
ভারতের ওডিশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাসের বুকে গুলি চালিয়েছে পুলিশ। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার বেলা একটায় ঝাড়সুগুদা জেলার ব্রাজরাজনগরের কাছে গান্ধী চকের সামনে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর গোপাল দাস স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাসকে লক্ষ্য করে দুটি গুলি চালান। চিকিৎসার জন্য তাঁকে বিমানপথে ভুবনেশ্বরে নেওয়া হয়েছে।
ব্রাজরাজনগরের উপবিভাগীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রী গাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কী উদ্দেশে এ ঘটনা ঘটল, সেটি জানা যায়নি।
এ ঘটনার ভিডিওতে দেখা যায়, নাবা কিশোরের বুক থেকে রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রধান অতিথি হিসেবে একটি অফিস উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী। তিনি পৌঁছানোর পরপরই মানুষজন তাঁকে স্বাগত জানাতে ঘিরে ধরে। এ সময় গুলির শব্দ শোনা যায়। পুলিশের এক সদস্য তাঁকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।
নাবা কিশোর দাসকে গুলির ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। তাঁর সমর্থকেরা ‘নিরাপত্তা ত্রুটি’ নিয়ে প্রশ্ন তুলেছে।

ভারতের ওডিশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাসের বুকে গুলি চালিয়েছে পুলিশ। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার বেলা একটায় ঝাড়সুগুদা জেলার ব্রাজরাজনগরের কাছে গান্ধী চকের সামনে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর গোপাল দাস স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাসকে লক্ষ্য করে দুটি গুলি চালান। চিকিৎসার জন্য তাঁকে বিমানপথে ভুবনেশ্বরে নেওয়া হয়েছে।
ব্রাজরাজনগরের উপবিভাগীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রী গাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কী উদ্দেশে এ ঘটনা ঘটল, সেটি জানা যায়নি।
এ ঘটনার ভিডিওতে দেখা যায়, নাবা কিশোরের বুক থেকে রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রধান অতিথি হিসেবে একটি অফিস উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী। তিনি পৌঁছানোর পরপরই মানুষজন তাঁকে স্বাগত জানাতে ঘিরে ধরে। এ সময় গুলির শব্দ শোনা যায়। পুলিশের এক সদস্য তাঁকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।
নাবা কিশোর দাসকে গুলির ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। তাঁর সমর্থকেরা ‘নিরাপত্তা ত্রুটি’ নিয়ে প্রশ্ন তুলেছে।

চলতি বছরের শুরুর দিকে ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের সময় যুদ্ধবিরতি অর্জনে মধ্যস্থতা করেছে চীন—এমনটাই দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তবে চীনের মধ্যস্থতার এই দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লির সরকারি সূত্রগুলো। কিন্তু কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।
৩৭ মিনিট আগে
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
৪ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৫ ঘণ্টা আগে