
ভারতে ফ্লাইট বিলম্বের ঘোষণা দেওয়ার সময় উড়োজাহাজের পাইলটকে চড় মেরেছেন এক যাত্রী। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার ভারতের দিল্লি থেকে গোয়াগামী ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি ১৩ ঘণ্টা দেরি করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত যাত্রী সাহিল কাটারিয়াকে গ্রেপ্তার করা হয় এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফ্লাইট বিলম্বের ঘোষণা দেওয়ার সময় হলুদ রঙের হুডি পরা এক ব্যক্তি উড়োজাহাজের শেষ সারি থেকে দৌড়ে এসে ফ্লাইটের সহকারী ক্যাপ্টেন অনুপ কুমারকে চড় মারছেন। ফ্লাইটে কয়েক ঘণ্টা বিলম্ব হওয়ার কারণে আগের ক্রুর পরিবর্তে অনুপ কুমার আসেন।
এ ঘটনার পরই ওই যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘এ বিলম্বের সঙ্গে পাইলট বা কেবিন ক্রুর কী সম্পর্ক? তারা শুধু নিজেদের কাজ করছিলেন। এ ব্যক্তিকে গ্রেপ্তার করুন এবং তাঁর উড়োজাহাজে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করুন। তাঁর ছবি প্রকাশ করুন, যাতে মানুষ তার বাজে আচরণ সম্পর্কে সতর্ক হতে পারে।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এ ব্যক্তিকে সহিংসতার দায়ে আটক করা উচিত এবং নো ফ্লাই লিস্টে রাখা উচিত। ইনডিগো নিয়ে নানা অভিযোগ থাকলেও যাত্রীদের এ ধরনের ব্যবহার একেবারেই অগ্রহণযোগ্য।’
উড়োজাহাজ চলাচলসংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুসারে, দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে গতকাল রোববার ১১০টি ফ্লাইট দেরিতে ছাড়ে এবং ৭৯টি ফ্লাইট বাতিল করা হয়। গড়ে প্রতিটি ফ্লাইট ৫০ মিনিট বিলম্বিত হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আজ সোমবারও ঘন কুয়াশা ও বিরূপ আবহাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া বিলম্বিত হয়েছে আরও ১৬৮টি ফ্লাইট। দিল্লি ও উত্তর ভারতের কিছু অংশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় দৃশ্যমানতার অভাবে দিল্লির সঙ্গে সারা দেশের ফ্লাইট ও ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। একজন যাত্রী বলেন, গোয়া যাওয়ার জন্য তাঁকে ১৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

ভারতে ফ্লাইট বিলম্বের ঘোষণা দেওয়ার সময় উড়োজাহাজের পাইলটকে চড় মেরেছেন এক যাত্রী। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার ভারতের দিল্লি থেকে গোয়াগামী ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি ১৩ ঘণ্টা দেরি করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত যাত্রী সাহিল কাটারিয়াকে গ্রেপ্তার করা হয় এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফ্লাইট বিলম্বের ঘোষণা দেওয়ার সময় হলুদ রঙের হুডি পরা এক ব্যক্তি উড়োজাহাজের শেষ সারি থেকে দৌড়ে এসে ফ্লাইটের সহকারী ক্যাপ্টেন অনুপ কুমারকে চড় মারছেন। ফ্লাইটে কয়েক ঘণ্টা বিলম্ব হওয়ার কারণে আগের ক্রুর পরিবর্তে অনুপ কুমার আসেন।
এ ঘটনার পরই ওই যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘এ বিলম্বের সঙ্গে পাইলট বা কেবিন ক্রুর কী সম্পর্ক? তারা শুধু নিজেদের কাজ করছিলেন। এ ব্যক্তিকে গ্রেপ্তার করুন এবং তাঁর উড়োজাহাজে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করুন। তাঁর ছবি প্রকাশ করুন, যাতে মানুষ তার বাজে আচরণ সম্পর্কে সতর্ক হতে পারে।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এ ব্যক্তিকে সহিংসতার দায়ে আটক করা উচিত এবং নো ফ্লাই লিস্টে রাখা উচিত। ইনডিগো নিয়ে নানা অভিযোগ থাকলেও যাত্রীদের এ ধরনের ব্যবহার একেবারেই অগ্রহণযোগ্য।’
উড়োজাহাজ চলাচলসংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুসারে, দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে গতকাল রোববার ১১০টি ফ্লাইট দেরিতে ছাড়ে এবং ৭৯টি ফ্লাইট বাতিল করা হয়। গড়ে প্রতিটি ফ্লাইট ৫০ মিনিট বিলম্বিত হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আজ সোমবারও ঘন কুয়াশা ও বিরূপ আবহাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া বিলম্বিত হয়েছে আরও ১৬৮টি ফ্লাইট। দিল্লি ও উত্তর ভারতের কিছু অংশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় দৃশ্যমানতার অভাবে দিল্লির সঙ্গে সারা দেশের ফ্লাইট ও ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। একজন যাত্রী বলেন, গোয়া যাওয়ার জন্য তাঁকে ১৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
৪ মিনিট আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩৬ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১ ঘণ্টা আগে