Ajker Patrika

পূর্ব পরিকল্পিত গত বছরের দিল্লি দাঙ্গা: হাইকোর্ট

কলকাতা প্রতিনিধি
পূর্ব পরিকল্পিত গত বছরের দিল্লি দাঙ্গা: হাইকোর্ট

গত বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে ঘটে যাওয়া দাঙ্গা পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন দিল্লি আদালত। আজ মঙ্গলবার দাঙ্গায় অভিযুক্ত এক ব্যক্তির জামিন আবেদন বাতিলের সময় দিল্লি হাইকোর্ট এ কথা জানান।

দিল্লি হাইকোর্ট জানান, সাময়িক উত্তেজনা থেকে মোটেও সংগঠিত হয়নি উত্তর পূর্ব দিল্লির সহিংসতা। সরকার ও জনগণকে বিপর্যস্ত করার লক্ষ্যেই এই গভীর ষড়যন্ত্র করা হয়েছিল।

২০২০ সালে ২৩ ফেব্রুয়ারি বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদকারী ও সমর্থকদের মধ্যে টানা তিন দিন ধরে চলে সহিংসতা। এ দাঙ্গায় নিহত হন হন অন্তত ৫০ জন এবং জখম হন আরও ২০০ জন।

দিল্লি দাঙ্গা নিয়ে আন্তর্জাতিক মহলেও নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন সূত্রে বলা হয়, নিহতেরা বেশির ভাগই মুসলিম। অভিযোগের আঙুল যায় বিজেপির দিকে। কারণ দিল্লির নিরাপত্তার দায়িত্ব ভারতের বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের।

গত বছরের দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে মহম্মদ ইব্রাহিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। এদিন দিল্লি হাইকোর্টে বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের আদালতে তাঁর জামিন আবেদনের শুনানি ছিল।

পরে আদালত তাঁর জামিন দিতে অস্বীকার করেন। বিচারপতি প্রসাদ নজরদারি ক্যামেরার ছবি দেখে মন্তব্য করেন, দিল্লির দাঙ্গায় ইব্রাহিমকে তলোয়ার হাতে দেখা গেছে। সেই তলোয়ারে এক পুলিশ কর্মী খুন হন।

বিচারপতি বলেন, বিক্ষোভকারীদের ভিডিও দেখে বোঝা যায়, সরকার এবং জনগণের জীবন বিপর্যস্ত করতে ভাবনা-চিন্তা করেই হিংসা ছড়ানো হয়। গভীর ষড়যন্ত্র থেকেই পরিকল্পিত দাঙ্গা বাধানো হয় দিল্লিতে।

বিচারপতির সাফ কথা, পরিকল্পনার অংশ হিসাবে সিসিটিভির ফুটেজ নিষ্ক্রিয় করা হয়। স্বতঃস্ফূর্তভাবে দুই সম্প্রদায়ের মানুষ একে অন্যের ওপর হামলা চালিয়েছে বলে যে যুক্তি তুলে ধরা হয়েছে তা একেবারেই ঠিক নয়।

দিল্লির দাঙ্গা নিয়ে উচ্চ আদালতের কড়া মন্তব্যের পরই শুরু হয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। তবে সবপক্ষই মেনে নিচ্ছেন গভীর ষড়যন্ত্র আর পরিকল্পনার কথা।

দিল্লির বিজেপি সামাজিক গণমাধ্যমে অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর আম আদমি পার্টি দাঙ্গার সঙ্গে জড়িত। তাই দাঙ্গায় জড়িতদের বাঁচাতে সচেষ্ট ছিল কেজরিওয়ালের দল। তবে বেশির ভাগ রাজনৈতিক দলেরই ইঙ্গিত বিজেপি দিকে। মুসলিম বিদ্বেষ থেকেই নাকি সংগঠিত হয় দিল্লির দাঙ্গা। পশ্চিমা সংবাদমাধ্যমও মোদী সরকারকেই দাঙ্গার জন্য দায়ী করে।

কংগ্রেসের তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছিল। একই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেসও। এদিন হাইকোর্টের রায়ে ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসতেই ফের রাজনৈতিক চর্চায় উঠে এল দিল্লির দাঙ্গা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত