Ajker Patrika

সাইবার স্ক্যাম সেন্টারে ক্রীতদাসের মতো ছিলেন ৫৪০ ভারতীয়

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিভিন্ন দেশে সাইবার অপরাধের জালে ফেঁসে যাওয়া ৫৪০ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। গতকাল সোমবার উদ্ধার হওয়া ২৮৩ জনকে নিয়ে ভারত পৌঁছেছে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। আজ মঙ্গলবার আরও একটি ফ্লাইট পৌঁছানোর কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৪২ জন তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উচ্চ বেতনে চাকরির প্রলোভনে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। পরে ভাগ্যের ফেরে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এবং মিয়ানমারে সাইবার প্রতারণার স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়া হয় তাঁদের। সেসব স্ক্যাম সেন্টারে অবর্ণনীয় নির্যাতনের মুখে তাঁরা বাধ্য হয়েছেন সাইবার অপরাধে জড়াতে। পরে, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয় তাঁদের।

ভারতীয় দূতাবাস মিয়ানমার ও থাইল্যান্ড কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়। উদ্ধারকৃতদের প্রথমে থাইল্যান্ডের মায়ে সট শহরে আনা হয়, সেখান থেকে আকাশপথে দিল্লিতে পাঠানো হচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চল (থাইল্যান্ড, লাওস ও মিয়ানমার) সাইবার অপরাধের অন্যতম হটস্পটে পরিণত হয়েছে।

সম্প্রতি, থাইল্যান্ডে নিখোঁজ হন ওয়াং জিং নামের চীনা এক অভিনেতা। নানাভাবে তাঁকে খোঁজার পরও যখন সন্ধান মিলছিল না, তখন বাধ্য হয়ে তাঁর প্রেমিকা সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করেন। মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় তোলপাড়। বেইজিংয়ের চাপে নড়েচড়ে বসে থাই প্রশাসন। আর তারপরই সামনে আসে মিয়ানমারের এই অন্ধকার জগৎ।

বিদেশে চাকরির জন্য যাওয়ার আগে সেখানকার ভারতীয় মিশন, রিক্রুটিং এজেন্ট ও সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে চাকরির প্রস্তাব যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। গত বছরের ডিসেম্বরে হায়দরাবাদ থেকে এক এজেন্টকে গ্রেপ্তার করা হয়, যিনি ভারতীয় যুবকদের এই ধরনের প্রতারণায় জড়িত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

রেকর্ড রেমিট্যান্স, তবু প্রবৃদ্ধি নেই রিজার্ভে

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত