নিজস্ব প্রতিবেদক, আগরতলা (ভারত)

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দেশভাগ নিয়ে মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি বছর ১৪ আগস্ট 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' পালনের কথা ঘোষণা করেন। তাঁর এই ঘোষণার পরই বিরোধীদের কটাক্ষ, কংগ্রেসশাসিত পাঞ্জাবে বিধানসভা ভোটকে মাথায় রেখেই বিজেপি এখন দেশভাগের আবেগকে কাজে লাগিয়ে স্বাধীনতা দিবসের সম্মানহানি করতে চাইছে। তবে জোট প্রক্রিয়ার মাধ্যমে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা হাতে নিয়েছে বিজেপির মোকাবিলার পাল্টা কৌশল।
১৯৪৭ সালে ১৪ আগস্ট মধ্যরাতে ভারত ভাগের সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের। পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে লড়াই করে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। ভারতের স্বাধীনতা সংগ্রামের বেশির ভাগ কৃতিত্বটা এতকাল অর্জন করে এসেছে কংগ্রেস। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু থেকে শুরু করে জাতীয় নেতাদের অবদান এখনো কংগ্রেসকে রাজনৈতিক ফায়দা এনে দেয়। স্বাধীনতা আন্দোলনের কৃতিত্ব জাহিরের কোনো সুযোগই বিজেপির নেই। তাই পাঞ্জাব-সহ পাঁচ রাজ্যের ভোটের আগে দেশভাগ নিয়ে ভারতীয়দের মধ্যে এখনো যে আবেগ রয়েছে সেটাকেই কাজে লাগাতে চাইছে বিজেপি।
এদিন প্রধানমন্ত্রী টুইট করেন, 'দেশ ভাগের যন্ত্রণা কখনো ভোলা যাবে না। আমাদের লাখ লাখ ভাইবোন ঘরছাড়া হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন। তাঁদের লড়াই এবং আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে এখন থেকে ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালিত হবে'। তাঁর এই টুইট আসলে পাঞ্জাবের নির্বাচনকে মাথায় রেখে, এমনটাই মনে করছে কংগ্রেস-সহ বিরোধীরা। তাঁদের অভিযোগ, ভারতের স্বাধীনতা সংগ্রামে বিজেপি বা তাদের চালিকাশক্তি আরএসএস-এর কোনো অবদান নেই। তাই দেশভাগকে সামনে এনে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ছোট করার চেষ্টা চালাচ্ছে। বিরোধীরা বিজেপির কৌশল ধরে নিয়ে মোদি সরকারকে হারাতে বিকল্প জোটেই আস্থা রাখছেন। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট ফের চালু হয়। রাহুলের মন্তব্য, সত্যের জয়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দেশভাগ নিয়ে মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি বছর ১৪ আগস্ট 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' পালনের কথা ঘোষণা করেন। তাঁর এই ঘোষণার পরই বিরোধীদের কটাক্ষ, কংগ্রেসশাসিত পাঞ্জাবে বিধানসভা ভোটকে মাথায় রেখেই বিজেপি এখন দেশভাগের আবেগকে কাজে লাগিয়ে স্বাধীনতা দিবসের সম্মানহানি করতে চাইছে। তবে জোট প্রক্রিয়ার মাধ্যমে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা হাতে নিয়েছে বিজেপির মোকাবিলার পাল্টা কৌশল।
১৯৪৭ সালে ১৪ আগস্ট মধ্যরাতে ভারত ভাগের সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের। পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে লড়াই করে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। ভারতের স্বাধীনতা সংগ্রামের বেশির ভাগ কৃতিত্বটা এতকাল অর্জন করে এসেছে কংগ্রেস। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু থেকে শুরু করে জাতীয় নেতাদের অবদান এখনো কংগ্রেসকে রাজনৈতিক ফায়দা এনে দেয়। স্বাধীনতা আন্দোলনের কৃতিত্ব জাহিরের কোনো সুযোগই বিজেপির নেই। তাই পাঞ্জাব-সহ পাঁচ রাজ্যের ভোটের আগে দেশভাগ নিয়ে ভারতীয়দের মধ্যে এখনো যে আবেগ রয়েছে সেটাকেই কাজে লাগাতে চাইছে বিজেপি।
এদিন প্রধানমন্ত্রী টুইট করেন, 'দেশ ভাগের যন্ত্রণা কখনো ভোলা যাবে না। আমাদের লাখ লাখ ভাইবোন ঘরছাড়া হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন। তাঁদের লড়াই এবং আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে এখন থেকে ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালিত হবে'। তাঁর এই টুইট আসলে পাঞ্জাবের নির্বাচনকে মাথায় রেখে, এমনটাই মনে করছে কংগ্রেস-সহ বিরোধীরা। তাঁদের অভিযোগ, ভারতের স্বাধীনতা সংগ্রামে বিজেপি বা তাদের চালিকাশক্তি আরএসএস-এর কোনো অবদান নেই। তাই দেশভাগকে সামনে এনে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ছোট করার চেষ্টা চালাচ্ছে। বিরোধীরা বিজেপির কৌশল ধরে নিয়ে মোদি সরকারকে হারাতে বিকল্প জোটেই আস্থা রাখছেন। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট ফের চালু হয়। রাহুলের মন্তব্য, সত্যের জয়!

হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
৯ মিনিট আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
২ ঘণ্টা আগে