
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত সরকারের বয়ান নিয়ে সন্দিহান পাকিস্তান। ফলে এ ঘটনার তদন্তে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোকে দেখতে চায় দেশটি। বিদ্যমান উত্তেজনা নিরসনে ইরানের মধ্যস্থতার প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যদিকে এ হামলায় জড়িত ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের নেতাদের কথার লড়াইয়ের পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায়ও নতুন করে গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতীয় বাহিনীর দাবি, বিনা উসকানিতে গুলি চালিয়েছে পাকিস্তান। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে। তবে এ ব্যাপারে ইসলামাবাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের শুরুতেই এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এ হামলা সন্ত্রাসের মদদদাতাদের হতাশা ও কাপুরুষতার বহিঃপ্রকাশ। প্রতিটি মানুষের হৃদয়ে এই হামলার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করেছে। হামলার ছবি দেখে প্রত্যেক ভারতীয় নাগরিকের রক্ত টগবগ করছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্ব ভারতের ১৪০ কোটি মানুষের পাশে দাঁড়িয়েছে।
প্রত্যেক ভারতীয় ভুক্তভোগীর পরিবারের প্রতি সহমর্মী উল্লেখ করে তিনি বলেন, আক্রান্ত পরিবারগুলোকে আবার আশ্বস্ত করছি, তারা ন্যায়বিচার পাবে। এই হামলায় জড়িত অপরাধী এবং ষড়যন্ত্রকারীদের সম্ভাব্য কঠোর জবাব দেওয়া হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, ভারত সত্য নাকি মিথ্যা বলছে, তার তদন্তে চীন, রাশিয়া এমনকি পশ্চিমা দেশগুলোও অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আন্তর্জাতিক দলকে প্রকৃত ঘটনা খুঁজে বের করতে দিন।
আল জাজিরা জানিয়েছে, পেহেলগামের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনা নিরসনে ইরানের তরফে যে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। গত শনিবার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন অবস্থান স্পষ্ট করেন পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। তিনি বলেন, পেহেলগামের ঘটনায় ইসলামাবাদের কোনো সংশ্লিষ্টতা নেই। পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায় এবং এ ক্ষেত্রে ইরানের ভূমিকাকে স্বাগত জানানো হবে।
শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান নিজেই গত দুই দশক ধরে সন্ত্রাসবাদের বড় শিকার। হাজার হাজার পাকিস্তানি তাঁদের জীবন দিয়েছেন। এই সমস্যা মোকাবিলায় সরকার বিপুল অর্থ ব্যয় করেছে। পেহেলগামের ঘটনায়ও পাকিস্তান স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্তে অংশ নিতে প্রস্তুত।
এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে একাধিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর এক্স পোস্টে বলা হয়, দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা যাচাই ও প্রদর্শনের অংশ হিসেবে প্ল্যাটফর্ম, সিস্টেম ও ক্রুদের প্রস্তুতি নিশ্চিত করতে একাধিক সফল জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় যেকোনো সময়, যেকোনো স্থানে এবং যেকোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য নৌবাহিনী প্রস্তুত।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত সরকারের বয়ান নিয়ে সন্দিহান পাকিস্তান। ফলে এ ঘটনার তদন্তে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোকে দেখতে চায় দেশটি। বিদ্যমান উত্তেজনা নিরসনে ইরানের মধ্যস্থতার প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যদিকে এ হামলায় জড়িত ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের নেতাদের কথার লড়াইয়ের পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায়ও নতুন করে গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতীয় বাহিনীর দাবি, বিনা উসকানিতে গুলি চালিয়েছে পাকিস্তান। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে। তবে এ ব্যাপারে ইসলামাবাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের শুরুতেই এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এ হামলা সন্ত্রাসের মদদদাতাদের হতাশা ও কাপুরুষতার বহিঃপ্রকাশ। প্রতিটি মানুষের হৃদয়ে এই হামলার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করেছে। হামলার ছবি দেখে প্রত্যেক ভারতীয় নাগরিকের রক্ত টগবগ করছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্ব ভারতের ১৪০ কোটি মানুষের পাশে দাঁড়িয়েছে।
প্রত্যেক ভারতীয় ভুক্তভোগীর পরিবারের প্রতি সহমর্মী উল্লেখ করে তিনি বলেন, আক্রান্ত পরিবারগুলোকে আবার আশ্বস্ত করছি, তারা ন্যায়বিচার পাবে। এই হামলায় জড়িত অপরাধী এবং ষড়যন্ত্রকারীদের সম্ভাব্য কঠোর জবাব দেওয়া হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, ভারত সত্য নাকি মিথ্যা বলছে, তার তদন্তে চীন, রাশিয়া এমনকি পশ্চিমা দেশগুলোও অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আন্তর্জাতিক দলকে প্রকৃত ঘটনা খুঁজে বের করতে দিন।
আল জাজিরা জানিয়েছে, পেহেলগামের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনা নিরসনে ইরানের তরফে যে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। গত শনিবার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন অবস্থান স্পষ্ট করেন পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। তিনি বলেন, পেহেলগামের ঘটনায় ইসলামাবাদের কোনো সংশ্লিষ্টতা নেই। পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায় এবং এ ক্ষেত্রে ইরানের ভূমিকাকে স্বাগত জানানো হবে।
শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান নিজেই গত দুই দশক ধরে সন্ত্রাসবাদের বড় শিকার। হাজার হাজার পাকিস্তানি তাঁদের জীবন দিয়েছেন। এই সমস্যা মোকাবিলায় সরকার বিপুল অর্থ ব্যয় করেছে। পেহেলগামের ঘটনায়ও পাকিস্তান স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্তে অংশ নিতে প্রস্তুত।
এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে একাধিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর এক্স পোস্টে বলা হয়, দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা যাচাই ও প্রদর্শনের অংশ হিসেবে প্ল্যাটফর্ম, সিস্টেম ও ক্রুদের প্রস্তুতি নিশ্চিত করতে একাধিক সফল জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় যেকোনো সময়, যেকোনো স্থানে এবং যেকোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য নৌবাহিনী প্রস্তুত।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৮ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৯ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
১০ ঘণ্টা আগে