আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ থেকে ফের অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা! এবার সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে মুর্শিদাবাদ পুলিশের হাতে ধরা পড়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল গত সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা সীমান্ত দিয়ে ঢোকার সময় ধরা পড়েন।
হিন্দুস্তান টাইমস নাম উল্লেখ না করে বিভিন্ন সূত্রের বরাতে লিখেছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ওপর হামলা, হেনস্তা, খুনোখুনির অভিযোগ বেড়েছে। এই পরিস্থিতিতে প্রাণের ভয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। নজরুল ইসলামও তাঁদের একজন। তাঁর দাবি, ‘তারা আমাকে মেরে ফেলত। বাঁচার উপায় না পেয়ে ভারতে চলে এসেছি।’ কিন্তু পালানোর আগেই পুলিশের নজরে চলে আসেন তিনি। রাতের অন্ধকারে ঘাট এলাকা দিয়ে অনুপ্রবেশের পরে হরিরামপুর অঞ্চলে সন্দেহজনক গতিবিধি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রানিতলা থানার পুলিশ। সেই সময় গ্রেপ্তার করা হয় নজরুলকে।
আদালতে তোলা হলে গতকাল মঙ্গলবার নজরুলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এখন তাঁকে জেরা করছে পুলিশ। লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রিত সিং জানিয়েছেন, আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক। অনুপ্রবেশের কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। তাঁরা বলছেন, সীমান্তে বিএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে একজন বিদেশি নজরদারি এড়িয়ে জনবসতিতে ঢুকে পড়লেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, তাতে তাঁরা আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, শুধু রাজনৈতিক অনুপ্রবেশ নয়, এর আড়ালে চোরাচালানও চলছে। তাই আরও কঠোর নজরদারি দরকার বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

বাংলাদেশ থেকে ফের অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা! এবার সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে মুর্শিদাবাদ পুলিশের হাতে ধরা পড়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল গত সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা সীমান্ত দিয়ে ঢোকার সময় ধরা পড়েন।
হিন্দুস্তান টাইমস নাম উল্লেখ না করে বিভিন্ন সূত্রের বরাতে লিখেছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ওপর হামলা, হেনস্তা, খুনোখুনির অভিযোগ বেড়েছে। এই পরিস্থিতিতে প্রাণের ভয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। নজরুল ইসলামও তাঁদের একজন। তাঁর দাবি, ‘তারা আমাকে মেরে ফেলত। বাঁচার উপায় না পেয়ে ভারতে চলে এসেছি।’ কিন্তু পালানোর আগেই পুলিশের নজরে চলে আসেন তিনি। রাতের অন্ধকারে ঘাট এলাকা দিয়ে অনুপ্রবেশের পরে হরিরামপুর অঞ্চলে সন্দেহজনক গতিবিধি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রানিতলা থানার পুলিশ। সেই সময় গ্রেপ্তার করা হয় নজরুলকে।
আদালতে তোলা হলে গতকাল মঙ্গলবার নজরুলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এখন তাঁকে জেরা করছে পুলিশ। লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রিত সিং জানিয়েছেন, আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক। অনুপ্রবেশের কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। তাঁরা বলছেন, সীমান্তে বিএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে একজন বিদেশি নজরদারি এড়িয়ে জনবসতিতে ঢুকে পড়লেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, তাতে তাঁরা আতঙ্কে রয়েছেন। তাঁদের দাবি, শুধু রাজনৈতিক অনুপ্রবেশ নয়, এর আড়ালে চোরাচালানও চলছে। তাই আরও কঠোর নজরদারি দরকার বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

ধীরে ধীরে ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইলম। এখানেই নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষগুলোর কয়েকটি ঘটেছে বলে স্থানীয় ও মানবাধিকার কর্মীদের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে।
৪ মিনিট আগে
২০২০ সালে লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর চীনা ঠিকাদারদের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা তুলে দেওয়ার পরিকল্পনা করছে ভারতের অর্থ মন্ত্রণালয়। মূলত প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, যন্ত্রপাতির ঘাটতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈরী বাণিজ্য নীতির কারণে বাধ্য হয়েই চিরপ্রতিদ্বন্দ্বী...
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের আগ্রাসী বৈদেশিক নীতির কড়া সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো ঘটনাগুলোকে ইঙ্গিত করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বব্যবস্থার রক্ষক নয়; বরং তা ধ্বংসকারী হিসেবে আবির্ভূত
১ ঘণ্টা আগে
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের (ওইউপি) ভারতীয় শাখা প্রায় দুই দশক আগে প্রকাশিত একটি বইয়ে সপ্তদশ শতকের মারাঠা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজিকে নিয়ে বিতর্কিত ও যাচাইহীন তথ্য উপস্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। ‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ শিরোনামের ওই বইটি ২০০৩ সালে মার্কিন লেখক জেমস
২ ঘণ্টা আগে