
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। সেই বিতর্কের প্রেক্ষাপটে সম্প্রতি লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর বলেছেন, ভাস্কর্য ইস্যুতে মঙ্গেশকর পরিবার কোনো বিতর্ক চায় না। ‘শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের ভাস্কর্য স্থাপন করতে হবে এমন দাবি আমাদের পরিবার থেকে কখনোই করা হয়নি। দয়া করে লতাজিকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।’ বলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের শিবাজি পার্কের যেখানে লতা মঙ্গেশকরের মরদেহ দাহ করা হয়েছিল সেখানে একটি স্মৃতি-ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে একটি চিঠি লিখেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক রাম কদম। তাঁর এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে।
এরপর থেকে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনা-কংগ্রেস জোট এবং বিরোধী বিজেপির মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে।
রাম কদমের এই দাবিটি শিবসেনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কারণ শিবাজি পার্কের সঙ্গে দলটির এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। দলটির প্রয়াত শীর্ষ নেতা বাল ঠাকরে এই পার্কে প্রতিবছর ‘দশেরার সমাবেশ’ আয়োজন করতেন। শিবসেনার সভাপতি ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও সেই রীতি অনুসরণ করেছেন।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতা সন্দীপ দেশপান্ডে এক টুইটে লিখেছেন, ‘শিবাজি পার্ককে দখলের হাত থেকে রক্ষা করতে দাদরের বাসিন্দারা দীর্ঘ সময় লড়াই করেছে। আমি সবাইকে অনুরোধ করছি, ক্ষুদ্র দলীয় রাজনীতির স্বার্থে শিবাজি পার্ককে বলি দেবেন না।’
এদিকে বঞ্চিত বহুজন আঘাদির (ভিবিএ) প্রধান প্রকাশ আম্বেদকর বলেছেন, ‘আমরা সবাই শিবাজি পার্কে আমাদের শৈশব কাটিয়েছি। এই মাঠ অনেক বিখ্যাত ক্রিকেটার তৈরি করেছে। শিবাজি পার্কের মাঠ ভারতের ক্রিকেটের দোলনা। এটি সংরক্ষণ করা আমাদের কর্তব্য।’
তিনি অন্য কোথাও লতা মঙ্গেশকরের স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, ‘স্মৃতিসৌধ যদি তৈরি করতেই হয়, তবে লতা মঙ্গেশকরের মর্যাদার সঙ্গে মানানসই স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে।’
মহারাষ্ট্র সরকার অবশ্য লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর জন্য মুম্বাইয়ের কালিনায় ২ দশমিক ৫ একরজুড়ে একটি আন্তর্জাতিক মানের সংগীত একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয়ে একাডেমিটি নির্মিত হবে।
মহারাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা গেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর।

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। সেই বিতর্কের প্রেক্ষাপটে সম্প্রতি লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর বলেছেন, ভাস্কর্য ইস্যুতে মঙ্গেশকর পরিবার কোনো বিতর্ক চায় না। ‘শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের ভাস্কর্য স্থাপন করতে হবে এমন দাবি আমাদের পরিবার থেকে কখনোই করা হয়নি। দয়া করে লতাজিকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।’ বলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের শিবাজি পার্কের যেখানে লতা মঙ্গেশকরের মরদেহ দাহ করা হয়েছিল সেখানে একটি স্মৃতি-ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে একটি চিঠি লিখেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক রাম কদম। তাঁর এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে।
এরপর থেকে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনা-কংগ্রেস জোট এবং বিরোধী বিজেপির মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে।
রাম কদমের এই দাবিটি শিবসেনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কারণ শিবাজি পার্কের সঙ্গে দলটির এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। দলটির প্রয়াত শীর্ষ নেতা বাল ঠাকরে এই পার্কে প্রতিবছর ‘দশেরার সমাবেশ’ আয়োজন করতেন। শিবসেনার সভাপতি ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও সেই রীতি অনুসরণ করেছেন।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতা সন্দীপ দেশপান্ডে এক টুইটে লিখেছেন, ‘শিবাজি পার্ককে দখলের হাত থেকে রক্ষা করতে দাদরের বাসিন্দারা দীর্ঘ সময় লড়াই করেছে। আমি সবাইকে অনুরোধ করছি, ক্ষুদ্র দলীয় রাজনীতির স্বার্থে শিবাজি পার্ককে বলি দেবেন না।’
এদিকে বঞ্চিত বহুজন আঘাদির (ভিবিএ) প্রধান প্রকাশ আম্বেদকর বলেছেন, ‘আমরা সবাই শিবাজি পার্কে আমাদের শৈশব কাটিয়েছি। এই মাঠ অনেক বিখ্যাত ক্রিকেটার তৈরি করেছে। শিবাজি পার্কের মাঠ ভারতের ক্রিকেটের দোলনা। এটি সংরক্ষণ করা আমাদের কর্তব্য।’
তিনি অন্য কোথাও লতা মঙ্গেশকরের স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, ‘স্মৃতিসৌধ যদি তৈরি করতেই হয়, তবে লতা মঙ্গেশকরের মর্যাদার সঙ্গে মানানসই স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে।’
মহারাষ্ট্র সরকার অবশ্য লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর জন্য মুম্বাইয়ের কালিনায় ২ দশমিক ৫ একরজুড়ে একটি আন্তর্জাতিক মানের সংগীত একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয়ে একাডেমিটি নির্মিত হবে।
মহারাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা গেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৩৮ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
২ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৪ ঘণ্টা আগে