কলকাতা প্রতিনিধি

ভারতে প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ সংকট। রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশটির বিভিন্ন রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লার অভাবে বন্ধ হওয়ার পথে। ফলে মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে।
পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার আগেই বিদ্যুৎকেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে কয়লা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রণালয়ের যাত্রীবাহী ট্রেনের অনেক ইঞ্জিনই যাত্রী বহন করা ট্রেনের ট্রিপ বাদ দিয়ে কয়লা বহনের ট্রেনে যুক্ত হয়েছে।
ভারতে কয়লার এমন অভাবের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিকে, রাজধানী দিল্লির তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই। যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। আর প্রচণ্ড গরমে বেড়ে গিয়েছে বিদ্যুতের চাহিদা। তবে সেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তীব্র লোডশেডিংয়ে বাড়ছে মানুষের ক্ষোভ। অথচ কয়লার অভাবে উৎপাদন অনেকটাই কমে এসেছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে। দ্রুত কয়লা সরবরাহ না বাড়ানো হলে হাসপাতাল কিংবা মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবাও ব্যাহত হতে পারে।
শুক্রবার সকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই জটিল। এখনই জরুরি ব্যবস্থা না নেওয়া হলে হলে দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।
অপরদিকে, ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব রাজ্যেও দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও তীব্র গরমে নাভিশ্বাস জনগণের।
এদিকে, আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবারের আগে বৃষ্টির আশা কম। ফলে নাজেহাল অবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে।

ভারতে প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ সংকট। রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশটির বিভিন্ন রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লার অভাবে বন্ধ হওয়ার পথে। ফলে মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে।
পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার আগেই বিদ্যুৎকেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে কয়লা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রণালয়ের যাত্রীবাহী ট্রেনের অনেক ইঞ্জিনই যাত্রী বহন করা ট্রেনের ট্রিপ বাদ দিয়ে কয়লা বহনের ট্রেনে যুক্ত হয়েছে।
ভারতে কয়লার এমন অভাবের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিকে, রাজধানী দিল্লির তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই। যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। আর প্রচণ্ড গরমে বেড়ে গিয়েছে বিদ্যুতের চাহিদা। তবে সেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তীব্র লোডশেডিংয়ে বাড়ছে মানুষের ক্ষোভ। অথচ কয়লার অভাবে উৎপাদন অনেকটাই কমে এসেছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে। দ্রুত কয়লা সরবরাহ না বাড়ানো হলে হাসপাতাল কিংবা মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবাও ব্যাহত হতে পারে।
শুক্রবার সকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই জটিল। এখনই জরুরি ব্যবস্থা না নেওয়া হলে হলে দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।
অপরদিকে, ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব রাজ্যেও দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও তীব্র গরমে নাভিশ্বাস জনগণের।
এদিকে, আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবারের আগে বৃষ্টির আশা কম। ফলে নাজেহাল অবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৫ ঘণ্টা আগে