
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলমান ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) স্থানীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। তবে বলেছেন, এই বিষয়ে পশ্চিমবঙ্গ ভারতের কেন্দ্র সরকারের নীতিমালাই মেনে চলবে।
আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়টি অন্য একটি দেশের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে স্পষ্ট করে জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন যে, এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের দেখার বিষয় এবং তাঁর রাজ্য কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনে চলবে। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ভিন্ন দেশ। ভারতের সরকার এটি দেখবে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাদের এ নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা উচিত নয়। যদিও আমরা মনে মনে দুঃখিত হই, তবু আমরা কেন্দ্রের নির্ধারিত নীতিগুলি অনুসরণ করব।’
বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, তিনি এ বিষয়ে ইসকনের পশ্চিমবঙ্গে প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি ইসকন নেতাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এর আগে, গত ২৬ নভেম্বর সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী। তিনি সে সময় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘অবরোধ’ করার হুমকি দেন।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, ‘আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’ এ ছাড়া গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করবেন বলে জানান এই বিজেপি নেতা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।
শুভেন্দু অধিকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়ে আরও বলেছেন, বাংলাদেশের সরকার প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও জয়শঙ্করকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলমান ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) স্থানীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। তবে বলেছেন, এই বিষয়ে পশ্চিমবঙ্গ ভারতের কেন্দ্র সরকারের নীতিমালাই মেনে চলবে।
আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়টি অন্য একটি দেশের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে স্পষ্ট করে জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন যে, এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের দেখার বিষয় এবং তাঁর রাজ্য কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনে চলবে। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ভিন্ন দেশ। ভারতের সরকার এটি দেখবে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাদের এ নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা উচিত নয়। যদিও আমরা মনে মনে দুঃখিত হই, তবু আমরা কেন্দ্রের নির্ধারিত নীতিগুলি অনুসরণ করব।’
বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, তিনি এ বিষয়ে ইসকনের পশ্চিমবঙ্গে প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি ইসকন নেতাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এর আগে, গত ২৬ নভেম্বর সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী। তিনি সে সময় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘অবরোধ’ করার হুমকি দেন।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, ‘আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’ এ ছাড়া গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করবেন বলে জানান এই বিজেপি নেতা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।
শুভেন্দু অধিকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়ে আরও বলেছেন, বাংলাদেশের সরকার প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও জয়শঙ্করকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে