
বিখ্যাত ভাষাবিদ ও মানবাধিকারকর্মী নোম চমস্কির মৃত্যুর খবরকে গুজব বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি। এর আগে গতকাল মঙ্গলবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই প্রখ্যাত ভাষাবিদ মারা গেছেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইলে ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি জানিয়েছেন, ‘না, এটি মিথ্যা। তিনি (চমস্কি) ভালো আছেন।’
৯৫ বছর বয়সী ভাষাবিদ নোম চমস্কি ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থা কিছুটা ভালো হলে তাঁকে একটি অ্যাম্বুলেন্স জেটে (উড়োজাহাজ) করে ব্রাজিলে নেওয়া হয়। স্ত্রী ভ্যালেরিয়া চমস্কির জন্মভূমি ব্রাজিল। দেশটির সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
সাও পাওলোর বেনিফিসেন্সিয়া পর্তুগুয়েসা হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, চমস্কিকে বাড়িতে নিয়ে চিকিৎসার জন্য গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে গতকাল এক্সে (সাবেক টুইটার) চাউর হয়, চমস্কি মারা গেছেন। সংবাদমাধ্যম জ্যাকবিন এবং দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যুর খবর প্রকাশ করে। যদিও সমাজতান্ত্রিক সংবাদমাধ্যম জ্যাকবিন পরে খবরের শিরোনাম ‘উই রিমেম্বার নোম চমস্কি’ থেকে ‘লেটস সেলিব্রেট নোম চমস্কি’ করেছে।
অপর দিকে দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যু নিয়ে সাবেক গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসের প্রবন্ধটি নামিয়ে নিয়েছে। ব্রাজিলিয়ান নিউজ সাইট দিয়ারিও ডো সেন্ট্রো দো মুন্ডোও চমস্কির মৃত্যুর খবর মুছে ফেলেছে এবং একটি সংশোধনী প্রকাশ করেছে।
প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয় নোম চমস্কিকে। মার্কিন পররাষ্ট্র নীতির সমালোচনার জন্য তিনি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে কয়েক দশক ধরে পড়িয়েছেন।
২০১৭ সালে তিনি টাসকুনের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও আচরণগত বিজ্ঞান কলেজে যোগদান করেন। সেখানে তিনি বর্তমানে ভাষাবিজ্ঞানের ‘লরিয়েট প্রফেসর’ হিসেবে তালিকাভুক্ত।
বিশ্বে তাঁর বই ও প্রবন্ধের অনেক পাঠক রয়েছেন। ১৯৫৭ সালে চমস্কির ‘সিনট্যাকটিক স্ট্রাকচার্স’ নামের বিখ্যাত বই বের হয়। বইটি ভাষাবিজ্ঞান অধ্যয়নকে বদলে দিয়েছে।

বিখ্যাত ভাষাবিদ ও মানবাধিকারকর্মী নোম চমস্কির মৃত্যুর খবরকে গুজব বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি। এর আগে গতকাল মঙ্গলবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই প্রখ্যাত ভাষাবিদ মারা গেছেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইলে ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি জানিয়েছেন, ‘না, এটি মিথ্যা। তিনি (চমস্কি) ভালো আছেন।’
৯৫ বছর বয়সী ভাষাবিদ নোম চমস্কি ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থা কিছুটা ভালো হলে তাঁকে একটি অ্যাম্বুলেন্স জেটে (উড়োজাহাজ) করে ব্রাজিলে নেওয়া হয়। স্ত্রী ভ্যালেরিয়া চমস্কির জন্মভূমি ব্রাজিল। দেশটির সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
সাও পাওলোর বেনিফিসেন্সিয়া পর্তুগুয়েসা হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, চমস্কিকে বাড়িতে নিয়ে চিকিৎসার জন্য গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে গতকাল এক্সে (সাবেক টুইটার) চাউর হয়, চমস্কি মারা গেছেন। সংবাদমাধ্যম জ্যাকবিন এবং দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যুর খবর প্রকাশ করে। যদিও সমাজতান্ত্রিক সংবাদমাধ্যম জ্যাকবিন পরে খবরের শিরোনাম ‘উই রিমেম্বার নোম চমস্কি’ থেকে ‘লেটস সেলিব্রেট নোম চমস্কি’ করেছে।
অপর দিকে দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যু নিয়ে সাবেক গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসের প্রবন্ধটি নামিয়ে নিয়েছে। ব্রাজিলিয়ান নিউজ সাইট দিয়ারিও ডো সেন্ট্রো দো মুন্ডোও চমস্কির মৃত্যুর খবর মুছে ফেলেছে এবং একটি সংশোধনী প্রকাশ করেছে।
প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয় নোম চমস্কিকে। মার্কিন পররাষ্ট্র নীতির সমালোচনার জন্য তিনি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে কয়েক দশক ধরে পড়িয়েছেন।
২০১৭ সালে তিনি টাসকুনের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও আচরণগত বিজ্ঞান কলেজে যোগদান করেন। সেখানে তিনি বর্তমানে ভাষাবিজ্ঞানের ‘লরিয়েট প্রফেসর’ হিসেবে তালিকাভুক্ত।
বিশ্বে তাঁর বই ও প্রবন্ধের অনেক পাঠক রয়েছেন। ১৯৫৭ সালে চমস্কির ‘সিনট্যাকটিক স্ট্রাকচার্স’ নামের বিখ্যাত বই বের হয়। বইটি ভাষাবিজ্ঞান অধ্যয়নকে বদলে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসন কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসনের আত্মরক্ষার দাবি প্রত্যাখ্যান করেছেন স্থানীয় কর্মকর্তারা।
৩১ মিনিট আগে
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় যোগ না দিয়ে সোমালিল্যান্ড হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। এদিকে, রিয়াদে যাওয়া এসটিসির আলোচক দল উধাও হয়ে গেছেন বলে জানা গেছে।
৪৩ মিনিট আগে
পাকিস্তান ও সৌদি আরব প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের সৌদি ঋণকে জেএফ-১৭ যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে পাকিস্তানি দুটি সূত্র জানিয়েছে। তবে এই পুরো প্রতিরক্ষা চুক্তির মূল্য আসলে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার। গত বছর স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কয়েক...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার প্রধান প্ল্যাটফর্মসহ ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তাঁর প্রশাসন। খবর আল জাজিরার
২ ঘণ্টা আগে