
ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে দিল্লির রাজ্য সরকার। টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে লকডাউনের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যদি এখনই লকডাউন জারি করা না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বড় দুর্যোগের মুখে পড়তে হবে। সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। নিতান্ত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ছয় দিনের লকডাউন হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে ও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি না। আমি এও বলছি না যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।’
উল্লেখ্য, লকডাউনে সরকারি অফিস খোলা থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থেকে হোম অফিস করতে হবে। মুদি দোকান, খাবার ও ওষুধের দোকান, পত্রিকার হকারদের লকডাউনের আওতামুক্ত থাকবে। ব্যাংক, এটিএম বুথ ও বিমা প্রতিষ্ঠানগুলো লকডাউনের মধ্যে চলবে। পাশাপাশি চালু থাকবে হোম ডেলিভারি সেবাও।
ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। এটিও এখন পর্যন্ত দেশটিতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
সূত্রঃ এনডিটিভি

ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে দিল্লির রাজ্য সরকার। টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে লকডাউনের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যদি এখনই লকডাউন জারি করা না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বড় দুর্যোগের মুখে পড়তে হবে। সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। নিতান্ত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ছয় দিনের লকডাউন হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে ও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি না। আমি এও বলছি না যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।’
উল্লেখ্য, লকডাউনে সরকারি অফিস খোলা থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থেকে হোম অফিস করতে হবে। মুদি দোকান, খাবার ও ওষুধের দোকান, পত্রিকার হকারদের লকডাউনের আওতামুক্ত থাকবে। ব্যাংক, এটিএম বুথ ও বিমা প্রতিষ্ঠানগুলো লকডাউনের মধ্যে চলবে। পাশাপাশি চালু থাকবে হোম ডেলিভারি সেবাও।
ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। এটিও এখন পর্যন্ত দেশটিতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
সূত্রঃ এনডিটিভি

মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
২ ঘণ্টা আগে