Ajker Patrika

থানায় ভিডিও করতে বাধা দেওয়ায় পুলিশকে কামড় 

থানায় ভিডিও করতে বাধা দেওয়ায় পুলিশকে কামড় 

থানায় ভিডিও করতে দেওয়া হয়নি এক ব্যক্তিকে। তাই রাগান্বিত হয়ে পুলিশকেই কামড়ে দিয়েছেন তিনি। ঘটনা ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলার উমরেদ তহসিলের মকর ধোকড়া পুলিশ স্টেশনের। স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম রাকেশ পুরুষোত্তম গজভিয়ে। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি মকর ধোকড়া গ্রামেরই বাসিন্দা। তাঁর সঙ্গে এক ব্যক্তির বিরোধ ছিল। তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে এসে সেই ব্যক্তি সম্পর্কে মামলা দায়ের না করতে অনুরোধ করেন। এই বিষয়ে পুলিশের সঙ্গে হালকা কথা-কাটাকাটিও হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সেখানে থাকা পুলিশ কর্মকর্তাদের ভিডিও করতে শুরু করেন। 

পরে পুলিশ তাঁকে ভিডিও করতে নিষেধ করে। কিন্তু রাকেশ পুলিশের কথা না শুনে ভিডিও করতেই থাকে। একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তা তাঁকে ভিডিও করতে বাধা দেন এবং ভিডিওটি মুছে ফেলার দাবি জানান। এর পরপরই রাকেশ ওই পুলিশ কর্মকর্তাকে একাধিকবার কামড়ে দেন। 

পুলিশ আরও জানিয়েছে, এরপর ওই লোক তাঁর দ্বিচক্রযান যোগে পালিয়ে যায়। পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৩ (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ) এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত