
গাজা যুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। এই অঞ্চলে ত্রাণের সংকটকে ‘মানবসৃষ্ট’ বিপর্যয় আখ্যা দিয়েছেন তিনি।
অতিপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে একটি স্প্যানিশ জাহাজ সাইপ্রাস থেকে গাজার উদ্দেশে রওনা হলেও এটি স্থলপথে ত্রাণ সরবরাহের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেন বোরেল।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এই অঞ্চলে সহায়তা পৌঁছে দেওয়ার দ্রুততম ও সবচেয়ে কার্যকর উপায় হলো স্থলপথ। তবে ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনের এক ক্ষুদ্র অংশই শুধু প্রবেশ করতে পারছে। তাই এর বিকল্প হিসেবে সমুদ্রপথ এবং উড়োজাহাজ থেকে খাদ্যসামগ্রী ফেলা নিয়ে চিন্তা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জর্ডানের সহযোগিতায় এরই মধ্যে কয়েক দফায় উড়োজাহাজ থেকে ত্রাণসামগ্রী ফেলেছে। এসব ত্রাণের প্যাকেট মাথায় পড়ে অন্তত ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
ইসরায়েল বলছে, গাজায় খাদ্য সংকটের জন্য তারা দায়ী নয়, কারণ তারা দক্ষিণের দুটি ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে বোরেল বলেন, নিরাপদ ও টেকসই স্থলপথ না থাকায় ওই অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের সামনে এমন একটি জনগোষ্ঠী, যারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো দরকার এবং এটি সম্ভব করার জন্য ইউরোপীয় ইউনিয়ন যতটা সম্ভব কাজ করছে।’
তিনি বলেন, ‘এই মানবিক বিপর্যয়টি মানবসৃষ্ট এবং যখন আমরা সমুদ্রপথে, আকাশপথে সহায়তা পৌঁছানোর বিকল্প উপায় সন্ধান করব, তখন আমাদের মনে রাখতে হবে যে, আমাদের এটি করতে হবে, কারণ স্থলপথে ত্রাণ সরবরাহের প্রাকৃতিক উপায় কৃত্রিমভাবে বন্ধ।’
বোরেল বলেন, ‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা ইউক্রেনে এই ঘটনার যখন নিন্দা করেছি, তখন গাজায় যা ঘটছে তার জন্য আমাদের একই শব্দ ব্যবহার করতে হবে।’
তাঁর এ মন্তব্যের আগে জাতিসংঘ সতর্ক করে বলেছে, দুর্ভিক্ষ থেকে এক কদম দূরে আছে গাজার অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় চার ভাগের একভাগ। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে অপুষ্টি ও খাওয়ার পানির অভাবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশির ভাগই শিশু।
বর্তমানে সাইপ্রাস থেকে স্পেনের একটি জাহাজ ২০০ টন খাদ্যসামগ্রী নিয়ে গাজার উদ্দেশে রওনা দিয়েছে। এরই মধ্যে গাজা উপকূলে একটি জেটি নির্মাণ নিয়ে কাজ করছে মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)।
এদিকে জাহাজ ভিড়ার জন্য গাজায় অস্থায়ী পাটাতন নির্মাণের সরঞ্জাম নিয়ে একটি মার্কিন সামরিক জাহাজ জেনারেল ফ্র্যাংক এস বেসন মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে।
তবে দাতব্য সংস্থা ডব্লিউসিকে বলছে, যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ এবং তাদের উদ্যোগ আলাদা।
সামুদ্রিক করিডরকে স্বাগত জানিয়ে ইসরায়েল বলেছে, একদিকে তাদের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, একই সঙ্গে তারা ত্রাণ সরবরাহ সহজ করে তুলছে।
গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, মিসর সীমান্তের কাছে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর রাফায় সামরিক অভিযান চালাবে ইসরায়েল। তিনি বলেন, ‘আমরা রাফায় কাজ শেষ করব এবং বেসামরিক জনগণকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেব।’
এদিকে গাজার উদ্দেশে সমুদ্রপথে ত্রাণ সরবরাহের জন্য আশদোদের প্রধান বন্দর খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। আশদোদ ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণে অবস্থিত দেশটির তিনটি প্রধান বন্দরের একটি।

গাজা যুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। এই অঞ্চলে ত্রাণের সংকটকে ‘মানবসৃষ্ট’ বিপর্যয় আখ্যা দিয়েছেন তিনি।
অতিপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে একটি স্প্যানিশ জাহাজ সাইপ্রাস থেকে গাজার উদ্দেশে রওনা হলেও এটি স্থলপথে ত্রাণ সরবরাহের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেন বোরেল।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এই অঞ্চলে সহায়তা পৌঁছে দেওয়ার দ্রুততম ও সবচেয়ে কার্যকর উপায় হলো স্থলপথ। তবে ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনের এক ক্ষুদ্র অংশই শুধু প্রবেশ করতে পারছে। তাই এর বিকল্প হিসেবে সমুদ্রপথ এবং উড়োজাহাজ থেকে খাদ্যসামগ্রী ফেলা নিয়ে চিন্তা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জর্ডানের সহযোগিতায় এরই মধ্যে কয়েক দফায় উড়োজাহাজ থেকে ত্রাণসামগ্রী ফেলেছে। এসব ত্রাণের প্যাকেট মাথায় পড়ে অন্তত ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
ইসরায়েল বলছে, গাজায় খাদ্য সংকটের জন্য তারা দায়ী নয়, কারণ তারা দক্ষিণের দুটি ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে বোরেল বলেন, নিরাপদ ও টেকসই স্থলপথ না থাকায় ওই অঞ্চলে মানবিক সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের সামনে এমন একটি জনগোষ্ঠী, যারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো দরকার এবং এটি সম্ভব করার জন্য ইউরোপীয় ইউনিয়ন যতটা সম্ভব কাজ করছে।’
তিনি বলেন, ‘এই মানবিক বিপর্যয়টি মানবসৃষ্ট এবং যখন আমরা সমুদ্রপথে, আকাশপথে সহায়তা পৌঁছানোর বিকল্প উপায় সন্ধান করব, তখন আমাদের মনে রাখতে হবে যে, আমাদের এটি করতে হবে, কারণ স্থলপথে ত্রাণ সরবরাহের প্রাকৃতিক উপায় কৃত্রিমভাবে বন্ধ।’
বোরেল বলেন, ‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা ইউক্রেনে এই ঘটনার যখন নিন্দা করেছি, তখন গাজায় যা ঘটছে তার জন্য আমাদের একই শব্দ ব্যবহার করতে হবে।’
তাঁর এ মন্তব্যের আগে জাতিসংঘ সতর্ক করে বলেছে, দুর্ভিক্ষ থেকে এক কদম দূরে আছে গাজার অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় চার ভাগের একভাগ। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে অপুষ্টি ও খাওয়ার পানির অভাবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশির ভাগই শিশু।
বর্তমানে সাইপ্রাস থেকে স্পেনের একটি জাহাজ ২০০ টন খাদ্যসামগ্রী নিয়ে গাজার উদ্দেশে রওনা দিয়েছে। এরই মধ্যে গাজা উপকূলে একটি জেটি নির্মাণ নিয়ে কাজ করছে মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)।
এদিকে জাহাজ ভিড়ার জন্য গাজায় অস্থায়ী পাটাতন নির্মাণের সরঞ্জাম নিয়ে একটি মার্কিন সামরিক জাহাজ জেনারেল ফ্র্যাংক এস বেসন মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে।
তবে দাতব্য সংস্থা ডব্লিউসিকে বলছে, যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ এবং তাদের উদ্যোগ আলাদা।
সামুদ্রিক করিডরকে স্বাগত জানিয়ে ইসরায়েল বলেছে, একদিকে তাদের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, একই সঙ্গে তারা ত্রাণ সরবরাহ সহজ করে তুলছে।
গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, মিসর সীমান্তের কাছে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর রাফায় সামরিক অভিযান চালাবে ইসরায়েল। তিনি বলেন, ‘আমরা রাফায় কাজ শেষ করব এবং বেসামরিক জনগণকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেব।’
এদিকে গাজার উদ্দেশে সমুদ্রপথে ত্রাণ সরবরাহের জন্য আশদোদের প্রধান বন্দর খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। আশদোদ ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণে অবস্থিত দেশটির তিনটি প্রধান বন্দরের একটি।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৩ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৭ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৯ ঘণ্টা আগে