
ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল শনিবার। আজ শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইসিআই বলেছে, কাল বেলা ৩টায় দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে সংবাদ সম্মেলনে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। ইসিআই এক্সে দেওয়া পোস্টে সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, লোকসভা নির্বাচনের সঙ্গে চারটি বিধানসভা নির্বাচনের তারিখও একই সময়ে প্রকাশ করা হবে।
এপ্রিল ও মে মাসে যে চারটি রাজ্যে ভোট হবে বলে আশা করা হচ্ছে তা হলো—অরুণাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশ, ওডিশা ও সিকিম। এ ছাড়া মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খন্ডে এই বছরের শেষের দিকে ভোট হওয়ার কথা। রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য ভারতের সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখও নির্বাচনের জন্য প্রস্তুত।
তফসিল ঘোষণার পর থেকেই কার্যকর হয়ে যায় নির্বাচনী আচরণবিধি। এর ফলে কোনো সরকার এমন কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ বা নতুন কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না, যা নির্বাচনকে প্রভাবিত করে।
এবারের নির্বাচন কয় দফার হবে তা নিয়েও রয়েছে জল্পনাকল্পনা। ২০১৯ সালের নির্বাচন ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সাতটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল ঘোষণা করা হয়েছিল চার দিন পর।
এনডিটিভি বলছে, এবার সাত-আট দফায় হতে পারে এই নির্বাচন। তবে সবচেয়ে বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। শেষবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল ১০ মার্চ। মোট সাত দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত। যদিও তার আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ৯ দফায়।
ভারতের বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে। তাই নিয়ম অনুসারে তার আগে নতুন লোকসভা গঠন করতে হবে। এবার ভোট গ্রহণের প্রথম দফাটি হতে পারে ১৬ এপ্রিলের আশপাশে।
সম্প্রতি তিন সদস্যবিশিষ্ট ভারতের নির্বাচন কমিশন থেকে অবসর নেন অনুপ চন্দ্র পান্ডে। এরপর আচমকাই কয়েক দিন আগে নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেন অরুণ গোয়েল। ফলে কেবল প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারই কমিশনের দায়িত্ব পালন করছেন।

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল শনিবার। আজ শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইসিআই বলেছে, কাল বেলা ৩টায় দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে সংবাদ সম্মেলনে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। ইসিআই এক্সে দেওয়া পোস্টে সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, লোকসভা নির্বাচনের সঙ্গে চারটি বিধানসভা নির্বাচনের তারিখও একই সময়ে প্রকাশ করা হবে।
এপ্রিল ও মে মাসে যে চারটি রাজ্যে ভোট হবে বলে আশা করা হচ্ছে তা হলো—অরুণাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশ, ওডিশা ও সিকিম। এ ছাড়া মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খন্ডে এই বছরের শেষের দিকে ভোট হওয়ার কথা। রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য ভারতের সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখও নির্বাচনের জন্য প্রস্তুত।
তফসিল ঘোষণার পর থেকেই কার্যকর হয়ে যায় নির্বাচনী আচরণবিধি। এর ফলে কোনো সরকার এমন কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ বা নতুন কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না, যা নির্বাচনকে প্রভাবিত করে।
এবারের নির্বাচন কয় দফার হবে তা নিয়েও রয়েছে জল্পনাকল্পনা। ২০১৯ সালের নির্বাচন ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সাতটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল ঘোষণা করা হয়েছিল চার দিন পর।
এনডিটিভি বলছে, এবার সাত-আট দফায় হতে পারে এই নির্বাচন। তবে সবচেয়ে বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। শেষবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল ১০ মার্চ। মোট সাত দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত। যদিও তার আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ৯ দফায়।
ভারতের বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে। তাই নিয়ম অনুসারে তার আগে নতুন লোকসভা গঠন করতে হবে। এবার ভোট গ্রহণের প্রথম দফাটি হতে পারে ১৬ এপ্রিলের আশপাশে।
সম্প্রতি তিন সদস্যবিশিষ্ট ভারতের নির্বাচন কমিশন থেকে অবসর নেন অনুপ চন্দ্র পান্ডে। এরপর আচমকাই কয়েক দিন আগে নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেন অরুণ গোয়েল। ফলে কেবল প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারই কমিশনের দায়িত্ব পালন করছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
২৩ মিনিট আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
২ ঘণ্টা আগে