলেন আরেক কিশোরী। মাত্র ১৬ বছর বয়সি মেয়েটির নাম আর্মিতা গারাওয়ান্দ। তেহরানের পাতাল রেলে এ হামলার শিকার হয় সে। গুরুতর জখম আর্মিতাকে হাসপাতালে কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।
আজ মঙ্গলবার এ ঘটনায় দেশটির বিতর্কিত নীতিপুলিশকেই দায়ী করেছে কুর্দিভিত্তিক অধিকার গোষ্ঠী হেনগাও। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে তেহরান পুলিশ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাদের দাবি, মেয়েটি নিম্ন রক্তচাপের কারণে ‘অজ্ঞান’ হয়ে পড়ে এবং এতে নিরাপত্তা বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না। তবে অধিকার সংস্থাটির দাবি, রোববার তেহরানের শোহাদা মেট্রো স্টেশনে তথাকথিত নৈতিকতা পুলিশের এজেন্টদের দ্বারা গ্রেফতার এবং শারীরিকভাবে আক্রমণ করার পর আর্মিতাকে গুরুতরভাবে জখম করা হয়েছিল। এএফপি।
ইরানের বাইরে অবস্থিত ইরানওয়্যার নিউজ সাইট, একটি সূত্রের বরাত দিয়ে বলেছে যে, অফিসারদের ধাক্কার কারণেই তিনি ‘মাথায় আঘাত’ পেয়েছেন।
অন্যদিকে হেনগাও অধিকারগোষ্ঠী বলছে, ভুক্তভোগীকে তেহরানের ফজর হাসপাতালে রাখা হয়েছে। ‘বর্তমানে ভিকটিমকে দেখার অনুমতি নেই, এমনকি তার পরিবার থেকেও নয়।’
সংস্থাটি পরে একটি ছবি প্রকাশ করে বলে, আর্মিতা তার হাসপাতালের বিছানায়, তার মাথা এবং ঘাড়ে ভারী ব্যান্ডেজ করা এবং একটি ফিডিং টিউবের সঙ্গে সংযুক্ত দেখানো হয়েছে। সে এখনো অচেতন বলে জানিয়েছে সংস্থাটি।
গত বছরের ১৩ সেপ্টেম্বর হিজাব ইস্যুতে পৈশাচিক ঘটনার শিকার হন মাহসা আমিনি। নারীদের জন্য কঠোর পোশাকের নিয়ম লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। পরে মাথায় আঘাতজনিত কারণে ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতেই মৃত্যু হয় তার। তার মৃত্যুর বেশ কয়েক মাস পর বিক্ষোভ হয় দেশটিতে। এরই এক বছর পর আবার এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।
আমিনির মৃত্যুর পর ইরানি কর্তৃপক্ষ বাধ্যতামূলক হিজাবসহ পোশাকের নিয়ম অমান্যকারী নারীদের দমন করার জন্য নতুন করে চাপ শুরু করেছে। মামলাটি বর্তমানে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে।
নিউইয়র্কভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই) বলেছে, ইসলামিক জোরপূর্বক পর্দাপ্রবণ পুলিশ টহল পুনরায় সক্রিয় করায় নারী ও মেয়েরা ‘বর্ধিত সহিংসতা, নির্বিচারে গ্রেফতার এবং উচ্চ বৈষম্যের সম্মুখীন হয়েছে।’

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৯ ঘণ্টা আগে