কলকাতা প্রতিনিধি

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিল বিজেপি। সেই সঙ্গে আরও কোণঠাসা হয়ে পড়ল কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলটির বিকল্প হিসেবে উঠে আসছে আম আদমি পার্টি (আপ)। এর মধ্যেই কংগ্রেসের ভেতরেই দলকে গান্ধী পরিবার মুক্ত করার ডাক উঠতে শুরু করেছে। অন্যদিকে, বিজেপির স্লোগান কংগ্রেস মুক্ত ভারত।
ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে (ইউপি) বিপুল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করছে বিজেপি। বহুকাল পর ইউপিতে একই দল দ্বিতীয়বার সরকার গড়ছে। উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়াতেও নিজেদের সরকার ধরে রেখে বিজেপি বুজিয়ে দিয়েছে নির্বাচনী লড়াইয়ে কংগ্রেস তাদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। নিজেদের দখলে থাকা পাঞ্জাবেও হার স্বীকার করতে হয়েছে কংগ্রেসকে। সেখানে সরকার গড়ছে আম আদমি পার্টি। দিল্লির পর এবার পাঞ্জাবেও অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকার গড়ছে। এটাও রেকর্ড। আগে কোনো আঞ্চলিক দলই একাধিক রাজ্যে সরকার গড়তে পারেনি।
রাজনৈতিক বিশ্লেষকেরা ৫ রাজ্যের বিধানসভা ভোটকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সেমিফাইনাল বলছিলেন। সেই সেমিফাইনালে কিন্তু নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে বিজেপি বুঝিয়ে দিল, তাঁদের কোনো বিকল্প আপাতত নেই। কংগ্রেস বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি ৫ রাজ্যেই। নিজেদের অন্তর্কোন্দলে পাঞ্জাবও হারিয়েছে তারা। ইউপি-তে প্রচারাভিযানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রিয়াঙ্কা গান্ধী ভদরা টেক্কা দিলেও ফলাফলে পরাজয় হয়েছে কংগ্রেসের। কোনও প্রভাবই পড়েনি প্রিয়াঙ্কার প্রচারে। রাহুল গান্ধীর মতোই তাঁর বোনও ভোটপ্রচারে চূড়ান্ত ব্যর্থ, এমনটাই বলছেন সাধারণ মানুষ। ইউপি-তে বিজেপির জয়ের পেছনে অনেকেই বলছেন হিন্দুত্ব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কিন্তু বিভাজনের রাজনীতির বিপরীতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা) মানুষের আস্থা অর্জনে ব্যর্থ। উত্তরাখণ্ডে বিজেপির নির্বাচনী মেশিনারির কাছে দুর্বল লেগেছে কংগ্রেসকে। মণিপুর ও গোয়াতে গতবার জিতেও সরকার গড়তে তারা ব্যর্থ হয়েছিল। এবার দুই রাজ্যেই পরাস্ত কংগ্রেস। ভোটের ফলাফলে কংগ্রেসের অস্তিত্ব আরও বিপন্ন। দলের বর্ষীয়ান নেতা অভিষেক মনু সিঙ্ভির মতে, কংগ্রেসকে ঢেলে সাজাতে হবে। আনতে হবে বলিষ্ঠ নেতৃত্ব।
অন্যদিকে, বিজেপি শিবিরের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচির বিপরীতে কংগ্রেসের পরিবারতন্ত্র ফের পরাস্ত হয়েছে। অন্যদিকে, দিল্লির বাইরে পাঞ্জাবেও নিজেদের জয় ছিনিয়ে নিয়ে আপ-এর দাবি, এবার কংগ্রেসের বিকল্প হিসেবে তারাই উঠে আসবেন। দলের নেতা রাঘব চাড্ডার দাবি, অরবিন্দ কেজরিওয়ালই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিল বিজেপি। সেই সঙ্গে আরও কোণঠাসা হয়ে পড়ল কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলটির বিকল্প হিসেবে উঠে আসছে আম আদমি পার্টি (আপ)। এর মধ্যেই কংগ্রেসের ভেতরেই দলকে গান্ধী পরিবার মুক্ত করার ডাক উঠতে শুরু করেছে। অন্যদিকে, বিজেপির স্লোগান কংগ্রেস মুক্ত ভারত।
ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে (ইউপি) বিপুল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করছে বিজেপি। বহুকাল পর ইউপিতে একই দল দ্বিতীয়বার সরকার গড়ছে। উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়াতেও নিজেদের সরকার ধরে রেখে বিজেপি বুজিয়ে দিয়েছে নির্বাচনী লড়াইয়ে কংগ্রেস তাদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। নিজেদের দখলে থাকা পাঞ্জাবেও হার স্বীকার করতে হয়েছে কংগ্রেসকে। সেখানে সরকার গড়ছে আম আদমি পার্টি। দিল্লির পর এবার পাঞ্জাবেও অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকার গড়ছে। এটাও রেকর্ড। আগে কোনো আঞ্চলিক দলই একাধিক রাজ্যে সরকার গড়তে পারেনি।
রাজনৈতিক বিশ্লেষকেরা ৫ রাজ্যের বিধানসভা ভোটকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সেমিফাইনাল বলছিলেন। সেই সেমিফাইনালে কিন্তু নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে বিজেপি বুঝিয়ে দিল, তাঁদের কোনো বিকল্প আপাতত নেই। কংগ্রেস বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি ৫ রাজ্যেই। নিজেদের অন্তর্কোন্দলে পাঞ্জাবও হারিয়েছে তারা। ইউপি-তে প্রচারাভিযানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রিয়াঙ্কা গান্ধী ভদরা টেক্কা দিলেও ফলাফলে পরাজয় হয়েছে কংগ্রেসের। কোনও প্রভাবই পড়েনি প্রিয়াঙ্কার প্রচারে। রাহুল গান্ধীর মতোই তাঁর বোনও ভোটপ্রচারে চূড়ান্ত ব্যর্থ, এমনটাই বলছেন সাধারণ মানুষ। ইউপি-তে বিজেপির জয়ের পেছনে অনেকেই বলছেন হিন্দুত্ব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কিন্তু বিভাজনের রাজনীতির বিপরীতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা) মানুষের আস্থা অর্জনে ব্যর্থ। উত্তরাখণ্ডে বিজেপির নির্বাচনী মেশিনারির কাছে দুর্বল লেগেছে কংগ্রেসকে। মণিপুর ও গোয়াতে গতবার জিতেও সরকার গড়তে তারা ব্যর্থ হয়েছিল। এবার দুই রাজ্যেই পরাস্ত কংগ্রেস। ভোটের ফলাফলে কংগ্রেসের অস্তিত্ব আরও বিপন্ন। দলের বর্ষীয়ান নেতা অভিষেক মনু সিঙ্ভির মতে, কংগ্রেসকে ঢেলে সাজাতে হবে। আনতে হবে বলিষ্ঠ নেতৃত্ব।
অন্যদিকে, বিজেপি শিবিরের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচির বিপরীতে কংগ্রেসের পরিবারতন্ত্র ফের পরাস্ত হয়েছে। অন্যদিকে, দিল্লির বাইরে পাঞ্জাবেও নিজেদের জয় ছিনিয়ে নিয়ে আপ-এর দাবি, এবার কংগ্রেসের বিকল্প হিসেবে তারাই উঠে আসবেন। দলের নেতা রাঘব চাড্ডার দাবি, অরবিন্দ কেজরিওয়ালই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪ ঘণ্টা আগে