
দেড় বছর ধরে অস্থিরতার মধ্যে থাকা মণিপুর ও প্রতিবেশী মিজোরামের জন্য নতুন রাজ্যপাল নিয়োগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে মণিপুর ও মিজোরাম সবচেয়ে বেশি আলোচিত।
দীর্ঘদিন ধরে মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। অমিত শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভাল্লা তাঁর প্রশাসনিক দক্ষতার জন্য সুপরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করার প্রস্তুতির অংশ হিসেবেই ভাল্লার নিয়োগ। দীর্ঘদিন ধরে রাজ্যপালের দায়িত্ব সামলানো লক্ষ্মণ প্রসাদ আচার্যের জায়গায় ভাল্লাকে আনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার সেখানে নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।
মিজোরামেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মণিপুরের কুকি সম্প্রদায়ের সঙ্গে মিয়ানমারের চিন প্রদেশের অভিবাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ ও বিদ্রোহীদের কার্যক্রমে কেন্দ্রের দুশ্চিন্তা বেড়েছে। এমন পরিস্থিতিতে সাবেক সেনাপ্রধান ও বিজেপি নেতা ভি কে সিংকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভি কে সিং দীর্ঘদিন ধরে মোদি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর সামরিক অভিজ্ঞতা মিজোরামের সীমান্ত পরিস্থিতি সামলাতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্য রাজ্যেও কিছু পরিবর্তন এসেছে, যেমন—মিজোরামের রাজ্যপাল হরিবাবু কাম্ভামপতিকে ওডিশার রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে ওডিশার রাজ্যপাল পদ থেকে সরানো হয়েছে। অন্যদিকে কেরালার রাজ্যপাল আরিফ মুহম্মদ খানকে বিহারের রাজ্যপাল করা হয়েছে।
একসঙ্গে একাধিক রাজ্যে এই রাজ্যপাল বদলের বিষয়টিকে কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। মণিপুরের অস্থিরতা নিয়ন্ত্রণ ও মিজোরামের সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপগুলোর সফলতা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের কৌশল এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর।

দেড় বছর ধরে অস্থিরতার মধ্যে থাকা মণিপুর ও প্রতিবেশী মিজোরামের জন্য নতুন রাজ্যপাল নিয়োগ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে মণিপুর ও মিজোরাম সবচেয়ে বেশি আলোচিত।
দীর্ঘদিন ধরে মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। অমিত শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভাল্লা তাঁর প্রশাসনিক দক্ষতার জন্য সুপরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করার প্রস্তুতির অংশ হিসেবেই ভাল্লার নিয়োগ। দীর্ঘদিন ধরে রাজ্যপালের দায়িত্ব সামলানো লক্ষ্মণ প্রসাদ আচার্যের জায়গায় ভাল্লাকে আনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার সেখানে নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।
মিজোরামেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মণিপুরের কুকি সম্প্রদায়ের সঙ্গে মিয়ানমারের চিন প্রদেশের অভিবাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ ও বিদ্রোহীদের কার্যক্রমে কেন্দ্রের দুশ্চিন্তা বেড়েছে। এমন পরিস্থিতিতে সাবেক সেনাপ্রধান ও বিজেপি নেতা ভি কে সিংকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভি কে সিং দীর্ঘদিন ধরে মোদি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর সামরিক অভিজ্ঞতা মিজোরামের সীমান্ত পরিস্থিতি সামলাতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্য রাজ্যেও কিছু পরিবর্তন এসেছে, যেমন—মিজোরামের রাজ্যপাল হরিবাবু কাম্ভামপতিকে ওডিশার রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে ওডিশার রাজ্যপাল পদ থেকে সরানো হয়েছে। অন্যদিকে কেরালার রাজ্যপাল আরিফ মুহম্মদ খানকে বিহারের রাজ্যপাল করা হয়েছে।
একসঙ্গে একাধিক রাজ্যে এই রাজ্যপাল বদলের বিষয়টিকে কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। মণিপুরের অস্থিরতা নিয়ন্ত্রণ ও মিজোরামের সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপগুলোর সফলতা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের কৌশল এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৪ ঘণ্টা আগে