Ajker Patrika

আসামে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত 

প্রতিনিধি, কলকাতা
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২: ২২
আসামে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত 

ভূমিকম্পে কেঁপে উঠল আসাম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। তবে ক্ষয়ক্ষতির খবর এখনো মেলেনি। ভূমিকম্পপ্রবণ রাজ্যটির মানুষ কম্পন অনুভূত হতেই আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

আজ বুধবার ভারতীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূমিকম্প গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, আসামের গোয়ালপাড়ায় ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল।

রাজধানী গৌহাটির ফ্রেন্ডস অব বাংলাদেশের আসাম শাখার সভাপতি ড. সৌমেন ভারতিয়া জানান, সকালে কম্পন অনুভূত হতেই সাধারণ মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর তাঁর জানা নেই।

রিখটার স্কেলে ৫.২ কম্পাঙ্ক যথেষ্ট শক্তিশালী। গোয়ালপাড়া কম্পনের উৎস হলেও আসমের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভারতের উত্তর–পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গের উত্তরভাগেও কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। 

এর আগে চলতি বছরেরই ২৮ এপ্রিল লাগাতার ভূমিকম্পে কেঁপে ওঠে আসামসহ ভারতের গোটা উত্তর–পূর্বাঞ্চল। ২৪ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি মাপের অন্তত ডজনখানেক কম্পন অনুভূত হয়।

এর আগে ১৮৯৭ সালে ভূমিকম্পে আসামে অনেক মানুষ মারা যান। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৮.১। প্রচুর স্থাপনা মাটিতে মিশে যায়। আসামের ভূমিকম্পের প্রভাব পড়ে কলকাতায়ও। ১৯৪৭ সালেও এই জুলাই মাসেই বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছিল আসাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। সেই ভূমিকম্পেও ব্যাপক ক্ষতি হয় আসামের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত