
একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে কলম্বিয়ার পুলিশ। ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ নামের ওই নারী ‘লা মুনেকা’ বা ‘দ্য ডল’ নামে বেশ পরিচিত। সম্প্রতি সাবেক প্রেমিককে পরিকল্পিতভাবে খুনের একটি ঘটনা স্থানীয় গণমাধ্যমে বেশ আলোড়ন তোলে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তবে গ্রেপ্তারের পর পুলিশ ধারণা করছে, কলম্বিয়ার বন্দর শহর বারাঙ্কাবারমেজায় বেশ কয়েকটি খুনের ঘটনায় রদ্রিগেজ জড়িত।
গতকাল বৃহস্পতিবার লিবারটাড ডিজিটাল নামের একটি স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘লা দে লা এম’ নামের একটি অপরাধী সংগঠনের হয়ে কাজ করতেন ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি খুনের পরিকল্পনা করতেন এবং একদল ভাড়াটে খুনিকে ব্যবহার করতেন।
তদন্তের পর পুলিশ জানিয়েছে, রদ্রিগেজের প্রাক্তন প্রেমিক দেইভি জেসুসকে হত্যার ঘটনায় তিনি সরাসরি জড়িত। জুলাই মাসে আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য পিয়েদেকুয়েস্তার একটি গ্রামীণ এলাকায় রদ্রিগেজ তাঁকে ডেকে পাঠান। কিন্তু সেখানে তাঁর নির্দেশে মোটরসাইকেলে আসা দুই ভাড়াটে খুনি দেইভিকে গুলি করে হত্যা করে।
রদ্রিগেজের সঙ্গে ২৪ বছর বয়সী পলা ভ্যালেন্তিনা জোয়া রুয়েদা, যিনি ‘গর্দা সিকেরিয়া’ বা ‘ফ্যাট হিটওম্যান’ নামে পরিচিত এবং আরেক সহযোগী ‘লিওপোল্ডো’কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি রিভলভার ও একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে।
মাগদালেনা মিডিও পুলিশের লেফটেন্যান্ট কর্নেল মৌরিসিও হেরারা বলেন, ‘লা মুনেকা এবং লিওপোল্ডোর গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটি অপরাধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি।’ তবে রদ্রিগেজ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি তথ্য থেকে জানা যায়, ১৩ লাখের বেশি জনসংখ্যার বুকারামাঙ্গা শহরে তিন দিনে একটি করে খুন হয়।

একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে কলম্বিয়ার পুলিশ। ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ নামের ওই নারী ‘লা মুনেকা’ বা ‘দ্য ডল’ নামে বেশ পরিচিত। সম্প্রতি সাবেক প্রেমিককে পরিকল্পিতভাবে খুনের একটি ঘটনা স্থানীয় গণমাধ্যমে বেশ আলোড়ন তোলে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তবে গ্রেপ্তারের পর পুলিশ ধারণা করছে, কলম্বিয়ার বন্দর শহর বারাঙ্কাবারমেজায় বেশ কয়েকটি খুনের ঘটনায় রদ্রিগেজ জড়িত।
গতকাল বৃহস্পতিবার লিবারটাড ডিজিটাল নামের একটি স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘লা দে লা এম’ নামের একটি অপরাধী সংগঠনের হয়ে কাজ করতেন ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি খুনের পরিকল্পনা করতেন এবং একদল ভাড়াটে খুনিকে ব্যবহার করতেন।
তদন্তের পর পুলিশ জানিয়েছে, রদ্রিগেজের প্রাক্তন প্রেমিক দেইভি জেসুসকে হত্যার ঘটনায় তিনি সরাসরি জড়িত। জুলাই মাসে আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য পিয়েদেকুয়েস্তার একটি গ্রামীণ এলাকায় রদ্রিগেজ তাঁকে ডেকে পাঠান। কিন্তু সেখানে তাঁর নির্দেশে মোটরসাইকেলে আসা দুই ভাড়াটে খুনি দেইভিকে গুলি করে হত্যা করে।
রদ্রিগেজের সঙ্গে ২৪ বছর বয়সী পলা ভ্যালেন্তিনা জোয়া রুয়েদা, যিনি ‘গর্দা সিকেরিয়া’ বা ‘ফ্যাট হিটওম্যান’ নামে পরিচিত এবং আরেক সহযোগী ‘লিওপোল্ডো’কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি রিভলভার ও একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে।
মাগদালেনা মিডিও পুলিশের লেফটেন্যান্ট কর্নেল মৌরিসিও হেরারা বলেন, ‘লা মুনেকা এবং লিওপোল্ডোর গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটি অপরাধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি।’ তবে রদ্রিগেজ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি তথ্য থেকে জানা যায়, ১৩ লাখের বেশি জনসংখ্যার বুকারামাঙ্গা শহরে তিন দিনে একটি করে খুন হয়।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
৪ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৬ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৬ ঘণ্টা আগে