প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। আপাতত আগামী ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিধি-নিষেধের মেয়াদ। আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি করা বিবৃতি থেকে এ কথা জানা যায়।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ১৫ আগস্টের আগে সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন চলবে না। তবে সংরক্ষিত কামরার দূরপাল্লার ট্রেন চলবে। বাস, ট্রাম বা অন্যান্য গণ পরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে।
কলকাতা মেট্রো রেল চলবে। তবে যাত্রী থাকবে কম। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। অফিসগুলোকে অর্ধেক কর্মী নিয়ে কাজ চালাতে বলা হয়েছে। রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে কারফিউ।
সরকারি অনুষ্ঠানকেই শুধু ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, অর্ধেক আসন ভর্তি করে কোনো হলের মধ্যে সরকারি অনুষ্ঠান করা যেতে পারে। তবে বেসরকারি অনুষ্ঠানে বিধিনিষেধ থাকছে।
এদিকে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টিকার জোগান কম থাকায় সরব হয়েছেন দিল্লি সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, মাত্র ২ কোটি টিকা পেয়েছে রাজ্য। কিন্তু প্রয়োজন ১৪ কোটির।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৮১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে এখন সক্রিয় রোগী রয়েছেন ১১ হাজার ৩৭০ জন। রাজ্যে মোটা আক্রান্ত ১৫ লাখ ২৫ হাজার ৭৭৩ এবং মৃত ১৮ হাজার ১০৯।
ভারতের মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন এবং মৃতের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬২। বর্তমানে ৪ লাখ ০৩ হাজার ৮৪০ জন অ্যাকটিভ রোগী রয়েছেন ভারতে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। আপাতত আগামী ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিধি-নিষেধের মেয়াদ। আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি করা বিবৃতি থেকে এ কথা জানা যায়।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ১৫ আগস্টের আগে সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন চলবে না। তবে সংরক্ষিত কামরার দূরপাল্লার ট্রেন চলবে। বাস, ট্রাম বা অন্যান্য গণ পরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে।
কলকাতা মেট্রো রেল চলবে। তবে যাত্রী থাকবে কম। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। অফিসগুলোকে অর্ধেক কর্মী নিয়ে কাজ চালাতে বলা হয়েছে। রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে কারফিউ।
সরকারি অনুষ্ঠানকেই শুধু ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, অর্ধেক আসন ভর্তি করে কোনো হলের মধ্যে সরকারি অনুষ্ঠান করা যেতে পারে। তবে বেসরকারি অনুষ্ঠানে বিধিনিষেধ থাকছে।
এদিকে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টিকার জোগান কম থাকায় সরব হয়েছেন দিল্লি সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, মাত্র ২ কোটি টিকা পেয়েছে রাজ্য। কিন্তু প্রয়োজন ১৪ কোটির।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৮১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে এখন সক্রিয় রোগী রয়েছেন ১১ হাজার ৩৭০ জন। রাজ্যে মোটা আক্রান্ত ১৫ লাখ ২৫ হাজার ৭৭৩ এবং মৃত ১৮ হাজার ১০৯।
ভারতের মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন এবং মৃতের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬২। বর্তমানে ৪ লাখ ০৩ হাজার ৮৪০ জন অ্যাকটিভ রোগী রয়েছেন ভারতে।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৬ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৭ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১০ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১০ ঘণ্টা আগে