আজকের পত্রিকা ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দেশটি পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা আর বাড়াতে চায় না। তবে দেশের কোনো প্রান্তে যদি আক্রমণ হয়, তার ‘দাঁত ভাঙা’ জবাব দেবে। আজ বৃহস্পতিবার (৮ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জয়শঙ্করের বরাতে জানিয়েছে, কাশ্মীরের পেহেলগামে হামলাকারী ‘সন্ত্রাসীদের আস্তানা’ গুঁড়িয়ে দিতে গতকাল বুধবার ‘সীমান্ত পার হয়ে’ অপারেশন সিঁদুর অভিযান পরিচালনা করে ভারত। তিনি বলেন, ‘কাশ্মীরে সন্ত্রাসীদের বর্বর হামলা আমাদের সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালাতে বাধ্য করেছে। আমরা কেবল সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করেই এই হামলা চালিয়েছি।’
জয়শঙ্কর আরও বলেন, ‘পরিস্থিতি আরও খারাপ হোক, এটা আমরা চাই না। তবে যদি আমাদের ওপর সামরিক হামলা হয়, এতে কোনো সন্দেহ নেই যে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।’
জয়শঙ্কর বলেন, ‘প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা ইরানকে আমাদের এই অবস্থানের কথা জানিয়ে রাখছি।’
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি পূর্বনির্ধারিত সূচিতে ভারত সফর করছেন। গতকাল রাতে তিনি দিল্লি এয়ারপোর্টে অবতরণ করেন।
ভারত স্থানীয় সময় বুধবার ভোরের দিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এই হামলার কোডনেম বা সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারত বলছে, গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।
এর আগে আজ অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারতের হামলায় অন্তত ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তিনিও বলেন, ‘অপারেশন সিঁদুর’ একটি চলমান অভিযান। এটি এখনো শেষ হয়নি এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান হামলা করলে ভারত কঠিন জবাব দেবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দেশটি পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা আর বাড়াতে চায় না। তবে দেশের কোনো প্রান্তে যদি আক্রমণ হয়, তার ‘দাঁত ভাঙা’ জবাব দেবে। আজ বৃহস্পতিবার (৮ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জয়শঙ্করের বরাতে জানিয়েছে, কাশ্মীরের পেহেলগামে হামলাকারী ‘সন্ত্রাসীদের আস্তানা’ গুঁড়িয়ে দিতে গতকাল বুধবার ‘সীমান্ত পার হয়ে’ অপারেশন সিঁদুর অভিযান পরিচালনা করে ভারত। তিনি বলেন, ‘কাশ্মীরে সন্ত্রাসীদের বর্বর হামলা আমাদের সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালাতে বাধ্য করেছে। আমরা কেবল সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করেই এই হামলা চালিয়েছি।’
জয়শঙ্কর আরও বলেন, ‘পরিস্থিতি আরও খারাপ হোক, এটা আমরা চাই না। তবে যদি আমাদের ওপর সামরিক হামলা হয়, এতে কোনো সন্দেহ নেই যে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।’
জয়শঙ্কর বলেন, ‘প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা ইরানকে আমাদের এই অবস্থানের কথা জানিয়ে রাখছি।’
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি পূর্বনির্ধারিত সূচিতে ভারত সফর করছেন। গতকাল রাতে তিনি দিল্লি এয়ারপোর্টে অবতরণ করেন।
ভারত স্থানীয় সময় বুধবার ভোরের দিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এই হামলার কোডনেম বা সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারত বলছে, গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।
এর আগে আজ অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারতের হামলায় অন্তত ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তিনিও বলেন, ‘অপারেশন সিঁদুর’ একটি চলমান অভিযান। এটি এখনো শেষ হয়নি এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান হামলা করলে ভারত কঠিন জবাব দেবে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৫ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৭ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগে