
ফিলিস্তিনের গাজায় টানা ৩১ দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে নিহত ১০ হাজার ছাড়িয়েছে। ক্রমবর্ধমান নিহতের ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান এবং কয়েকটি এনজিও। খবর আল জাজিরার।
গত রোববার এক বিবৃতিতে সংস্থাগুলোর প্রধানেরা বলেন, অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দরকার। (সংঘাতের) ৩০ দিন অতিবাহিত হয়ে গেছে, যথেষ্ট হয়েছে। এখনই বন্ধ করতে হবে হামলা।
ইউনিসেফ, ইউএনওমেন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন সংস্থার প্রধানেরা বিবৃতিতে সই করেছেন। তাঁরা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মৃত্যুর ঘটনাকে ভয়ানক বলে উল্লেখ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রায় এক মাস ধরে গাজার হত্যাযজ্ঞ পর্যবেক্ষণ করছে বিশ্ব। বেড়ে চলা প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়ায় সবাই মর্মাহত ও আতঙ্কের মধ্যে রয়েছে। এ অবস্থায় সব পক্ষকে আন্তর্জাতিক ও মানবাধিকারসংক্রান্ত আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে।
এদিকে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত জাতিসংঘের ৮৮ কর্মী নিহত হয়েছেন। এটিকে একটি মাত্র সংঘাতে সবচেয়ে বেশি কর্মী নিহত হওয়ার ঘটনা বলে গতকাল সোমবার দাবি করেছে জাতিসংঘ। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থায় (ইউএনআরডব্লিওএ) কর্মরত ৮৮ ব্যক্তি। জাতিসংঘের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের প্রধানেরা ওই বিবৃতিতে এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।
এ ছাড়া বন্দী ইসরায়েলি নাগরিকদের ছেড়ে দিতে হামাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বিবৃতিতে। উল্লেখ্য, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এতে ১ হাজার ৪০৫ জন নিহত হয়। হামাস প্রায় ২৪০ জনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে বিদেশিরা থাকলেও বেশির ভাগই ইসরায়েলের নাগরিক। এর জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে হামাস। সম্প্রতি গাজায় স্থল অভিযানে গিয়েছে দেশটি।
গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান ইসরায়েলি হামলায় ১০ হাজার ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪ হাজার ৮০৮ জন।
যুদ্ধের অগ্রগতি নিয়ে আলোচনা করতে গতকাল আরেকটি জরুরি বৈঠক আহ্বান করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গাজার আল-শিফা হাসপাতালে হামলা, জাবালিয়া শরণার্থীশিবিরে বারবার হামলাসহ গাজা উপত্যকায় ক্রমবর্ধমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও চীন।

ফিলিস্তিনের গাজায় টানা ৩১ দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে নিহত ১০ হাজার ছাড়িয়েছে। ক্রমবর্ধমান নিহতের ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান এবং কয়েকটি এনজিও। খবর আল জাজিরার।
গত রোববার এক বিবৃতিতে সংস্থাগুলোর প্রধানেরা বলেন, অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দরকার। (সংঘাতের) ৩০ দিন অতিবাহিত হয়ে গেছে, যথেষ্ট হয়েছে। এখনই বন্ধ করতে হবে হামলা।
ইউনিসেফ, ইউএনওমেন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন সংস্থার প্রধানেরা বিবৃতিতে সই করেছেন। তাঁরা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মৃত্যুর ঘটনাকে ভয়ানক বলে উল্লেখ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রায় এক মাস ধরে গাজার হত্যাযজ্ঞ পর্যবেক্ষণ করছে বিশ্ব। বেড়ে চলা প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়ায় সবাই মর্মাহত ও আতঙ্কের মধ্যে রয়েছে। এ অবস্থায় সব পক্ষকে আন্তর্জাতিক ও মানবাধিকারসংক্রান্ত আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে।
এদিকে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত জাতিসংঘের ৮৮ কর্মী নিহত হয়েছেন। এটিকে একটি মাত্র সংঘাতে সবচেয়ে বেশি কর্মী নিহত হওয়ার ঘটনা বলে গতকাল সোমবার দাবি করেছে জাতিসংঘ। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থায় (ইউএনআরডব্লিওএ) কর্মরত ৮৮ ব্যক্তি। জাতিসংঘের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের প্রধানেরা ওই বিবৃতিতে এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।
এ ছাড়া বন্দী ইসরায়েলি নাগরিকদের ছেড়ে দিতে হামাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বিবৃতিতে। উল্লেখ্য, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এতে ১ হাজার ৪০৫ জন নিহত হয়। হামাস প্রায় ২৪০ জনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে বিদেশিরা থাকলেও বেশির ভাগই ইসরায়েলের নাগরিক। এর জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে হামাস। সম্প্রতি গাজায় স্থল অভিযানে গিয়েছে দেশটি।
গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান ইসরায়েলি হামলায় ১০ হাজার ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪ হাজার ৮০৮ জন।
যুদ্ধের অগ্রগতি নিয়ে আলোচনা করতে গতকাল আরেকটি জরুরি বৈঠক আহ্বান করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গাজার আল-শিফা হাসপাতালে হামলা, জাবালিয়া শরণার্থীশিবিরে বারবার হামলাসহ গাজা উপত্যকায় ক্রমবর্ধমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও চীন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩৪ মিনিট আগে
ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৭ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৯ ঘণ্টা আগে