Ajker Patrika

মহারাষ্ট্রে ৯ বার ড্যান্সার আটক, বাংলাদেশি বলে দাবি ভারতীয় পুলিশের

মহারাষ্ট্রে ৯ বার ড্যান্সার আটক, বাংলাদেশি বলে দাবি ভারতীয় পুলিশের
প্রতীকী ছবি

মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারীরা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ঠাকুরপাড়ার একটি চাওলে (বস্তির মতো ঘিঞ্জি বহুতল আবাসিক ভবন) অবৈধভাবে বসবাস করছিলেন। চাওলের মালিককে তাঁদের নথি যাচাই না করে অবৈধভাবে বসবাসের অনুমতি দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।

ভিবান্ডি ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ পরিদর্শক রাজ মালি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার ঠাকুরপাড়ার নিউ মারাঠি স্কুলের পেছনে অবস্থিত একটি চাওলে অভিযান চালানো হয়। অভিযানে নয়জন নারী—সিমা বেগম সিরাজ (২৭), রেখা অনিসরাম রাম (২৪), রুপা অনিসরাম রাম ওরফে সতি ইকবাল হুসাইন আখতার (২৪), অঞ্জনি হাবিজ শাহ (২৩), শারদা বানসি সাহু (৪২), মমতা শারদা সাহু (২৬), পায়েল রাজু সাহু (২৮), পিঙ্কি শারদা সাহু (৪৫), এবং কাজল শান্ত্রবনসি সাহু (২০) এবং চাওলের মালিক দীপক গঙ্গারাম ঠাকরেকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ছয়টি মোবাইল ফোন (যার মূল্য ৭০ হাজার রুপি)–সহ তাঁদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথি জব্দ করেছে।

পুলিশি তদন্তের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গারাম ঠাকরে অভিযুক্ত নারীদের চাওলের কক্ষ ভাড়া দিয়েছিলেন। কিন্তু তাঁদের বৈধ ভ্রমণ নথি আছে কিনা তা যাচাই করেননি। অভিযোগ রয়েছে, এই নারীরা অবৈধভাবে ভারত–বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেছে এবং গত পাঁচ বছর ধরে ভিবান্ডিতে বসবাস করছেন। কঙ্গাওন থানায় ভারতীয় দণ্ডবিধির (২০২৩), পাসপোর্ট আইন (১৯২০), এবং বিদেশি নাগরিক আইন (১৯৪৬) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।

একটি সংশ্লিষ্ট ঘটনায় কঙ্গাওন থানার সিনিয়র পুলিশ পরিদর্শক নেতারাম মহাস্কে সাংবাদিকদের বলেছেন, গত দুই মাসে এলাকায় একাধিক অবৈধ বাংলাদেশি নাগরিকের বসবাসের ঘটনা প্রকাশ্যে এসেছে। মোট ছয়টি মামলা নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ২৪ জন বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত