
করোনাভাইরাস মহামারির মধ্যেই ভারতে দেখা দিতে পারে নতুন সংকট। দেশটিতে ‘টমেটো ফ্লু’ নামে একটি নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সাধারণত ভাইরাসটি মানুষের হাত, পা এবং মুখে আক্রমণ করে। এখন পর্যন্ত ভারতের কেরালা এবং ওডিশা রাজ্যে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞান সাময়িকী ল্যানসেট রেসপিরেটরি জার্নালের এক নিবন্ধে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যের কুল্লামে গত ৬ মে প্রথমবারের মতো টমেটো ফ্লু শনাক্ত হয়। সে সময় ৮২টি শিশু ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল। ল্যানসেটের নিবন্ধে আরও বলা হয়, সব কটি শিশুর বছরই ৫ বছরের নিচে।
ল্যানসেটের নিবন্ধে বলা হয়, ‘যে সময়টাতে আমরা কোভিড-১৯ এর চতুর্থ ঢেউয়ের সম্ভাব্য উত্থান মোকাবিলার চেষ্টা করছি ঠিক তক্ষুনি টমেটো ফ্লু বা টমেটো জ্বর নামে পরিচিত একটি নতুন ভাইরাস ভারতের কেরালা রাজ্যে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে আবির্ভূত হয়েছে।’
সংক্রামক এই রোগটি অন্ত্রের ভাইরাসের মাধ্যমে ছড়ায়। প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগটি বিরল। কারণ প্রাপ্ত বয়স্ক দেহে সাধারণত ভাইরাস থেকে রক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী ইমিউন সিস্টেম থাকে। এই ভাইরাসে আক্রান্ত হলে রোগীর শরীরে ব্যথা হয়, লাল ফোসকা দেখা দেয় এবং তা ধীরে ধীরে টমেটোর আকারের মতো বড় হয়ে যায় এবং এ কারণে এর নামকরণ করা হয়েছে টমেটো ফ্লু।’
এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্যক্তির মধ্যে যে লক্ষণগুলো দেখা দেয় তার মধ্যে রয়েছে—জ্বর, শরীর ব্যথা, হাড়ের জয়েন্ট ফুলে যাওয়া এবং ক্লান্তি অনুভব করা। যা অনেকটা চিকুনগুনিয়ার মতো। কিছু কিছু ক্ষেত্রে রোগী বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, জ্বর, পানি শূন্যতার মতো বিষয়ও দেখা দিতে পারে।
ল্যানসেট জানিয়েছে, কেরালার অন্যান্য যেসব এলাকায় ভাইরাসটির প্রকোপ দেখা দিয়েছে সেগুলো হলো—আঁচল, আরিয়ানকাভু এবং নেদুভাথুর। এই ভাইরাসটিকে আমলে নিয়ে প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকে সতর্কতা জারি করেছে। ওডিশার ভুবনেশ্বরের আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্র ওডিশায় ২৬ শিশুর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসটির সংক্রমণের চিকিৎসার জন্য কোনো নির্দিষ্ট ওষুধ নেই। তবে ভাইরাসটি খুবই সংক্রামক।

করোনাভাইরাস মহামারির মধ্যেই ভারতে দেখা দিতে পারে নতুন সংকট। দেশটিতে ‘টমেটো ফ্লু’ নামে একটি নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সাধারণত ভাইরাসটি মানুষের হাত, পা এবং মুখে আক্রমণ করে। এখন পর্যন্ত ভারতের কেরালা এবং ওডিশা রাজ্যে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞান সাময়িকী ল্যানসেট রেসপিরেটরি জার্নালের এক নিবন্ধে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যের কুল্লামে গত ৬ মে প্রথমবারের মতো টমেটো ফ্লু শনাক্ত হয়। সে সময় ৮২টি শিশু ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল। ল্যানসেটের নিবন্ধে আরও বলা হয়, সব কটি শিশুর বছরই ৫ বছরের নিচে।
ল্যানসেটের নিবন্ধে বলা হয়, ‘যে সময়টাতে আমরা কোভিড-১৯ এর চতুর্থ ঢেউয়ের সম্ভাব্য উত্থান মোকাবিলার চেষ্টা করছি ঠিক তক্ষুনি টমেটো ফ্লু বা টমেটো জ্বর নামে পরিচিত একটি নতুন ভাইরাস ভারতের কেরালা রাজ্যে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে আবির্ভূত হয়েছে।’
সংক্রামক এই রোগটি অন্ত্রের ভাইরাসের মাধ্যমে ছড়ায়। প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগটি বিরল। কারণ প্রাপ্ত বয়স্ক দেহে সাধারণত ভাইরাস থেকে রক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী ইমিউন সিস্টেম থাকে। এই ভাইরাসে আক্রান্ত হলে রোগীর শরীরে ব্যথা হয়, লাল ফোসকা দেখা দেয় এবং তা ধীরে ধীরে টমেটোর আকারের মতো বড় হয়ে যায় এবং এ কারণে এর নামকরণ করা হয়েছে টমেটো ফ্লু।’
এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্যক্তির মধ্যে যে লক্ষণগুলো দেখা দেয় তার মধ্যে রয়েছে—জ্বর, শরীর ব্যথা, হাড়ের জয়েন্ট ফুলে যাওয়া এবং ক্লান্তি অনুভব করা। যা অনেকটা চিকুনগুনিয়ার মতো। কিছু কিছু ক্ষেত্রে রোগী বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, জ্বর, পানি শূন্যতার মতো বিষয়ও দেখা দিতে পারে।
ল্যানসেট জানিয়েছে, কেরালার অন্যান্য যেসব এলাকায় ভাইরাসটির প্রকোপ দেখা দিয়েছে সেগুলো হলো—আঁচল, আরিয়ানকাভু এবং নেদুভাথুর। এই ভাইরাসটিকে আমলে নিয়ে প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকে সতর্কতা জারি করেছে। ওডিশার ভুবনেশ্বরের আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্র ওডিশায় ২৬ শিশুর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসটির সংক্রমণের চিকিৎসার জন্য কোনো নির্দিষ্ট ওষুধ নেই। তবে ভাইরাসটি খুবই সংক্রামক।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৫ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৬ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৭ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগে