কলকাতা প্রতিনিধি

কয়লা পাচারের অভিযোগ তদন্তের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও শাসক দল তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। ভারতে অর্থনৈতিক অপরাধের তদন্তকারী সংস্থা ইডি তাঁকে আগামী শুক্রবার কলকাতা কার্যালয়ে হাজির হওয়ার জন্য তাঁকে ডেকে পাঠিয়েছে।
এর আগেও ইডি একাধিকবার অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করেছে। এবার তাঁর শ্যালিকা মানেকা গম্ভীরকেও ডাকা হয়েছে। তবে মানেকা এই নোটিশের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে হয়রানি করা হচ্ছে। তবে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ৯০০ কোটি রুপির কয়লা কেলেঙ্কারির ভাগ পেতেন অভিষেক।
গতকাল সোমবার পশ্চিমবঙ্গে ছাত্রদের এক অনুষ্ঠানে বিশাল জনসমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা করেছে। এ বার হয়তো আজ অথবা কাল ওকে কোনো সংস্থা নোটিশ ধরাবে।’ মমতার বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সত্যিই ইডির নোটিশ পেলেন অভিষেক। মমতা বলেছিলেন, ‘নোটিশ ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এ বার তো মনে হয় ওর দুই বছরের ছেলেকেও নোটিশ ধরাবে। ওকেও নোটিশ ধরিয়ে দেখুক দুই বছরের ছেলেটাও কতটা শক্ত হয়েছে।’
অভিষেক এবং তাঁর স্ত্রী–শ্যালিকার বিরুদ্ধে ইডির নোটিশ প্রসঙ্গে আজ মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘অভিষেককে ভয় পায় বিজেপি। তাই বড় সমাবেশ দেখলেই ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থাগুলো।’ তবে বিজেপির পাল্টা দাবি, স্বাধীনভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে। অভিষেকের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অনেক আগে থেকেই করে চলেছেন বিজেপি নেতারা। এমনকি, কংগ্রেস ও বাম নেতারাও অভিষেকের বিরুদ্ধে একই অভিযোগ তুলে তদন্তের দাবিতে সোচ্চার।

কয়লা পাচারের অভিযোগ তদন্তের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও শাসক দল তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। ভারতে অর্থনৈতিক অপরাধের তদন্তকারী সংস্থা ইডি তাঁকে আগামী শুক্রবার কলকাতা কার্যালয়ে হাজির হওয়ার জন্য তাঁকে ডেকে পাঠিয়েছে।
এর আগেও ইডি একাধিকবার অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করেছে। এবার তাঁর শ্যালিকা মানেকা গম্ভীরকেও ডাকা হয়েছে। তবে মানেকা এই নোটিশের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে হয়রানি করা হচ্ছে। তবে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ৯০০ কোটি রুপির কয়লা কেলেঙ্কারির ভাগ পেতেন অভিষেক।
গতকাল সোমবার পশ্চিমবঙ্গে ছাত্রদের এক অনুষ্ঠানে বিশাল জনসমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা করেছে। এ বার হয়তো আজ অথবা কাল ওকে কোনো সংস্থা নোটিশ ধরাবে।’ মমতার বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সত্যিই ইডির নোটিশ পেলেন অভিষেক। মমতা বলেছিলেন, ‘নোটিশ ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এ বার তো মনে হয় ওর দুই বছরের ছেলেকেও নোটিশ ধরাবে। ওকেও নোটিশ ধরিয়ে দেখুক দুই বছরের ছেলেটাও কতটা শক্ত হয়েছে।’
অভিষেক এবং তাঁর স্ত্রী–শ্যালিকার বিরুদ্ধে ইডির নোটিশ প্রসঙ্গে আজ মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘অভিষেককে ভয় পায় বিজেপি। তাই বড় সমাবেশ দেখলেই ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থাগুলো।’ তবে বিজেপির পাল্টা দাবি, স্বাধীনভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে। অভিষেকের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অনেক আগে থেকেই করে চলেছেন বিজেপি নেতারা। এমনকি, কংগ্রেস ও বাম নেতারাও অভিষেকের বিরুদ্ধে একই অভিযোগ তুলে তদন্তের দাবিতে সোচ্চার।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৩ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৪ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৫ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৭ ঘণ্টা আগে