Ajker Patrika

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ কাল, জরিপে এগিয়ে লুলা 

আপডেট : ০৮ জুন ২০২৪, ১৭: ১২
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ কাল, জরিপে এগিয়ে লুলা 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে আগামীকাল রোববার। নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় ভোট। এ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন—দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা ও বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। প্রথম দফায় কট্টর ডানপন্থী বলসোনারোর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন বামপন্থী লুলা। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে—নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে লুলা ও বলসোনারো। গত শুক্রবার চূড়ান্ত বিতর্ক অংশ নেন তারা। এ সময় তাঁদের একে অপরকে কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে। তাঁরা একে অপরকে মিথ্যাবাদী বলে অভিযোগ করেন। 

বিতর্কে লুলা বলেন, ‘ব্রাজিলিয়ানরা জানে কে মিথ্যাবাদী।’ জবাবে বলসোনারো বলেন, ‘লুলা, মিথ্যা বলা বন্ধ করুন। দিনকে দিন এটি খুবই নোংরা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে আপনাকে।’ তবে আজ শনিবার দুই প্রার্থীই চূড়ান্ত সমাবেশের আয়োজন করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। 

এদিকে, ব্রাজিলের সাও পাওলোভিত্তিক জরিপ প্রতিষ্ঠান ডেটাফুলহা গত বৃহস্পতিবার ব্রাজিলের একটি জরিপের ফলাফল ডেটাফুলহা ইনস্টিটিউটের প্রকাশিত একটি জরিপে দেখা যায় লুলা দ্য সিলভা বলসোনারোর চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন। জরিপ অনুসারে লুলা ৫৩ শতাংশ জনসমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, বলসোনারো পেয়েছেন ৪৭ শতাংশ ভোটারদের সমর্থন। 

এর আগে, গত ২ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ৪৮ শতাংশ ও বলসোনারো ৪৩ শতাংশ ভোট পান। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ধাপে ভোট দেবেন দেশটির ভোটাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত