
ভারত নিয়ে ‘বর্ণবাদী’ মন্তব্য করার অভিযোগে তোপের মুখে পড়েছেন সার্বিয়ার টেনিস তারকা দেজানা রাদানোভিচ। সম্প্রতি তিনি আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তিনটি টুর্নামেন্টের জন্য ভারত সফরে এসেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, টুর্নামেন্টের জন্য ভারতে দুই সপ্তাহের মতো ছিলেন রাদানোভিচ। সামাজিক যোগাযোগমাধ্যমে টানা কয়েকটি পোস্টে ভারতের খাবার, যানজট, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার অভাব নিয়ে সমালোচনা করেছেন তিনি।
বিমানবন্দরের ছবিসহ রাদানোভিচের এক পোস্টে লেখেন, ‘বিদায় ভারত। আমি চাই, তোমার সঙ্গে আর কখনোই দেখা না হোক!’
জার্মানির শহর মিউনিখে পৌঁছেই তিনি আরেক পোস্ট দেন। বলেন, ‘হ্যালো সভ্যতা! যারা তিন সপ্তাহের মতো ভারতে ছিলেন, তাঁরাই কেবল এ অনুভূতি বুঝতে পারবেন।’
যানজট নিয়ে তিনি লেখেন, ‘তবে স্বীকার করতেই হয় যে, তাঁরা (ভারতীয়রা) অসাধারণ গাড়ি চালাতে পারেন এবং কখনো কখনো সেখানে যানজট অসহনীয় মাত্রায় পৌঁছে যায়। আপনি কখনোই বুঝতে পারবেন না, আপনার দিন কেমন যাবে, কী হতে যাচ্ছে! সবাই সারাক্ষণ হর্ন বাজাতে থাকে, যেন এটা গাড়ি দৌড়ের খেলা!’
তাঁর এ পোস্টগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। আর ব্যবহারকারীরা তাঁকে ‘বর্ণবাদী’ বলে সম্বোধন করছেন। এরপরই রাদানোভিচ আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মন্তব্যগুলোর ব্যাখ্যা দেন। তিনি বলেন, তাঁর মন্তব্য ভারতের মানুষ নিয়ে নয় বরং দেশটি নিয়ে। তাই তাঁকে ‘বর্ণবাদী’ বলা যায় না।
তিনি বলেন, ‘আমি ভারত দেশটি পছন্দ করিনি। আমার কাছে এর খাবার, যানজট, পরিচ্ছন্নতা (হাইজিন) পছন্দ হয়নি। এখানে খাবারে পোকা, হোটেলে হলদেটে বালিশ আর নোংরা বিছানার চাদর। তারা (রাস্তার) গোলচত্বর কীভাবে ব্যবহার করতে হয় জানে না।’
রাদানোভিচ বলেন, ‘আপনি যদি আমার দেশ সার্বিয়ায় আসেন আর এসব জিনিস পছন্দ না করেন তাহলে আপনি বর্ণবাদী? বর্ণবাদের সঙ্গে এসব জিনিসের সম্পর্ক কোথায়? আমার সব দেশের এবং বর্ণের মানুষের সঙ্গে বন্ধুত্ব আছে, তাই বর্ণবাদ নিয়ে কথা বলবেন না।’
ভারত সফরে ২৭ বছর বয়সী রাদানোভিচ পুনে, বেঙ্গালুরু ও ইন্দোরে আয়োজিত তিনটি ডব্লিউ ৫০ টুর্নামেন্টে অংশ নেন।
উল্লেখ্য, ইদানীং ভারতের স্ট্রিট ফুড নিয়ে সোশ্যাল মিডিয়া খুব ট্রল হচ্ছে। বিশেষ করে খাবার তৈরি ও পরিবেশনায় কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মানা ও পরিচ্ছন্নতার বালাই না থাকার কারণেই এভাবে কটাক্ষের শিকার হচ্ছে ভারতের জনপ্রিয় স্ট্রিট ফুড সংস্কৃতি।

ভারত নিয়ে ‘বর্ণবাদী’ মন্তব্য করার অভিযোগে তোপের মুখে পড়েছেন সার্বিয়ার টেনিস তারকা দেজানা রাদানোভিচ। সম্প্রতি তিনি আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তিনটি টুর্নামেন্টের জন্য ভারত সফরে এসেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, টুর্নামেন্টের জন্য ভারতে দুই সপ্তাহের মতো ছিলেন রাদানোভিচ। সামাজিক যোগাযোগমাধ্যমে টানা কয়েকটি পোস্টে ভারতের খাবার, যানজট, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার অভাব নিয়ে সমালোচনা করেছেন তিনি।
বিমানবন্দরের ছবিসহ রাদানোভিচের এক পোস্টে লেখেন, ‘বিদায় ভারত। আমি চাই, তোমার সঙ্গে আর কখনোই দেখা না হোক!’
জার্মানির শহর মিউনিখে পৌঁছেই তিনি আরেক পোস্ট দেন। বলেন, ‘হ্যালো সভ্যতা! যারা তিন সপ্তাহের মতো ভারতে ছিলেন, তাঁরাই কেবল এ অনুভূতি বুঝতে পারবেন।’
যানজট নিয়ে তিনি লেখেন, ‘তবে স্বীকার করতেই হয় যে, তাঁরা (ভারতীয়রা) অসাধারণ গাড়ি চালাতে পারেন এবং কখনো কখনো সেখানে যানজট অসহনীয় মাত্রায় পৌঁছে যায়। আপনি কখনোই বুঝতে পারবেন না, আপনার দিন কেমন যাবে, কী হতে যাচ্ছে! সবাই সারাক্ষণ হর্ন বাজাতে থাকে, যেন এটা গাড়ি দৌড়ের খেলা!’
তাঁর এ পোস্টগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। আর ব্যবহারকারীরা তাঁকে ‘বর্ণবাদী’ বলে সম্বোধন করছেন। এরপরই রাদানোভিচ আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মন্তব্যগুলোর ব্যাখ্যা দেন। তিনি বলেন, তাঁর মন্তব্য ভারতের মানুষ নিয়ে নয় বরং দেশটি নিয়ে। তাই তাঁকে ‘বর্ণবাদী’ বলা যায় না।
তিনি বলেন, ‘আমি ভারত দেশটি পছন্দ করিনি। আমার কাছে এর খাবার, যানজট, পরিচ্ছন্নতা (হাইজিন) পছন্দ হয়নি। এখানে খাবারে পোকা, হোটেলে হলদেটে বালিশ আর নোংরা বিছানার চাদর। তারা (রাস্তার) গোলচত্বর কীভাবে ব্যবহার করতে হয় জানে না।’
রাদানোভিচ বলেন, ‘আপনি যদি আমার দেশ সার্বিয়ায় আসেন আর এসব জিনিস পছন্দ না করেন তাহলে আপনি বর্ণবাদী? বর্ণবাদের সঙ্গে এসব জিনিসের সম্পর্ক কোথায়? আমার সব দেশের এবং বর্ণের মানুষের সঙ্গে বন্ধুত্ব আছে, তাই বর্ণবাদ নিয়ে কথা বলবেন না।’
ভারত সফরে ২৭ বছর বয়সী রাদানোভিচ পুনে, বেঙ্গালুরু ও ইন্দোরে আয়োজিত তিনটি ডব্লিউ ৫০ টুর্নামেন্টে অংশ নেন।
উল্লেখ্য, ইদানীং ভারতের স্ট্রিট ফুড নিয়ে সোশ্যাল মিডিয়া খুব ট্রল হচ্ছে। বিশেষ করে খাবার তৈরি ও পরিবেশনায় কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মানা ও পরিচ্ছন্নতার বালাই না থাকার কারণেই এভাবে কটাক্ষের শিকার হচ্ছে ভারতের জনপ্রিয় স্ট্রিট ফুড সংস্কৃতি।

যুক্তরাষ্ট্রের আগ্রাসী বৈদেশিক নীতির কড়া সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো ঘটনাগুলোকে ইঙ্গিত করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর বিশ্ব ব্যবস্থার রক্ষক নয়; বরং তা ধ্বংসকারী হিসেবে আবির্ভূত
৪ মিনিট আগে
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের (ওইউপি) ভারতীয় শাখা প্রায় দুই দশক আগে প্রকাশিত একটি বইয়ে সপ্তদশ শতকের মারাঠা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজিকে নিয়ে বিতর্কিত ও যাচাইহীন তথ্য উপস্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। ‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ শিরোনামের ওই বইটি ২০০৩ সালে মার্কিন লেখক জেমস
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর হোয়াইট হাউস কত দিন সরাসরি নজরদারি বজায় রাখবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা সময়ই বলে দেবে।’ এক বছরের বেশি সময় হবে কি না, জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি বলব, তার চেয়েও অনেক বেশি।’
১ ঘণ্টা আগে
এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্দেশীয় অপরাধচক্রের প্রধান হিসেবে অভিযুক্ত ‘রোমান্স ফ্রড বিলিয়নিয়ার’ চেন ঝিকে শেষ পর্যন্ত নিজ দেশ চীনে বিচারের মুখোমুখি করা হচ্ছে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র গত বছর তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার তিন মাসের মাথায় তাঁকে গ্রেপ্তার করে চীনের কাছে হস্তান্তর করেছে কম্বোডিয়া।
১ ঘণ্টা আগে