Ajker Patrika

গুঁড়িয়ে দেওয়া হলো ভারতের সেই ‘করোনা মাতা’র মন্দির

আপডেট : ১৩ জুন ২০২১, ১২: ৫১
গুঁড়িয়ে দেওয়া হলো ভারতের সেই ‘করোনা মাতা’র মন্দির

ঢাকা : করোনা মহামারি থেকে মুক্তি পেতে ভারতের উত্তর প্রদেশের জুহি শুকুলপুর গ্রামে নির্মাণ করা হয়েছিল ‘করোনা মাতা’র মন্দির। সেটি স্থানীয় সময় শুক্রবার রাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, পুলিশ এসে মন্দিরটি গুঁড়িয়ে দিয়েছে। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

উত্তর প্রদেশের সাঙ্গিপুর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, একটি বিতর্কিত জমিতে এই মন্দির স্থাপিত হয়েছিল।

গ্রামবাসী জানান, লোকেশকুমার শ্রীবাস্তব নামের একজন স্থানীয়দের সহায়তা নিয়ে সম্প্রতি জুহি শুকুলপুর গ্রামে ‘করোনা মাতা’র মন্দিরটি নির্মাণ করেন। সেই গ্রামেরই বাসিন্দা রাধে শ্যামকে পুরোহিত হিসেবে ওই মন্দিরে নিয়োগ দেওয়া হয়।

জানা গেছে, লোকেশকুমার শ্রীবাস্তব নয়ডাতে থাকতেন। যে জমিতে লোকেশ মন্দির নির্মাণ করেছিলেন, সেই জমিতে নগেশ কুমার শ্রীবাস্তব এবং জয়প্রকাশ শ্রীবাস্তব নামের আরও দুজনের মালিকানা রয়েছে। মন্দির নির্মাণের পর লোকেশ আবার নয়ডায় ফিরে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই ঘটনায় লোকেশকুমার শ্রীবাস্তবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নগেশকুমার শ্রীবাস্তব। মামলার অভিযোগে বলা হয়েছে, দখল করতেই ওই জমিতে মন্দির নির্মাণ করেন লোকেশকুমার শ্রীবাস্তব।

এ নিয়ে সাঙ্গিপুর থানার স্টেশন হাউস অফিসার তুষারদত্ত ত্যাগী বলেন, মন্দিরটি একটি বিতর্কিত জমিতে নির্মাণ করা হয়েছিল। ওই জমির একজন মালিক মন্দিরটি গুঁড়িয়ে দিয়েছেন। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত