Ajker Patrika

ভারতের হায়দরাবাদে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১০ জনের মৃত্যু, আহত অনেকে

কলকাতা সংবাদদাতা
আপডেট : ৩০ জুন ২০২৫, ১৫: ১৪
ভারতের হায়দরাবাদে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১০ জনের মৃত্যু, আহত অনেকে
ছবি: এক্স ভিডিও থেকে

ভারতের হায়দরাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। হায়দরাবাদের সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে অনেক মানুষ গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে সরকারি সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল ও উদ্ধারকারী দল কাজ করছে।

পাশামাইলারাম শিল্পাঞ্চলে সিগাচি ইন্ডাস্ট্রিজের কেমিক্যাল উৎপাদন ও গবেষণা কেন্দ্রে এই বিস্ফোরণ হয়। প্রতক্ষ্যদর্শীরা জানান, একটি বড় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গেই আকাশে উঠতে দেখা যায় কালো ধোঁয়া।

জানা গেছে, একটি রাসায়নিক রিঅ্যাক্টরের ভিতরেই এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্য অংশে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন শ্রমিকের। বহু শ্রমিক প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে আহত হন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, একাধিক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। হায়দরাবাদ প্রশাসন ও তেলেঙ্গানা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে।

এই বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত সংবেদনশীল কোনো রাসায়নিক প্রক্রিয়ার সময় ত্রুটিজনিত কারণেই ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। পুলিশ ও ফরেনসিক বিভাগ তদন্ত শুরু করেছে।

এ দুর্ঘটনা নিয়ে সিগাচি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। নিহতদের প্রতি শোকজ্ঞাপন জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত