আজকের পত্রিকা ডেস্ক

ভারতের দিল্লি থেকে ইসরায়েলের তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ক্ষেপণাস্ত্র হামলার মুখে গন্তব্য পরিবর্তন করে আরব আমিরাতে উড়ে যেতে বাধ্য হয়েছে।
আজ রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মাত্র এক ঘণ্টার মধ্যে ভারতীয় ফ্লাইট এআই ১৩৮–এর অবতরণ করার কথা ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪. কম-এর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি যখন তেল আবিবের বিমানবন্দরে আঘাত হানে, ভারতীয় ফ্লাইটটি তখন জর্ডানের আকাশসীমায় ছিল। তবে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আবুধাবির দিকে এটির মোড় ঘোরানো হয়।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট এআই ১৩৯ আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে আবুধাবিতে ডাইভার্ট করা হয়েছে। ফ্লাইটটি আবুধাবিতে নিরাপদে অবতরণ করেছে এবং শিগগির দিল্লিতে ফিরে আসবে।
সংস্থাটি আরও জানায়, ৬ মে পর্যন্ত তেল আবিবগামী তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে।
এই অবস্থায় ৩ থেকে ৬ মে পর্যন্ত যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য নতুন সময় অনুযায়ী টিকিট কিংবা সম্পূর্ণ অর্থ ফেরত নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবের প্রধান বিমানবন্দরের বিমান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।
অ্যাসোসিয়েট প্রেসের বরাতে জানা গেছে, হামলার পরে বিমানবন্দরের টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় একটি রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘ম্যাগেন ডেভিড আদম’ জানিয়েছে, হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাঁরা এক ভিডিওবার্তায় জানিয়েছেন, গাজার যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের সমর্থনে তাঁরা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে আমাদের ক্ষতি করবে, আমরা তাকে সাতগুণ শাস্তি দেব।’

ভারতের দিল্লি থেকে ইসরায়েলের তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ক্ষেপণাস্ত্র হামলার মুখে গন্তব্য পরিবর্তন করে আরব আমিরাতে উড়ে যেতে বাধ্য হয়েছে।
আজ রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মাত্র এক ঘণ্টার মধ্যে ভারতীয় ফ্লাইট এআই ১৩৮–এর অবতরণ করার কথা ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪. কম-এর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি যখন তেল আবিবের বিমানবন্দরে আঘাত হানে, ভারতীয় ফ্লাইটটি তখন জর্ডানের আকাশসীমায় ছিল। তবে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আবুধাবির দিকে এটির মোড় ঘোরানো হয়।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট এআই ১৩৯ আজ সকালে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে আবুধাবিতে ডাইভার্ট করা হয়েছে। ফ্লাইটটি আবুধাবিতে নিরাপদে অবতরণ করেছে এবং শিগগির দিল্লিতে ফিরে আসবে।
সংস্থাটি আরও জানায়, ৬ মে পর্যন্ত তেল আবিবগামী তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে।
এই অবস্থায় ৩ থেকে ৬ মে পর্যন্ত যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য নতুন সময় অনুযায়ী টিকিট কিংবা সম্পূর্ণ অর্থ ফেরত নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবের প্রধান বিমানবন্দরের বিমান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।
অ্যাসোসিয়েট প্রেসের বরাতে জানা গেছে, হামলার পরে বিমানবন্দরের টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় একটি রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘ম্যাগেন ডেভিড আদম’ জানিয়েছে, হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাঁরা এক ভিডিওবার্তায় জানিয়েছেন, গাজার যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের সমর্থনে তাঁরা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে আমাদের ক্ষতি করবে, আমরা তাকে সাতগুণ শাস্তি দেব।’

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
২ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে