
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে। এই নিয়োগের বিষয়টি স্পষ্টতই ইঙ্গিত দেয় যে, কোম্পানিটি শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। এই নিয়োগের ঘোষণা এল এমন এক সময়, যখন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি গতকাল সোমবার লিংকডইনে ১৩টি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য।
বিজ্ঞপ্তি অনুসারে, সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা সংবলিত পাঁচটি পদে মুম্বাই ও দিল্লি উভয় জায়গাতেই নিয়োগ দেওয়া হবে। আর কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদের নিয়োগ শুধুমাত্র মুম্বাইয়ের জন্য করা হবে।
টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এত দিন দেশটিতে প্রবেশ করেনি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে।
ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার এখনো চীনের তুলনায় ছোট। তবে এটি টেসলার জন্য একটি সম্ভাব্য ক্ষেত্র হয়ে উঠতে পারে, বিশেষ করে, এমন সময়ে যখন কোম্পানিটি এক দশকের মধ্যে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির বার্ষিক বিক্রিতে পতনের সম্মুখীন হয়েছে। গত বছর ভারতে প্রায় ১ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে, যেখানে চীনে এই সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখ।
টেসলার ভারতে প্রবেশের পরিকল্পনা এমন এক সময় সামনে এসেছে, যখন মোদি ওয়াশিংটনে ইলন মাস্ক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর ট্রাম্প জানান, মোদি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা শুরু করতে এবং মার্কিন সামরিক সরঞ্জাম কেনা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন, যার মধ্যে রয়েছে ভারতকে ভবিষ্যতে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের সম্ভাব্য পদক্ষেপ।
মাস্ক ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হলেও ট্রাম্প স্পষ্ট করেননি যে, মাস্ক মোদির সঙ্গে বেসরকারি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দেখা করেছেন, নাকি সরকারি কর্মকর্তা হিসেবে দেখা করেছেন।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে। এই নিয়োগের বিষয়টি স্পষ্টতই ইঙ্গিত দেয় যে, কোম্পানিটি শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। এই নিয়োগের ঘোষণা এল এমন এক সময়, যখন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি গতকাল সোমবার লিংকডইনে ১৩টি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য।
বিজ্ঞপ্তি অনুসারে, সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা সংবলিত পাঁচটি পদে মুম্বাই ও দিল্লি উভয় জায়গাতেই নিয়োগ দেওয়া হবে। আর কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদের নিয়োগ শুধুমাত্র মুম্বাইয়ের জন্য করা হবে।
টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এত দিন দেশটিতে প্রবেশ করেনি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে।
ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার এখনো চীনের তুলনায় ছোট। তবে এটি টেসলার জন্য একটি সম্ভাব্য ক্ষেত্র হয়ে উঠতে পারে, বিশেষ করে, এমন সময়ে যখন কোম্পানিটি এক দশকের মধ্যে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির বার্ষিক বিক্রিতে পতনের সম্মুখীন হয়েছে। গত বছর ভারতে প্রায় ১ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে, যেখানে চীনে এই সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখ।
টেসলার ভারতে প্রবেশের পরিকল্পনা এমন এক সময় সামনে এসেছে, যখন মোদি ওয়াশিংটনে ইলন মাস্ক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর ট্রাম্প জানান, মোদি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা শুরু করতে এবং মার্কিন সামরিক সরঞ্জাম কেনা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন, যার মধ্যে রয়েছে ভারতকে ভবিষ্যতে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের সম্ভাব্য পদক্ষেপ।
মাস্ক ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হলেও ট্রাম্প স্পষ্ট করেননি যে, মাস্ক মোদির সঙ্গে বেসরকারি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দেখা করেছেন, নাকি সরকারি কর্মকর্তা হিসেবে দেখা করেছেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
৯ মিনিট আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
৩৪ মিনিট আগে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
১ ঘণ্টা আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
২ ঘণ্টা আগে