
দিওয়ালির বিদায় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অভিনব উৎসব করলেন ভারতের একটি গ্রামের মানুষ। গতকাল শনিবার তাঁরা দল বেঁধে গরুর গোবরে মাখামাখি করলেন। শিশুরা একে অপরের প্রতি গোবর ছুড়ে আনন্দ করল।
তামিলনাড়ু ও কর্ণাটক সীমান্তবর্তী গ্রাম গুমাতাপুরা। এই গ্রামেরই ঐতিহ্যবাহী উৎসব ‘গোরেহাব্বা’। কয়েকশ বছর ধরে দিওয়ালির (দীপাবলি) সময় এই উৎসব করে আসছেন তাঁরা।
এটি স্পেনের ‘লা তোমাতিনা’ উৎসবের মতোই। লা তোমাতিনা উৎসবে স্পেনের মানুষেরা একে অপরের প্রতি পাকা টমেটো ছুড়ে মারেন। আর গুমাতাপুরা গ্রামের মানুষেরা ছোড়াছুড়ি করেন তুষার বলের আকারের গোবরের বল।
শনিবার বিকেলে গ্রামের মানুষেরা বাড়ি বাড়ি ঘুরে গোবর সংগ্রহ করেন। এরপর ট্রাক্টরে করে সেই গোবর আনা হয় গ্রামের মন্দির প্রাঙ্গণে। একজন পুরোহিত গ্রামের মঙ্গল কামনায় প্রার্থনা করার পর ট্রাক থেকে গোবরগুলো একটা স্থানে ফেলা হয়।
এরপর পুরুষেরা সেই গোবরের স্তূপে চড়েন এবং একে অপরের দিকে গোবরের বল ছুড়ে মারেন।
এই উৎসব দেখতে প্রতি বছর এই দিনে দূর দুরান্ত থেকে প্রচুর মানুষ গুমাতাপুরা গ্রামে জড়ো হয়। তাঁরা বিশ্বাস করেন, এভাবে গোবর ছোড়াছুড়িতে স্বাস্থ্যের অনেক উপকার হয়।
স্থানীয় কৃষক মহেশ বার্তা সংস্থা এএফপিকে বলেন, এভাবে গোবর মাখলে শরীরের সব রোগ দূর হয়।
কোভিড মহামারির মধ্যেও ২০২০ সালে এই গ্রামে গোরেহাব্বা উৎসব করেছেন তাঁরা। স্থানীয় প্রশাসনও অনুমতি দিয়েছে। তবে লোকসংখ্যা কম ছিল।
হিন্দু ধর্মে গরু জীবন ও ব্রহ্মাণ্ডের পবিত্র প্রতীক। শত শত বছর ধরে হিন্দুরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গরুর গোবর ব্যবহার করে আসছেন। বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোরক্ষায় বিশেষ জোর দিয়েছেন। বেশ কয়েকটি রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে।

দিওয়ালির বিদায় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অভিনব উৎসব করলেন ভারতের একটি গ্রামের মানুষ। গতকাল শনিবার তাঁরা দল বেঁধে গরুর গোবরে মাখামাখি করলেন। শিশুরা একে অপরের প্রতি গোবর ছুড়ে আনন্দ করল।
তামিলনাড়ু ও কর্ণাটক সীমান্তবর্তী গ্রাম গুমাতাপুরা। এই গ্রামেরই ঐতিহ্যবাহী উৎসব ‘গোরেহাব্বা’। কয়েকশ বছর ধরে দিওয়ালির (দীপাবলি) সময় এই উৎসব করে আসছেন তাঁরা।
এটি স্পেনের ‘লা তোমাতিনা’ উৎসবের মতোই। লা তোমাতিনা উৎসবে স্পেনের মানুষেরা একে অপরের প্রতি পাকা টমেটো ছুড়ে মারেন। আর গুমাতাপুরা গ্রামের মানুষেরা ছোড়াছুড়ি করেন তুষার বলের আকারের গোবরের বল।
শনিবার বিকেলে গ্রামের মানুষেরা বাড়ি বাড়ি ঘুরে গোবর সংগ্রহ করেন। এরপর ট্রাক্টরে করে সেই গোবর আনা হয় গ্রামের মন্দির প্রাঙ্গণে। একজন পুরোহিত গ্রামের মঙ্গল কামনায় প্রার্থনা করার পর ট্রাক থেকে গোবরগুলো একটা স্থানে ফেলা হয়।
এরপর পুরুষেরা সেই গোবরের স্তূপে চড়েন এবং একে অপরের দিকে গোবরের বল ছুড়ে মারেন।
এই উৎসব দেখতে প্রতি বছর এই দিনে দূর দুরান্ত থেকে প্রচুর মানুষ গুমাতাপুরা গ্রামে জড়ো হয়। তাঁরা বিশ্বাস করেন, এভাবে গোবর ছোড়াছুড়িতে স্বাস্থ্যের অনেক উপকার হয়।
স্থানীয় কৃষক মহেশ বার্তা সংস্থা এএফপিকে বলেন, এভাবে গোবর মাখলে শরীরের সব রোগ দূর হয়।
কোভিড মহামারির মধ্যেও ২০২০ সালে এই গ্রামে গোরেহাব্বা উৎসব করেছেন তাঁরা। স্থানীয় প্রশাসনও অনুমতি দিয়েছে। তবে লোকসংখ্যা কম ছিল।
হিন্দু ধর্মে গরু জীবন ও ব্রহ্মাণ্ডের পবিত্র প্রতীক। শত শত বছর ধরে হিন্দুরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গরুর গোবর ব্যবহার করে আসছেন। বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোরক্ষায় বিশেষ জোর দিয়েছেন। বেশ কয়েকটি রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২৭ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে